Deen Dynamics

Deen Dynamics Assalamualaikum. Pls Follow this page. This page will help you to get various Islamic information♥️📜And sometimes entertaining🤗

23/02/2025

‎আল্লাহ আপনাকে কাঁদতে দেখেন। আল্লাহ আপনার কষ্ট জানেন। আল্লাহ আপনার সকল অশ্রুর কথা জানেন। আল্লাহ আপনার সব দুআ শুনেছেন এবং শুনবেন,যদিও আপনি মনে করেন তিনি করেননি। তিঁনি শুনছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে কখনই পরিত্যাগ করবেন না। আপনি যেটি চান সেটি চাওয়ার অনেক আগেই সেটির পরিকল্পনা করা হয়েছে। আল্লাহর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। হাল ছাড়বেন না। তিঁনি সকল দুআই শোনেন এবং কোনো দুআই তিনি প্রত্যাখ্যাত করেন না। ধৈর্য ধরা সহজ নয় কিন্তু এর প্রতিদান খুবই সুন্দর এবং এর জন্য আল্লাহ অবশ্যই আপনাকে সুন্দর একটি অলৌকিক ঘটনা দেখাবেন। আল্লাহর উপর ভরসা রাখুন এবং আপনি দেখতে পাবেন কিভাবে পরিস্থিতি পরিবর্তন হয়। আক্ষরিক অর্থে মহান জিনিস ঘটানোর জন্য সবচেয়ে শক্তিশালী আল্লাহ। তিনি তাদের ভালবাসেন যারা তাঁকে বিশ্বাস করে। তাই আপনি যদি তাঁকে বিশ্বাস করেন, তাহলে আপনি কীভাবে ভাবতে পারেন যে তিঁনি আপনার সাথে নেই বা তিনি আপনাকে উত্তর দেবেন না। তাঁর উপর বিশ্বাস রাখুন তিঁনি আপনার চাওয়া অবশ্যই পূরণ করবেন। কথাটি লিখেছেন; ফরহাদ মাহমুদ 🧡🖤

Alhamdulillah 🤍
20/02/2025

Alhamdulillah 🤍

18/02/2025

এই আয়াতটি সূরা বাকারা (২:১৪) এর অংশ। এখানে বলা হয়েছে:

"أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۚ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۚ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ"

অর্থ: "তোমরা কি মনে করো, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো বিপদ এবং ক্লেশ আসবে না? তাদের ওপর কঠিন কষ্ট ও দুর্দশা এসেছিল এবং তারা অস্থির হয়ে পড়েছিল। এমনকি তাঁদের রাসূল এবং যারা বিশ্বাসী ছিল, তারা বলেছিল, 'আল্লাহর সাহায্য কখন আসবে?' জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে।" (সূরা বাকারা, আয়াত ২১৪)

এই আয়াতে আল্লাহ মুসলিমদেরকে শিক্ষা দিচ্ছেন যে, বিপদ এবং পরীক্ষার সময় আল্লাহর সাহায্য কাছেই থাকে এবং তাঁকে বিশ্বাস করে ধৈর্য ধারণ করা উচিত।

অর্থাৎ," ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, আল্লাহর সাহায্য আসবেই - এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। "🤍

[সূরা বাকারাঃ-২১৪]✨❤️‍🩹

গরম সীসা কানের মধ্যে ঢেলে দিলে সহ্য করতে পারবেন তো?☺️ছবি - সংগৃহীত
17/02/2025

গরম সীসা কানের মধ্যে ঢেলে দিলে সহ্য করতে পারবেন তো?☺️

ছবি - সংগৃহীত

17/02/2025

🔴যিনা আজকের সমাজে খুবই সাধারণ হয়ে গেছে, কিন্তু এর পরিণতি ভয়ংকর—ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে। এটি শুধু শারীরিক পাপ না, বরং আত্মারও ধ্বংস ডেকে আনে। মানুষ যদি আল্লাহর বিধান মেনে চলে, তাহলে সে নিজেকে এই গুনাহ থেকে বাঁচাতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নিজেকে সংযত রাখা, নৈতিকতা বজায় রাখা এবং আল্লাহর ভয় মনে রাখা।
🔴ভয়ঙ্কর 😰যিনার ব্যাপারে আল্লাহ বলে-

✔️সুরা আল-ইসরা (১৭:৩২):
"আর ব্যভিচারের (যিনা) কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ ও মন্দ পথ।"
✔️সুরা আন-নূর (২৪:২):
"ব্যভিচারিণী ও ব্যভিচারী— তাদের প্রত্যেককে একশত বেত্রাঘাত করো।"

