Sihab Hossain Dhrubo

Sihab Hossain Dhrubo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sihab Hossain Dhrubo, Digital creator, Meradia.
(4)

"আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার ...
29/06/2025

"আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিলো না।

আমি ভাবতাম, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারো জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে, সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম, আমি কারো সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না।

পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিলো, জীবনটা আসলে ভয়ংকর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না, এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠাণ্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়, দিতেই থাকে।

একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম। তারপর বুঝলাম, আফসোস কিংবা অভিযোগে নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো UNDO বাটন নাই, কোনো টাইম মেশিন নাই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না।

হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধবোধ, আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না।

শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে। আমি মেনে নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন - ছাড়াই মেনে নিয়েছি।

আমি মেনে নিয়েছি, হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয় - সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয়; জীবনের প্রয়োজনে, নিয়তির স্ক্রিপ্ট মেনে কিংবা অসুখে ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যাওয়া ঠেকাতে।

আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই। কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলামঃ

দিনশেষে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি। ডিঙি নৌকাটা ঘুরে যায় অন্য দিকে, আমরা শুধু দেখি। আমরা দর্শক, আমরা অসহায় যাত্রী। আমরা নিজেকে মাঝি ভাবি। আমরা আসলে মাঝি নই, আমরা কখনোই মাঝি ছিলাম না।

নিজের জীবনটাকে প্রায়শই দর্শকের সারিতে বসে দেখতে হয়। দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না, কোনো কাহিনী বদলায় না, চলতে থাকে নিয়তির স্ক্রিপ্ট মেনে।

আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হয়েছে। সেই অধ্যায়টা চাইলেই অনেক লম্বা হতে পারতো। হ্যাঁ, 'চাইলেই'। কিন্তু স্রষ্টা কিংবা স্রষ্টার তৈরি করা মানুষ - কেউই তা চায় নি। বছরের পর বছর যন্ত্রণা টেনে নিয়ে হ্যাপি এন্ডিং নামক মরীচিকার পিছু ছুটে যাওয়ার মতো বোকামি আর হয় না। তাই কোনো কোনো উপন্যাস মাঝপথেই শেষ হয়, শেষ করে দিতে হয়।

দিনশেষে অমোঘ সত্যি আসলে ওটাইঃ

No matter how much we try, no matter how much we want, no matter how much we pray for it... Some things are not meant to be! Some things are not meant to be!

And that's okay. That's absolutely okay.

আমার গোটা জীবন আমি ফ্রাঞ্জ কাফকার একটা কথা বুকে ধারণ করে বেঁচে আছি এবং বেঁচে থাকবো। সেই কথাটা দিয়েই লেখাটা শেষ করি।

“Everything you love will probably be lost but in the end, love will return in another way."

Dear Kafka, I believe you. I will always believe you!"

©

মনে খারাপের মাত্রাটা কম হইলেও পারতো, দীর্ঘশ্বাসে ফুপিয়ে ওঠাটা আরেকটু আস্তে হইলেও হইতো, চোখের জলটা গড়াইলে আরেকটু ধীরে গড়া...
29/06/2025

মনে খারাপের মাত্রাটা কম হইলেও পারতো, দীর্ঘশ্বাসে ফুপিয়ে ওঠাটা আরেকটু আস্তে হইলেও হইতো, চোখের জলটা গড়াইলে আরেকটু ধীরে গড়াইতো, গলায় আটকাই পড়ার দুঃখ আরেকটু কম যন্ত্রণা দিতো। কিন্তু নাহ্, তা আর হইলো কই! হইলো তো সবকিছু এমনভাবে হইলো, আত্মা পর্যন্ত কাঁইপা ওঠল। বাঁইচাও মরার মতো স্বাদ হইল। সেই যে কবে হাসছিলাম তা-ও ভুইলা গেলাম। আর নিজের কথা? তা আর না-ই বা কইলাম!

