Nur Rahman

Nur Rahman Content Creator
(13)

10/07/2025

ব্র্যান্ড যদি না দাড়ায় তাহলে আপনার বিজনেস দাঁড়াবে না।

কিন্তু কীভাবে একটি ব্র্যান্ড দাড়ায়?

এর কী কী কৌশল এবং স্ট্রেটেজি আছে ?

বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডগুলো কেন হারিয়ে গেল? তারা কি ভুল করেছিল?

আপনি কিভাবে আপনার বিজনেসকে ব্র্যান্ড হিসাবে দাঁড় করাবেন?

এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে Azim Nowaz Khan ভাইয়ের সাথে।

তিনি FCB Bitopi তে ব্র্যান্ড স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছেন।

তিনি বাংলাদেশের প্রথম সারির ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরেছেন।

চলুন, বুঝি একটি ব্র্যান্ড কীভাবে দাড়ায় !

A big thanks to Content Creator 360 for featuring us!I am truly thankful for my passionate team and the unwavering suppo...
08/07/2025

A big thanks to Content Creator 360 for featuring us!
I am truly thankful for my passionate team and the unwavering support from my wonderful followers!

Inside Out পডকাস্ট টা সহ বেশ কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করছেন তিনি। শুভকামনা রইল ❤️

08/07/2025

লার্নিং- ৭, কনজিউমার কে বুঝতে হবে

আপনার প্রোডাক্ট কিংবা ব্র্যান্ড যে মানুষদের উদ্দেশ্যে তাদের চিন্তা ধারা, রুচি এবং এক্টিভিটিস ট্র্যাক করতে হবে। তাহলে আপনার প্রোডাক্ট সর্বোচ্চ কভারেজ হবে।

বিস্তারিত কমেন্টে -

07/07/2025

লার্নিং- ৬, Look before you leap :

কাজ শুরু করার পরে সে কাজ নিয়ে না ভেবে প্রোপার এনালাইসিস করে কাজ শুরু করা উচিত এর মাধ্যমে সফলতার চান্স বেড়ে যায়।

বিস্তারিত কমেন্টে-

06/07/2025

লার্নিং ৫, ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট এর ক্ষেত্রে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ ---

আপনি যেই অডিয়েন্সের জন্য ব্র্যান্ডিং করছেন তাদের উদ্দেশ্যে ঠিক বার্তা পৌঁছাতে পারছেন কিনা এটা অনেক অর্থবহ। এজন্য সঠিক কমিউনিকেশন দরকার কারণ আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারনা দেওয়ার অন্যতম মাধ্যম এই ইফেকটিভ কমিউনিকেশন।

বিস্তারিত কমেন্টে --

Big thanks to SHOUT OUT LOUD for covering our story ! All the credit goes to our dynamic team and amazing followers. Tru...
05/07/2025

Big thanks to SHOUT OUT LOUD for covering our story !
All the credit goes to our dynamic team and amazing followers.

Truly grateful for your support ❤️

Spotlight on Nur Rahman: The Visionary Behind Inside Out Podcast

Nur Rahman is the driving force behind Podcast! A platform where real-world skills meet entrepreneurial insights and leadership lessons, all designed to empower YOU to shape the future.
Tune in, learn, and get inspired to lead with purpose! ✨

05/07/2025

লার্নিং - ৪, মার্কেটিয়ে PR স্ট্র্যাটেজি অনেক গুরুত্বপূর্ণ-

আপনার ব্র্যান্ড কিংবা প্রোডাক্ট সম্পর্কে তৃতীয় পক্ষের ভালো মন্তব্য মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে সক্ষম। ঠিক সেই জন্য এই স্ট্র্যাটেজিকে ভালোভাবে বুঝতে হবে, এটা আপনার প্রোডাক্টের জন্য গেম চেঞ্জার হতে পারে।