🔴যিনা করলে নিজের ওপর বড় ধরনের জুলুম করা হয়।

✔️আত্মার ওপর জুলুম:
যিনা শুধু দেহের নয়, আত্মারও পাপ। এটি মানুষকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় এবং ঈমান দুর্বল করে ফেলে।

✔️দুনিয়াতে শান্তি নষ্ট:
যিনার ফলে পরিবার ভেঙে যায়, মানসিক অশান্তি বাড়ে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

✔️পরকালে কঠিন শাস্তি:
যারা তওবা না করে মারা যায়, তাদের জন্য কবরের আজাব ও কিয়ামতের দিনে কঠিন শাস্তির কথা বলা হয়েছে।

আল্লাহ বলেন:
"আর যারা সীমালঙ্ঘন করে, তারা নিজেদেরই ক্ষতি করে।" (সুরা ইউনুস ১০:৪৪)
🔴যিনা করা মানে নিজের ওপরই জুলুম করা, যা দুনিয়া ও আখিরাতে বিপদ ডেকে আনে।

🔴যিনা করলে আত্মার মৃত্যু ঘটে। এটি শুধু শারীরিক পাপ নয়, বরং আত্মাকে ধ্বংস করার একটি বড় কারণ।
কেন যিনা আত্মার মৃত্যু ঘটায়?

✔️ ঈমান দুর্বল হয়ে যায়:
নবী (সা.) বলেছেন,
"যখন কোনো ব্যক্তি যিনা করে, তখন সে মুমিন থাকে না।" (বুখারি ও মুসলিম)
অর্থাৎ, যিনা করার সময় ঈমান দুর্বল হয়ে যায় এবং আল্লাহর ভয় কমে যায়।

✔️হৃদয় কঠিন হয়ে যায়:
যিনা করার ফলে মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, নফসের দাস হয়ে পড়ে, ফলে তার হৃদয়ে আর নূর থাকে না।

✔️আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়:
পবিত্র কুরআনে বলা হয়েছে,
"অবশ্যই সফলকাম হবে তারা, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।" (সুরা আল-মুমিনুন ২৩:৫)
যারা যিনায় লিপ্ত হয়, তারা এই সফলতা থেকে বঞ্চিত হয়।

✔️তওবা না করলে আখিরাতে ভয়ংকর শাস্তি:
যাদের আত্মা পাপের বোঝায় ভারী হয়ে যায়, তারা যদি তওবা না করে, তবে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হবে।

🔴কীভাবে আত্মাকে বাঁচানো যায়?

আল্লাহর ভয় রাখা

হারাম সম্পর্ক এড়িয়ে চলা

নামাজ ও ইবাদত বাড়ানো

নফসকে নিয়ন্ত্রণ করা

⚠️যদি কেউ যিনায় লিপ্ত হয়ে থাকে, তবে দ্রুত তওবা করা জরুরি!

17/02/2025

✔️বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া:

বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আস্মিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস্সামা-ই ওয়াহুয়াস সামিইউল আলিম।
অর্থ:
“আল্লাহর নামে শুরু করছি, যার নামে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আসমান ও জমিনে। তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।”
(আবু দাউদ: ৫০৮৮, তিরমিজি: ৩৩৮৮)

✔️ ভয় ও আতঙ্ক দূর করার দোয়া:

হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ:
“আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তাঁরই ওপর নির্ভর করি, এবং তিনিই মহান আরশের প্রতিপালক।”
(সূরা তাওবা: ১২৯)

এগুলো নিয়মিত পড়লে ইনশাআল্লাহ, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন।

17/02/2025

One day Ing sha Allah 🥹

16/02/2025

যেনার ভয়াবহতা সম্পর্কে হাদিস😱

✔️ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ–কে জিজ্ঞাসা করলাম,
“কোনো পাপ সবচেয়ে বড়?”
তিনি বললেন, “তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন।”
আমি বললাম, “এরপর কোনটি?”
তিনি বললেন, “তুমি তোমার সন্তানকে হত্যা করো এই ভয়ে যে, সে তোমার সঙ্গে খাবার ভাগ করবে।”
আমি বললাম, “এরপর কোনটি?”
তিনি বললেন, “তুমি তোমার প্রতিবেশীর স্ত্রী বা স্বামীর সঙ্গে ব্যভিচার করো।”