আজ আর কোনো অভিমান নেই, নেই কোনো অভিযোগও। শুধু একটা তৃষ্ণা ছিল — "আপন" বলার মতো কেউ থাকুক!কিন্তু জীবন যত এগোল, বুঝলাম, ‘থ...
19/06/2025

আজ আর কোনো অভিমান নেই, নেই কোনো অভিযোগও। শুধু একটা তৃষ্ণা ছিল — "আপন" বলার মতো কেউ থাকুক!
কিন্তু জীবন যত এগোল, বুঝলাম, ‘থাকা’ আর ‘হওয়া’ — এই দুটো এক জিনিস নয়। আমি ছিলাম, সবাই পাশে থেকেছে, কিন্তু কেউই আমার হয়নি।

আজ নিথর পড়ে আছি সাদা চাদরের নিচে, নিঃশব্দ!
যাদের জন্য প্রাণ উজাড় করেছিলাম, তারা আজ সামনে দাঁড়িয়ে— চোখে জল, মুখে শোকের ছায়া।
কিন্তু জানো?
এই চোখের জলগুলোও বড় বেশি ‘লোক দেখানো’ মনে হচ্ছে।
কারণ, আমি থাকতে কেউ বোঝেনি… এখন বোঝার ভান করে লাভ কী?

একদিন যখন সবার মুখে থাকবে আমার লেখা কবিতা, তখন কেউ বলবে না— "এই কবি, নিজের জন্য একটুও সুখ রাখতে পারেনি!"

শেষবারের মতো শুধু এটুকু বলি—
যাদের ভালোবেসেছিলাম, তারা যেন অন্তত অন্য কাউকে অবহেলা না করে।
কারণ, কারও নিঃশব্দ অভিমান যখন চিরশান্তির চাদরে ঢেকে যায়, তখন আর কিছু বলার থাকে না।

*নিঃশব্দ বিকেলের আলতো ভালোবাসা..*নীল জলরাশির কোল ঘেঁষে বসেছিলাম আমরা—তুমি আর আমি, দুজনেই নির্বাক, অথচ হৃদয়ের গহীনে চলছিল...
12/06/2025

*নিঃশব্দ বিকেলের আলতো ভালোবাসা..*

নীল জলরাশির কোল ঘেঁষে বসেছিলাম আমরা—
তুমি আর আমি, দুজনেই নির্বাক, অথচ হৃদয়ের গহীনে চলছিলো অগণিত শব্দের মেলা।
তোমার খোলা চুলে বাতাসের দোল, আর আমার চোখে বিকেলের নরম আলোয় জ্বলজ্বল করে ওঠা স্বপ্নগুলো।

চারপাশে শুধু ঝিম ধরা নীরবতা, যেন সময়টুকুও আমাদের প্রেমে পড়েছে।
ছায়াঘেরা গাছপালার ফাঁক দিয়ে সূর্যটা নামছিলো ধীরে ধীরে, আর সেই আলোয় আমরা হয়ে উঠছিলাম একে অপরের কবিতা।

তোমার কাঁধে রাখা আমার হাতটা ছিলো নীরব প্রতিশ্রুতি—
"এই ভালোবাসা শুধু নদীর মতো, নেমে যাবে গভীরে... থামবে না, শুকাবে না..."

আচ্ছা, তুমি জানো?
তোমার পাশে বসে থাকলে আমার পৃথিবীটা থেমে যায় না, বরং নতুন করে ঘুরতে শুরু করে—
আর সেই ঘূর্ণনের কেন্দ্রবিন্দুতে থাকে তুমি।

তোমার হাসিতে আমার গল্পের মুখবন্ধ লেখা হয়,
তোমার চোখে আমার ভবিষ্যতের ঠিকানা খুঁজে পাই।

জানি না পৃথিবীর সব প্রেম এভাবে নদীর কিনারায় জন্ম নেয় কিনা,
তবে আমি তো ঠিক এখানেই হারিয়ে ফেলেছি নিজেকে…
তোমার ভেতরে...!!

