Nur Rahman

Nur Rahman Content Creator
(10)

লার্নিং ৫ঃ সিনিয়রদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুনInside Out Podcast 38:  ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম! ...
27/06/2025

লার্নিং ৫ঃ সিনিয়রদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন
Inside Out Podcast 38: ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম! |
গেস্টঃ Abdur Rakib, COO- Programming Hero ,
Host: Nur Rahman

৫. সিনিয়রদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন:

সিনিয়রদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায়। তারা কীভাবে চাকরি পেয়েছেন, তাদের সিভি কেমন ছিল, তারা কীভাবে প্রস্তুতি নিয়েছেন— এসব বিষয়ে জানতে এবং শিখতে চেষ্টা করুন। অনেক সিনিয়র চাকরির জন্য রেফারেন্স দেন। অনেকে আবার নিজের প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেন।

( বিঃ দ্রঃ বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজারে এক নতুন যুগের সূচনা করছে। বাংলাদেশসহ সারা বিশ্বে অনেকেই চিন্তিত যে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এআই-এর সাথে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নতুন স্কিল অর্জন করতে হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই Programming Hero-এর জনপ্রিয় মেন্টর রাকিব ভাইয়ের সাথে একটি পডকাস্ট করেছিলাম এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় উপরে তুলে ধরা হয়েছে)

একটি প্রশ্ন করি, আপনি কেন বেশি দামে ব্র্যান্ডের প্রোডাক্ট কেনেন? একি প্রোডাক্ট তো কম দামেও বাজারে পাওয়া যায়! হয়তো বলবেন,...
26/06/2025

একটি প্রশ্ন করি, আপনি কেন বেশি দামে ব্র্যান্ডের প্রোডাক্ট কেনেন?

একি প্রোডাক্ট তো কম দামেও বাজারে পাওয়া যায়!

হয়তো বলবেন, ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো, এর উপর আস্থা রাখা যায়!
ধরুন কোল্ড ড্রিংকস! এটির ভালো বা খারাপ আপনি কীভাবে সেট করবেন?

কারন প্রতিটি কোল্ড ড্রিংকস এর টেস্ট আলাদা।

বা ধরুন লবণের কথা!

লবনের তো আলাদা চেস্ট নাই। সব ১০০% এক।

হয়তো বলবেন, পরিষ্কার পরিচ্ছতার জন্য কেনেন?

ওকে।

তাহলে অন্য ব্র্যান্ডের লবণও তো পরিষ্কার পরিচ্ছন্ন।

কেন শুধু নিজের পছন্দের ব্র্যান্ডই বেশি দামে বার বার কেনেন?
তার চেয়ে বড় কথা হল, ভালোর সজ্ঞা কী?

ভাল বা খারাপ একটি সাব্জেক্টিভ বিষয়!

আপনার কাছে ভালো লাগলেও সে একি জিনিস অন্য কারো কাছে খারাপ লাগতেই পারে।

ভেবে দেখুন, Apple এমন কী করে যার জন্য লক্ষ টাকা খরচ করে মানুষ মোবাইল কেনে?

সেইম ফিচারের ফোন বাজারে তো এর চেয়ে অনেক কম টাকায় পাওয়া যায়!

আসলে এই প্রশ্নগুলোর নির্দিষ্ট করে সঠিক কোন উত্তর নেই।
কারন মানুষের মন অনেক জটিল।

তাঁরা কীভাবে কেনার সিদ্ধান্ত নেয় তা এক কথায় বলার সুযোগ নেই।

তবে ব্র্যান্ড প্রফেশনালরা জানেন, কীভাবে তাঁদের বার বার কেনাতে হয়!
আর এজন্যই ব্র্যান্ডিং বিষয়টি আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে।

আমি নিজেও একজন ব্র্যান্ড প্রফেশনাল তাই আজকের পর্বটি আমার কাছে খুব স্পেশাল।

আপনি প্রতিদিন বাজার থেকে কত রকমের ব্র্যান্ড কিনছেন!
আপনার বোঝা জরুরী, ব্র্যান্ড প্রফেশনালরা আপনার ইমোশন কাজে লাগিয়ে কীভাবে ব্র্যান্ড তৈরি করছে।

যদি বুঝতে পারেন তাহলে কেনা কাটা করতে গিয়ে আপনি আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।

আর আপনি যদি একটি বিজনেস দাঁড় করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্র্যান্ডিং বুঝতে হবে।

আজকের পর্বে অতিথি হিসাবে এসেছেন Azim Nowaz Khan ভাই। তিনি FCB Bitopi তে Brand Strategist হিসাবে কাজ করছেন।
আজকের পর্বটি খুবি ইন্সাইটফুল!