বিস্তারিত কমেন্টে-

04/07/2025

লার্নিংঃ ৩, ব্যবসাতে কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

টেলিকম সেক্টরে এত বেশি প্রতিদ্বন্দ্বি থাকার পরেও মানুষ বেশি অর্থ খরচ করে গ্রামীণফোনকে বাছাই করে এর একমাত্র কারণ তাদের কোয়ালিটি। তারা যেই পর্যায়ে যেই লেভেলে নেটওয়ার্ক প্রোভাইড করেছে তা অনেক করতে ব্যর্থ হয়েছে এই জন্য মানুষের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে এবং মানুষ বেশি অর্থ খরচ করলেও তাদেরকে বেছে নিচ্ছে।

বিস্তারিত কমেন্টে-

03/07/2025

লার্নিংঃ২, সহজ এবং সিকিউর মেথড সফল ব্র্যান্ড প্রতিষ্ঠা করে ।

বিকাশ সফল হওয়ার একমাত্র কারণ ছিল সহজ এবং সিকিউর মেথড ইউজ করা। যে দেশের ৮০% মানুষ ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বাস করাতে সংশয় রাখতো সে দেশে মানুষ পুরোপুরি বিকাশের উপর নির্ভর হয়ে উঠলো। এর একমাত্র কারণ তাদের সহজ এবং সিকিউর মেথড।

আপনার প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসাবে দাড় করাতে এভাবে চিন্তা করুন ।

বিস্তারিত কমেন্টে-

লার্নিংঃ ১,  Brand Understandingযারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজের ব্র্যান্ডকে বুঝতে ...
02/07/2025

লার্নিংঃ ১, Brand Understanding

যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজের ব্র্যান্ডকে বুঝতে পারা। যত সফল মার্কেটিং পার্টনার এবং ম্যানেজার রয়েছে তাদের সকলের মধ্যে এই ব্র্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা খুব দারুণভাবে রয়েছে। এটা আপনাকে আপনার নির্দিষ্ট ফিল্ডে সফল হতে সাহায্য করবে।

বিস্তারিত কমেন্টে।

লার্নিং ৮ঃ ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস গড়ে তুলুনInside Out Podcast 38:  ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দ...
30/06/2025

লার্নিং ৮ঃ ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস গড়ে তুলুন
Inside Out Podcast 38: ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম! |
গেস্টঃ Abdur Rakib, COO- Programming Hero ,
Host: Nur Rahman

ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস গড়ে তুলুন

অনেকেই কথা বলার অনভ্যাসের কারণে ভাইভা বোর্ড বা পাবলিক স্পিকিংয়ে পিছিয়ে পড়ে। নিজেকে আত্মবিশ্বাসী স্পিকার হিসেবে গড়ে তুলুন— এটি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। আর নিজেকে আত্মবিশ্বাসী করতে ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস গড়ুন।

লার্নিং ৭:  প্রতিটি কাজে সর্বোচ্চ চেষ্টা দিনInside Out Podcast 38:  ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম! ...
29/06/2025

লার্নিং ৭: প্রতিটি কাজে সর্বোচ্চ চেষ্টা দিন
Inside Out Podcast 38: ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম! |
গেস্টঃ Abdur Rakib, COO- Programming Hero ,
Host: Nur Rahman

প্রতিটি কাজে সর্বোচ্চ চেষ্টা দিন

ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা ছাড়া কোনো কাজেই সফল হওয়া সম্ভব নয়। আপনি যে কাজই করুন না কেন, সেখানে আপনার সর্বোচ্চ মনোযোগ ও পরিশ্রম দিন।

( বিঃ দ্রঃ বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজারে এক নতুন যুগের সূচনা করছে। বাংলাদেশসহ সারা বিশ্বে অনেকেই চিন্তিত যে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এআই-এর সাথে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নতুন স্কিল অর্জন করতে হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই Programming Hero-এর জনপ্রিয় মেন্টর রাকিব ভাইয়ের সাথে একটি পডকাস্ট করেছিলাম এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় উপরে তুলে ধরা হয়েছে)

Address

Banasree
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Rahman:

Share

Category