Rup's Diary

Rup's Diary "শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"🌸

-(সূরা আদ-দুহা:০৫)
(5)

আসলেই..
20/11/2025

আসলেই..

তুমি ফিরে আসো যেমন করে, রাতের কাছে দিন, দিনের কাছে রাত বারবার ফিরে এসেছে..!! ❤️‍🩹🖤
20/11/2025

তুমি ফিরে আসো যেমন করে, রাতের কাছে দিন, দিনের কাছে রাত বারবার ফিরে এসেছে..!! ❤️‍🩹🖤

শুভ জন্মদিন প্রিয় বুবলি আপু😊সারাজীবন বাচ্ছা সংসার নিয়ে সুখী থাকুন আর এই ভাবেই প্রানবন্ত থাকুন😊আরও অনেক বড় হন। গায়ে গতরে ...
20/11/2025

শুভ জন্মদিন প্রিয় বুবলি আপু😊
সারাজীবন বাচ্ছা সংসার নিয়ে সুখী থাকুন আর এই ভাবেই প্রানবন্ত থাকুন😊
আরও অনেক বড় হন। গায়ে গতরে বড় না, মনের দিকে আরও বড় হন।
সব সময়, সব জায়গায় পজিটিভিটি ছড়িয়ে দিন।
আপনার বদনাম করার জন্য তো আপনার হেটার্স আছেই। আপনি শুধু পজিটিভিটির আলো ছড়ান।
এমন ভাবে আলো ছড়ান যেন কোনো নেগেটিভিটি আপনার আশপাশের ছায়া ও স্পর্শ না করতে পারে।
আজ আপনার দিন, আরও একশো বছর বাচুন। অনেক বড় হন।
আজ আপনার মায়ের দিন।
যে মা আপনাকে জন্ম দিয়েছেন।
আপনার কথাবার্তা, আপনার পজিটিভিটি খুব ভালো লাগে।
এমন থাকুন আজন্মকাল প্রিয় বুবলি আপু।
আবার ও শুভ জন্মদিন প্রিয় বুবলি আপু 😊

Bubly

🙂
20/11/2025

🙂

20/11/2025

মানুষ প্রেমে পড়লে বোকা হয়ে যায়।
ভুলে যায় সে কী ছিল, কী বা তার পরিচয়। মাথার ভেতর ডেভিড-ক্রেডিটের হিসাব, সাইন-কসের যোগ-বিয়োগ, সাইকোলজি, ফিলোসোফির জটিল সব মারপ্যাচের বদলে ঘুরতে থাকে সাধারণের ভেতরে একটা অসাধারণ প্রতিমা। সেই অসাধারণ প্রতিমার কন্ঠের রিনিক-ঝিনিক, মাতাল কাশবনের মতন উড়তে থাকা চুল কিংবা খোঁপায় গুঁজে রাখা একটা ছোট্ট কাঠগোলাপ, মায়া ভরা চোখের হালকা কাজল, ঠোঁটের একচিলতে হাসি ইত্যাদি ইত্যাদি।

🤣
20/11/2025

🤣

❝নিখাদ বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিঃস্বার্থ সাহায্য করে,সুসময়-দুঃসময়ে সবসময় তার পাশে থাকে। বন্ধুত্...
20/11/2025

❝নিখাদ বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিঃস্বার্থ সাহায্য করে,সুসময়-দুঃসময়ে সবসময় তার পাশে থাকে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যার মাঝে জড়িয়ে আছে ভালোবাসা ও আবেগ।❞

" বেস্ট ফ্রেন্ড"

আপনারাই চিল করেন🙂
19/11/2025

আপনারাই চিল করেন🙂

19/11/2025

যেই মানুষ টা আমার 'নসীবে' থাকবে না, তার জন্য আমার মন যেনো একটুও 'নরম' না হয় আল্লাহ! আমি যেনো তাকে ভালো না বাসি। কাউকে ভালোবেসে কষ্ট পাওয়ার মতো খারাপ কিছু আর নাই! এই কষ্ট কারো সাথে শেয়ার করলেও কমে না! যাকে পাবো না, তাকে জীবনে সাময়িক সময়ের জন্য হলেও আসতে দিও না আল্লাহ!❤️

লজ্জা পাওয়ার কি আছে.? 😒 #ফান_পোস্ট
19/11/2025

লজ্জা পাওয়ার কি আছে.? 😒

#ফান_পোস্ট

Address

Meherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rup's Diary:

Share