সত্যি বলতে ব্র্যান্ডিং নিয়ে এতো ইনডেপথ আলোচনা আমি কোথাও এখনো পাই নি!

বলতে পারেন ব্র্যান্ডিং এর উপর এটি একটি MASTER CLASS!

*** পডকাস্টটি Nur Rahman ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন!

দেখার আমন্ত্রণ রইলো !

চিন্তা করার ক্ষমতা ও অভিযোজন দক্ষতা বাড়াতে হবে:যদি আপনি নিজের আরামদায়ক সীমা (কমফোর্ট জোন) থেকে বের হতে না পারেন, তবে আপন...
26/06/2025

চিন্তা করার ক্ষমতা ও অভিযোজন দক্ষতা বাড়াতে হবে:

যদি আপনি নিজের আরামদায়ক সীমা (কমফোর্ট জোন) থেকে বের হতে না পারেন, তবে আপনি সীমাবদ্ধতার মধ্যেই রয়ে যাবেন। নিজেকে উন্নত করতে চাইলে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখতে হবে।

*** Inside Out Podcast 38: ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম ***

সম্পূর্ণ পডকাস্টটি আমাদের পেজে আপলোড করা আছে। দেখে নিতে পারেন আপনার সময়মত।

আমাদের পরবর্তী পর্বে অতিথি হয়ে আসছেন নাফিস সেলিম — যিনি নিজের জ্ঞান, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে তরুণদের জন্য হয়ে উঠেছ...
26/06/2025

আমাদের পরবর্তী পর্বে অতিথি হয়ে আসছেন নাফিস সেলিম — যিনি নিজের জ্ঞান, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে তরুণদের জন্য হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। 🌟

His voice matters. His journey inspires.
এই পর্বটি হবে অন্তর্দৃষ্টি, উন্নয়ন আর সংলাপে ভরপুর।

নাফিস সেলিম ভাইকে আপনি কোন কোন প্রশ্ন করতে চান?

কমেন্টে জানিয়ে দিন! আপনাদের প্রশ্ন থেকেই তৈরি হতে পারে আমাদের পরবর্তী আলোচনার দিকনির্দেশনা।

লার্নিং ৩ঃ  বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার নিয়ে ভাবা উচিতInside Out Podcast 38:  ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্...
25/06/2025

লার্নিং ৩ঃ বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত
Inside Out Podcast 38: ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম!
গেস্টঃ Abdur Rakib, COO- Programming Hero ,
Host: Nur Rahman

# # বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত # #

বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন চাকরির সুযোগ না থাকলেও খণ্ডকালীন (পার্টটাইম) কোনো কাজ করা উচিত। এতে বাস্তব অভিজ্ঞতা বাড়ে এবং কর্মজীবনে একধাপ এগিয়ে থাকা যায়।

( বিঃ দ্রঃ বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজারে এক নতুন যুগের সূচনা করছে। বাংলাদেশসহ সারা বিশ্বে অনেকেই চিন্তিত যে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এআই-এর সাথে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নতুন স্কিল অর্জন করতে হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই Programming Hero-এর জনপ্রিয় মেন্টর রাকিব ভাইয়ের সাথে একটি পডকাস্ট করেছিলাম এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় উপরে তুলে ধরা হয়েছে)

সম্পূর্ণ পডকাস্ট লিংক কমেন্টে।

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজ...
24/06/2025

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজারে এক নতুন যুগের সূচনা করছে। বাংলাদেশসহ সারা বিশ্বে অনেকেই চিন্তিত যে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এআই-এর সাথে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নতুন স্কিল অর্জন করতে হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই Programming Hero-এর জনপ্রিয় মেন্টর রাকিব ভাইয়ের সাথে একটি পডকাস্ট করেছিলাম এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরা হলোঃ

বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে হবে:

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অনেক CSE গ্র্যাজুয়েট /ছাত্র-ছাত্রী পাঁচটি ভালো সফটওয়্যার কোম্পানির নামও বলতে পারে না। এর প্রধান কারণ, তারা বাস্তব দুনিয়া সম্পর্কে অবগত নয়। আধুনিক পৃথিবী এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা রাখা আবশ্যক। ইন্টারনেটের সুবাদে গোটা দুনিয়া এখন হাতের মুঠোয়। স্কিল বাড়াতে বা চাকরি বাজারে নিজেকে টিকিয়ে রাখতে আপডেট থাকাটা জরুরি।

আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ পডকাস্টটি দেখতে পারেন। কমেন্টে এই ভিডিওর লিংক দেওয়া আছে ।

23/06/2025

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজারে এক নতুন যুগের সূচনা করছে। বাংলাদেশসহ সারা বিশ্বে অনেকেই চিন্তিত যে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এআই-এর সাথে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নতুন স্কিল অর্জন করতে হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই Programming Hero-এর জনপ্রিয় মেন্টর রাকিব ভাইয়ের সাথে একটি পডকাস্ট করেছিলাম । সেখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস তুলে ধরা হলোঃ

১. নিজেকে নিজের মতো করে গড়ে তুলুন:

প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করছে। আমাদের দেশ একসাথে এত মানুষকে চাকরি দিতে সক্ষম নয়। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি নিজেই নিজের জন্য একটি অবস্থান তৈরি করতে পারেন।

যেমন - এডিটিং শিখুন, AI স্কিল আয়ত্ত করুন বা যদি বিজনেস করতে চান তাহলে সেই স্কিল রপ্ত করুন ।

সম্পূর্ণ পডকাস্টটি দেখতেঃ https://www.facebook.com/share/v/19pvB2e8Do/

19/06/2025

ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম!

অনেকে এখনো বিশ্বাস করেন না AI আমাদের চাকরীর বাজার উলট পালট করে দিয়েছে। অনেকের চাকরী চলে যাবে। নতুনদের চাকরী সুযোগ সামনে আরো সংকুচিত হবে।

এই নতুন পরিস্থিতিতে আপনার কীভাবে প্রস্ততুটি নেয়া উচিৎ, কোন কোন স্কিলগুলো শেখা উচিৎ এ বিষয়েই কথা হয়েছে Programming Hero এর COO রাকিব ভাই এর সাথে।

দেখার আমন্ত্রণ রইলো !

Happy Learning !

Grateful to "The Creator's Pulse" for covering our story. 🧡
12/06/2025

Grateful to "The Creator's Pulse" for covering our story. 🧡

সফলদের গল্প, তরুণদের অনুপ্রেরণার অন্যতম মাধ্যম - (Nur Rahman) নুর রহমানের Inside Out Podcast

12/06/2025

কোন কোন অজানা কারনে আপনি ক্যারিয়ারে পিছিয়ে যাচ্ছেন, তা আমাদের সবচেয়ে ভালো জানাতে পারেন একজন HR প্রফেশনাল । কারন তাঁদের কাছে এমন অনেক তথ্য থাকে যা অন্য কারো কাছে থাকে না।

আমাদের আজকের পডকাস্টে এসেছেন শামীম ভাইয়া, তাঁর ২৫ বছরের এক্সপেরিয়েন্স থেকে চাকরী প্রার্থী এবং চাকুরীজীবীদের না জানা অনেক ভুল উঠে এসেছে আজকের আলোচনায় ।

আমি নিশ্চিত আজকের আলোচনা আপনার সারাজীবন কাজে লাগবে।

05/06/2025

নিউরোসাইন্টিস্ট ডঃ সাদমান সাকিব এসেছিলেন Inside Out Podcast এ । তিনি আমাদের জানিয়েছেন আমরা কীভাবে নিজেদের প্রোডাক্টিভিটি কমাচ্ছি, স্বাস্থ্য, ঘুম, ব্রেন খারাপ করছি!

আশা করি এই পডকাস্টটি আপনাদের জীবনে ভ্যালু এড করতে পারবেন।

30/05/2025

জাপানিজ এই গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে !

Address

Meradia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Rahman:

Share

Category