স্মৃতিটাই রয়ে গেল 🖤মানুষ তো একদিন হারিয়ে যাবেই।
01/06/2025

স্মৃতিটাই রয়ে গেল 🖤মানুষ তো একদিন হারিয়ে যাবেই।

সময় খুব তাড়াতাড়ি বদলে যায়। কাল যা ভাবার সাহস হতো না আমার,আজ তার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আমি!কেউ একজন সঠিক কথা বলে গেছেন 'স্...
31/05/2025

সময় খুব তাড়াতাড়ি বদলে যায়। কাল যা ভাবার সাহস হতো না আমার,আজ তার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আমি!
কেউ একজন সঠিক কথা বলে গেছেন 'স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে অনুভব করার মজাই আলাদা।'
তবে আজ আমি খুব অবাক,অবশেষে শেষ হলো যাত্রা তোমার আমার। আজ আর সত্যি তোমায় আর অতীত বলে মনে হচ্ছে না! মনে হচ্ছে, ''আমার জীবন খাতার এক অধ্যায় তুমি।"

শেষ বিকেলের ছায়াতার চলে যাওয়াটা ঠিক বিকেলের মতো ছিল।আলো আর অন্ধকারের মাঝে এক ধরণের চুপচাপ দহন।আমি দাঁড়িয়ে ছিলাম, হাত...
31/05/2025

শেষ বিকেলের ছায়া

তার চলে যাওয়াটা ঠিক বিকেলের মতো ছিল।
আলো আর অন্ধকারের মাঝে এক ধরণের চুপচাপ দহন।

আমি দাঁড়িয়ে ছিলাম, হাতটা বাড়িয়ে ছিলাম,
সে এক পলকও ফিরে তাকায়নি।

বলেছিল, “ভালো থেকো।”
এই দুই শব্দের ভেতরে ছিল শত বছরের শূন্যতা।

আমি তাকে থামাতে পারতাম, চাইলে অনেক কিছু বলতাম…
কিন্তু কোনো শব্দ তখন আর যথেষ্ট ছিল না।

সেদিন থেকে প্রতিটা সন্ধ্যা তার চোখের মতো লাগে—
নরম, ক্লান্ত আর খুব দূরের।

31/05/2025

বিষণ্ন আত্মার আত্মীয় তুমি
আমি সঙ্গী নিঃসঙ্গতার।
অনন্ত সুখের অস্তিত্ব তুমি,আমি চিহ্ন অস্তিত্বহীনতার। 🖤

মানুষ শখ করে মন খারাপ করে না! কেউ আদর করে একাকীত্ব পোষেনা! কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না! কিছু পরিস্থিত...
31/05/2025

মানুষ শখ করে মন খারাপ করে না! কেউ আদর করে একাকীত্ব পোষেনা! কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না! কিছু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সবকিছু করতে!

সময়ের উপর যে কারো হাত নেই, না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু! মনের বিপরীতে হলেও মানিয়ে নিতে হয় নিজ থেকেই! সম্ভবত এ জন্যই জীবনকে "বিষন্ন সুন্দর" বলা হয়!

ক্ষমার ভাষায় গড়া হোক হৃদয়ের সেতু!ভুল সবার হয়। যে আগে বুঝতে পারে, ক্ষমা চায়—সে দ্বিতীয়জন থেকে শ্রেষ্ঠ। রাগ জিইয়ে রেখে, অভ...
18/05/2025

ক্ষমার ভাষায় গড়া হোক হৃদয়ের সেতু!

ভুল সবার হয়। যে আগে বুঝতে পারে, ক্ষমা চায়—সে দ্বিতীয়জন থেকে শ্রেষ্ঠ। রাগ জিইয়ে রেখে, অভিমান জমা করে জীবন সংক্ষিপ্ত করলে কার লাভ, কার ক্ষতি? অভিযোগের বক্স ভেঙে ছুঁড়ে ফেলে দিলে তবে হাফ ছেড়ে বাঁচবেন। আগ বাড়িয়ে হাত বাড়ালে সম্মান কমে না। মানুষের সাথে ভালো আচরণ করলে, মিষ্টি কথা বললে সম্মান বাড়ে। অন্যের ভুলে আপনি লজ্জিত হোন, তবুও সম্পর্ক টিকিয়ে নিন। যে ভুল করে, সে যেদিন বুঝতে পারবে ভুল তার—সেদিনের পর থেকে আজীবনের জন্য গোলাম হবে।

