01/08/2025
কিভাবে বুঝবেন আপনার পারসোনালিটি স্ট্রং..?
আপনি কোন এক জায়গায় যাওয়ার সাথে সাথে মানুষ যদি ঘুরে একবার হলেও আপনার দিকে তাকাই,বাচ্চারা যদি আপনার কাছে কম্ফোর্ট ফিল করে বা দ্রুত মিশে যেতে পারে, পশুপাখি যদি আপনার সাথে সেইফ ফিল করে,আপনি কোন রুমে ঢুকার সাথে সাথে সে রুমের এ্যানার্জি যদি চেঞ্জ হয়ে যায়, টক্সিন মানুষেরা যদি অকারণে আপনার প্রতি বিরক্ত হয়,বা আপনার আশেপাশের কিছু মানুষ যদি অকারণে কোন কারণ ছাড়া জেলাস ফিল করতে শুরু করে, তাহলে বুঝবেন আপনি একজন হাই ভাইব্রেশনের মানুষ, আপনি একজন স্ট্রং পারসোনালিটির মানুষ। আর এই স্ট্রং পারসোনালিটিটা আপনার আশেপাশের কিছু মানুষ নিতে পারে না।
It is right face,keep it up