(সহিহ বুখারি: ৪৪৭৭, সহিহ মুসলিম: ৮৬)

যেনার শাস্তি সম্পর্কে হাদিস😰

✔️আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন একজন ব্যভিচার করে, তখন সে মুমিন থাকে না।”

(সহিহ বুখারি: ২৪৭৫, সহিহ মুসলিম: ৫৭)

৩. চোখ, কান ও শরীরের অন্যান্য অঙ্গের যেনা সম্পর্কিত হাদিস

✔️আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আদম সন্তানের ওপর যেনার একটি অংশ নির্ধারিত, সে তা করবেই। চোখের যেনা হলো দেখা, জিহ্বার যেনা হলো কথা বলা, মন কামনা করে এবং লজ্জাস্থান হয় তো তা বাস্তবে রূপ দেয়, নয়তো তা অস্বীকার করে।”

(সহিহ বুখারি: ৬২৪৩, সহিহ মুসলিম: ২৬৫৭)

✔️এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে, যেনা একটি মহাপাপ এবং এটি শুধু শারীরিক কর্মের মধ্যে সীমাবদ্ধ নয়; দৃষ্টির যেনা, কথার যেনা, এমনকি মনে বাসনা পোষণ করাও এর অন্তর্ভুক্ত। ইসলামে এ থেকে বেঁচে থাকার জন্য পর্দার বিধান ও চরিত্রের শুদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

16/02/2025

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
"ইমানের সত্তর বা ষাটের অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আর লজ্জাশীলতাও ইমানের একটি শাখা।
"সহিহ বুখারি (হাদিস নং: ৯), সহিহ মুসলিম (হাদিস নং: ৩৫)"

এই হাদিস থেকে বোঝা যায়, ইমান কেবল বিশ্বাস নয়, বরং এটি আচরণ ও নৈতিকতার সঙ্গেও সম্পর্কিত।

Keep it in your profile and you will be rewarded for the readers! 🫀>
16/02/2025

Keep it in your profile and you will be rewarded for the readers! 🫀>

16/02/2025

ya rabb, this dunya breaks me everyday. i want your hug.❤️‍🩹

-🥺❤️‍🩹
16/02/2025

-🥺❤️‍🩹

Try it!
15/02/2025

Try it!

15/02/2025

Even before the arrival of Ramadan, the Prophet (ﷺ) used to recite this dua:

“Allahumma ballighna fi Ramadan, wa barik lana fihi.”

Translation: O Allah, allow us to reach Ramadan and bless us in it.

When you finish reading, say Ameen. 🤲🤍

রমজান আসার আগেও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই দোয়াটি পাঠ করতেনঃ

"আল্লাহুম্মা বালিগ্না ফী রমজান, ওয়া বারিক লানা ফিহি।"

অনুবাদ: হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন এবং তাতে বরকত দিন।

পড়া শেষ হলে আমীন বলুন। 🤲🤍

15/02/2025

এটাই ভালোবাসা

28/01/2025

Alhamdulillah for everything and In Sha Allah in everything. 🤍🎗️

20/12/2024

নিজের আত্মসম্মান_আত্মমর্যাদা ঠিক রাখতে একা থাকাই শ্রেয়! নিছক বিশেষ প্রয়োজন ছাড়া নন-মাহরামের সাথে কথা না বলা। নন-মাহরামের সাথে কথা না বলার মাঝে প্রশান্তিময় অনুভূতি রয়েছে।
আর একা থাকা খারাপ কিছু নয়।
মনে রাখবে! চাঁদ একা, তবুও জ্বলজ্বল করে।
Maturity is, যখন তুমি বুঝতে পারো, নন-মাহরাম মানুষের সাথে কথা বলা মানেই কিছু না কিছু অশান্তি!
তার চেয়ে একা একা ঘরের আলো নিভিয়ে জানালায় পা তুলে দিয়ে দূর আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে থাকা, ভেসে যেতে থাকা মেঘ দেখা অনেক ভালো, অনেক শান্তির! ঐ দূর আকাশের চাঁদের মতো একা থাকাই ভালো, অনেক ভালো, অনেক শান্তি, যা তুমি কখনোই বুঝবে না। ঐ চাঁদ 🖤
সো কি বুঝাতে চেয়েছি বুঝেছো আশা করি। দ্বীনি ঘরানার হলে এইসব বিষয়ে কনসিডার থাকা উচিৎ। ⚡

সংগ্রহ

Address

Meherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen Dynamics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share