একটু 'সরি' বললে কী এমন হয়? ক্ষতি নয় বরং উপকার হয়। এই যে ইগো, অহেতুক অহংকার প্রিয়জনের মন থেকে আমাদের কত দূরে নিক্ষেপ করে, তা আমরা মাপি না! আমরা জানিই না যে, সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধার সেই আসনে আমরা আর নাই। খারাপ আচরণ করতে করতে, কটু কথা বলতে বলতে কিংবা বুকে ব্যথা দিতে দিতে আমরা আসলে অন্যের মন থেকে নাই হয়ে যাই। তখন এক সময়ের ‘আপন’-এর উপস্থিতি অসহ্য মনে হয়। মনে জায়গা না পেলে, অন্য কোথাও থেকে আসলে যত্ন-দরদে থাকা হয় না। আগন্তুকের জোয়ার-ভাটার মতো তখন সেসব মানুষ খোঁজ-খবরের বাইরের থাকে!

অন্যের দোষ চোখে পড়ার মতো যদি নিজের ভুল চিহ্নিত হয়, তবে তৃতীয় পক্ষের সালিশদার দরকার হয় না। আমার ভুলের জন্য নিজেকে শাসালে, শুধরে নিলে সময় সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে। যত্নের অস্তিত্ব-অনস্তিত্ব মানুষকে মূল্যবান/উপেক্ষিত করে তোলে। একটু একটু ছাড় দিলে অশান্তি থেকে পাড় পাওয়া যায়। অসন্তোষ কমালে, আশাবাদ জমালে এবং অভিযোগ মাড়ালে সে মানুষ শান্তির দুয়ারে দাঁড়াবেই। ভুল স্বীকার করা, বিশ্বাস রক্ষার প্রতিশ্রুতি দেওয়া এবং ছায়া হয়ে মায়া বাড়ানো—এসব সম্পর্কের জরুরি রসদ।

একবার হাত বাড়িয়ে দেখুন, হাত-হাত পাবেন। মন গুটিয়ে রাখলে কেউ খুঁটিয়ে জাগাতে আসবে না। এক কদম বাড়ালে গন্তব্য আপনার দিকে এক কদম এগিয়ে আসবে। কারো আপন হতে তাকে আপন ভাবতে হয়। বিশ্বাসে বুকে ছুরি চালিয়ে ভরসা পাবেন—এটা অবিশ্বাস্য। মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, তবে স্থায়ী ধোঁকা কাউকে দেওয়া যায় না। মানুষ হয়ে উঠতে স্বার্থপরতা ভুলতে হবে, ক্ষতে যত্ন করতে হবে এবং বিপদে পাশে থাকতে হবে। প্রয়োজনে যাকে পাওয়া যায়, সেই তো প্রিয়জন হয়ে ওঠে। উড়ে এসে জুড়ে বসা কোকিলও সিজনের দুই মাস আত্মীয়; বারো মাস দেখা হয় দোয়েল-শালিকের সাথে!

প্রচণ্ডভাবে ঠকো, কিন্তু সামান্যতমও ঠকিও না। সুখের ব্যবসায় লাভবান হতে মানুষকে নিঃস্বার্থ ও নিঃশর্ত উপকার করে যাও। হাত বাড়াও বিপন্নকে রক্ষা করতে। নত হও, বিনয়ী আচরণ করো সর্বত্র। ছোটোর সামনে আরও খাটো হলেও ইজ্জত যায় না, বরং বাড়ে। সুন্দর আচরণ, সত্য কথা এবং সরল জীবনযাপন মানুষকে কত বড় করতে পারে, তা মহামানবদের মধ্যে দেখো। অভিমানের ভাষা বুঝতে পারা, অভিযোগের কারণ খুঁজে সেসব সমাধান করা—সুখী হওয়ার পূর্বশর্ত। রাগে-ক্ষোভেও জীবন যাবে, কিন্তু সুখস্মৃতির ফলক উন্মোচিত হবে না। দুঃখে দীর্ঘজীবন কাটিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়াকে সার্থক জনম বলে না। মুখোশের বাইরে যে সত্য—সেটা অর্জনই মানবধর্মের কাঙ্ক্ষিত লক্ষ্য হোক। আমরা যে ভালোবাসার পক্ষ হই।

17/05/2025

মায়াবতী হয় শ্যামলা 🖤🫰

মা🌸
11/05/2025

মা🌸

Address

Meradia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sihab Hossain Dhrubo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share