Rup's Diary

Rup's Diary "শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"🌸

-(সূরা আদ-দুহা:০৫)
(5)

"A person in 2 months can make you feel what a person in 2 years didn't. Time means nothing, character does."
28/07/2025

"A person in 2 months can make you feel what a person in 2 years didn't. Time means nothing, character does."

27/07/2025

তুমি ছিলে আমার শেষ আঘাত!
এরপর আর কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি।

প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।
মাঝরাতের দুঃস্বপ্নের মতো এসেছিলে,
কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড় কঠিন।

শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয়, ধৈর্য্য চেয়েছি।

27/07/2025

‎মাঝে মাঝে ধৈর্যে কুলায় না। আল্লাহর উপর রা-গ করে বসতে ইচ্ছে করে। কিন্তু পরক্ষণেই কুরআনের একটি আয়াতের কথা মনে হয়। আল্লাহ্ বলেছেন, "শিঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"আলহামদুলিল্লাহ 🤍

27/07/2025

যারা আপনাকে অসম্ভব বলে নিরাশ করে দিতে চায় তাদের জানিয়ে দিন, আমার একজন রব আছেন যাঁর পক্ষে কোন কিছুই অসম্ভব নয়, তিনি যখন 'হও' বলেন অমনি তা হয়ে যায়!🖤

26/07/2025

যখন তুমি কোনো কারন ছাড়াই আনন্দ অনুভব করবে, তখন এটা বিশ্বাস করবে যে, কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দু'আ করছে!🌸🖤
আলহামদুলিল্লাহ

[ হযরত আলী (রাঃ) ]

26/07/2025

মানুষ এমন ভাবে চলে যায়, যা দেখলে মনে হয়, “তারা কখনো ছিলই না”🙂

26/07/2025

প্রতিটা মুহূর্তে বাঁচুন, জীবন এতো সংক্ষিপ্ত যা আপনার পরিকল্পনার বাইরে!🙂

মুখ খুললেই বিব্রতবোধ করি , অথচ তোমাকে বলবার কত কথা 💔
25/07/2025

মুখ খুললেই বিব্রতবোধ করি , অথচ তোমাকে বলবার কত কথা 💔

যদি কখনো মনে হয় ফেরা দরকার, তবে তুমি ফিরিও, হোক সেটা কয়েক মাস বছর বা কয়েক যুগ,আমি কোনো প্রশ্ন ছাড়াই বুকে টেনে নিবো তোমাক...
25/07/2025

যদি কখনো মনে হয় ফেরা দরকার, তবে তুমি ফিরিও, হোক সেটা কয়েক মাস বছর বা কয়েক যুগ,আমি কোনো প্রশ্ন ছাড়াই বুকে টেনে নিবো তোমাকে💔😅

25/07/2025

শুক্রবার!
আপনি যে জিনিসটার জন্যে প্রার্থনা করছেন,তা যেন আল্লাহ আপনাকে দান করে! আমিন! 🤍

24/07/2025

একজন'ই থাকুক, কিন্তু সে হোক আমার পুরো পৃথিবী!
আমি চাই, তার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা অনুভবে শুধু আমি থাকি। অবিরাম অবিচ্ছিন্নভাবে!❤️🌸

24/07/2025

সময়ের ব্যবধানে একদিন সবকিছু পরিবর্তন হয়ে যাবে,,
হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা!🖤

Address

Meherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rup's Diary:

Share