01/09/2025
কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি : ১লা সেপ্টেম্বর' ২০২৫ খ্রি.
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১ লা সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেব ,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। #