Inspiration Media

Inspiration Media সফল মানুষগুলোর গল্প শুনবো, শোনাবো

19/07/2025

হাজার কোটির মালিক হয়েও মসজিদ পরিস্কার করছেন সাদিও মানে।

18/07/2025

পাকিস্তানের অদ্ভুত দুই বালক ! সূর্য ডুবলেই অজ্ঞান হয়ে যায় দুইভাই 😲

রিকশার লাইন দেখে মনে হচ্ছে জম্বিরা দাঁড়িয়ে আছে,,সুজোগ পেলেই রাস্তায় ঢুকে যাবে 😂
16/07/2025

রিকশার লাইন দেখে মনে হচ্ছে জম্বিরা দাঁড়িয়ে আছে,,সুজোগ পেলেই রাস্তায় ঢুকে যাবে 😂

16/07/2025

ফেরাউনের লা-শ নিয়ে গবেষণা করে যে বিজ্ঞানী আলোর পথে এসেছিলেন

কেউ  #পাড়ানো খেতে চাইলে যোগাযোগ করেন 😄👇
15/07/2025

কেউ #পাড়ানো খেতে চাইলে যোগাযোগ করেন 😄👇

24/06/2025

যে সিদ্ধান্ত পাল্টে দিয়েছে "মেসির" সবকিছু

আপডেট:
17/06/2025

আপডেট:

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি কিভাবে শুরু হলো এখন কি অবস্থা সংক্ষেপ দেয়া হলো:

🔥 বর্তমান যুদ্ধ পরিস্থিতি

🇮🇱 ইসরায়েল কী করছে:
১৩ জুন থেকে ইসরায়েল “Operation Rising Lion” নামে একটি বড়সড় হামলা শুরু করেছে।

তারা ইরানের নিউক্লিয়ার কেন্দ্র, সেনা ঘাঁটি, IRGC (ইরানের রেভোলিউশনারি গার্ড) এর হেডকোয়ার্টার ও অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, তারা ইতিমধ্যে ইরানের প্রায় ১২০+ মিসাইল লঞ্চার ধ্বংস করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও সরাসরি সম্প্রচারের সময় বিমান হামলা চালানো হয়েছে।

🇮🇷 ইরান কী করছে:
ইরান “Operation True Promise 3” নামে পাল্টা আক্রমণ চালিয়েছে।

তারা তেল আবিব, হাইফা, এবং ইসরায়েলের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তুতে ছিল।

মিসাইলগুলোর মধ্যে কিছু কাসেম সোলাইমানির নামে নামকরণকৃত ছিল।

☠️ ক্ষয়ক্ষতি
দেশ / এলাকা মৃত্যু আহত

ইরান ২২০–২২৫+ | অসংখ্য
ইসরায়েল ২৪– ২৭+ | ৯০+
গাজা (আংশিক ক্ষয়) ~৪৫ জন |অনেকে

🌍 আন্তর্জাতিক প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্র: যুদ্ধজাহাজ পাঠিয়েছে, ইসরায়েলকে সাহায্য করছে।

ডোনাল্ড ট্রাম্প: তেহরানের নাগরিকদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছেন এবং ইরানকে পুরোপুরি পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার দাবি জানিয়েছেন।

ইউরোপ, জার্মানি, চীন, রাশিয়া, জর্ডান: শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এবং কিছু দেশ তেহরান থেকে নাগরিকদের অবস্থান ত্যাগ করতে বলেছে।

বিশ্ব অর্থনীতি: যুদ্ধের প্রভাবে তেলবাহী ট্যাংকারে দুর্ঘটনা, স্ট্রেইট অব হরমুজে জিপিএস জ্যামিং হয়েছে, তেলের দামে উঠানামা দেখা গেছে।

⏭ সামনে কী হতে পারে?
যুদ্ধ চলতেই থাকছে; দু’পক্ষই একে অপরের ঘাঁটি ও শহরে হামলা করছে।

সিভিলিয়ান ইভাকুয়েশন শুরু হয়েছে—বিশেষ করে তেহরান শহর থেকে।

এখনো কোনো শান্তিচুক্তি বা যুদ্ধবিরতি চূড়ান্ত হয়নি।

গাজা ও লেবানন সীমান্তেও উত্তেজনা বাড়ছে।

🧭 সংক্ষিপ্ত সারাংশ:
বিষয় বর্তমান অবস্থা
ইসরায়েলের হামলা: ইরানের নিউক্লিয়ার ঘাঁটি ও সামরিক টার্গেট.
ইরানের জবাবি হামলা: ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েল লক্ষ্যবস্তু
নিহত ও আহত: দুই পক্ষেই বহু হতাহত
আন্তর্জাতিক প্রতিক্রিয়া: তীব্র উদ্বেগ, শান্তির আহ্বান
ভবিষ্যৎ দিক: পরিস্থিতি জটিল, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেই

13/06/2025

দেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি ||

06/06/2025

এক সাহাবীর মৃত্যুর পর ঘটলো আশ্চৰ্য এক ঘটনা ! সুবাহানাল্লাহ

23/05/2025

তুরুস্কের গ্রামে হারিয়ে গিয়ে যেভাবে ইসলামের খোঁজ পেলো ডঃ স্টিফেন !

মেঘ বলেছে যাবো যাবো! 🌧️
21/05/2025

মেঘ বলেছে যাবো যাবো! 🌧️

Address

Meradia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspiration Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category