
02/06/2025
সিংহের পিঠে বসে আছে একটা ছোট বাচ্চা।
সে জানে না সামনে কী আছে, জানে না ঝুঁকি কতটা বড়।
কিন্তু একটা বিষয় সে জানে—সে সিংহের সাথে আছে!
তাকে কেউ বলেছে, “তুই তো ছোট, তুই পারবি না।”
সে হেসেছে… কারণ সে জানে, সাহস কখনো বয়স দেখে না।
পেছনে না তাকিয়ে সে সামনে এগিয়ে চলেছে,
কারণ তার মন বলছে—"যেখানে ভয়, সেখানেই জয়!"
এই বাচ্চাটাই তুমি হতে পারো।
জীবন নামের জঙ্গলে যদি ভয়কে জয় করতে চাও,
তাহলে তোমাকেও সিংহের মতো সাহসী হতে হবে।
না হয় সিংহের পিঠে চড়তে হবে—নিজেকে বিশ্বাস করতে হবে।
🦁 সিংহ হয়ে জন্মাও, ভেড়া হয়ে বাঁচো না!
বিশ্ব তোমাকে ঠেকাতে পারবে না যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো।
---
🦁
#সাহসিকতা
#সিংহেরপিঠে