Diya's Vlog

Diya's Vlog Hi, I’m Lopa! 🌸
Sharing life’s beautiful moments, travel & food adventures, stories, thoughts & things I love. ✨
Join me on this journey! 💕

Welcome to Diya's Vlog. Though the channel is named after Diya, it’s owned and run by me, Anjumanara Lupa. This is a personal travel vlog where we share our journey of exploring new places, tasting diverse foods, and connecting with people from all walks of life. Traveling with family brings extra joy, and I love capturing moments in nature, whether it’s scenic landscapes or hidden gems. Join me as I share insights, experiences, and unique stories from my travels.

07/11/2025

ছোট বাচ্চারা আসলে জাত, ধর্ম, ভাষা—এসবের কোনও ভেদাভেদ বোঝে না। ওদের চোখে শুধু বন্ধুত্ব আর আনন্দের রঙ। ❤️

আমার ছোট্ট দিয়া, তখন ওর বয়স মাত্র তিন বছর। ২০১৭ সালের কথা—আমরা সিঙ্গাপুর আর মালয়েশিয়া ভ্রমণ শেষে দেশে ফিরছিলাম। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ইমিগ্রেশন শেষ করে এয়ারলাইন্সের ফ্লাইটের অপেক্ষায় আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম। ঠিক তখনই এক চাইনিজ ছোট্ট বাচ্চার সঙ্গে দিয়ার দেখা হয়।

অচেনা দেশ, অচেনা ভাষা—তবু ওরা দু’জন এমনভাবে মিশে গেল, যেন বহুদিনের বন্ধু। কেউ কারো ভাষা বোঝে না, তবু হাসিতে, চোখে, খেলায়—সবকিছুই কত সহজে বোঝাপড়া হয়ে গেল!

আমরা দুই প্যারেন্টই পাশে বসে সেই মুহূর্তের ভিডিও করছিলাম, কিন্তু মজার ব্যাপার হলো—আমরা কেউই একে অপরের সঙ্গে একটা কথাও বলিনি। অথচ আমাদের বাচ্চারা ওখানেই এক অদ্ভুত বন্ধুত্বের সেতু তৈরি করে ফেলল।

বাচ্চারা কতটা নিষ্পাপ, কতটা নির্মল—ওদের মধ্যে নেই অহংকার, নেই বিভেদ। কেবল আছে ভালোবাসা আর আন্তরিকতা। কখনও কখনও মনে হয়, পৃথিবীটা যদি ওদের চোখ দিয়ে দেখা যেত—তাহলে হয়তো সবকিছুই কত সুন্দর হতো।

প্রথমে ইন্ডিয়ান, এরপর পাকিস্তানি , আর এখন থাই ড্রেসের বাংলাদেশ 😅বাংলার নারীরা আমি সহ অবশেষে মজেছে থাই ড্রেসে 😂কিছুদিন আ...
05/11/2025

প্রথমে ইন্ডিয়ান, এরপর পাকিস্তানি , আর এখন থাই ড্রেসের বাংলাদেশ 😅
বাংলার নারীরা আমি সহ অবশেষে মজেছে থাই ড্রেসে 😂
কিছুদিন আগেও ফেসবুকে পাকিস্তানি ড্রেস ছাড়া কিছু চোখে পড়তো না, আর এখন শুধু থাই আর থাই ।

অনেক ছোট থাকতে আম্মুকে দেখতাম খালি ইন্ডিয়ান শাড়ি কিনতে, ঘরে পরার শাড়ি ইন্ডিয়ান বাহিরে যাবার জন্য ইন্ডিয়ান । এক মহিলাকে দেখতাম দুদিন পর পরই ইন্ডিয়ান শাড়ি নিয়ে এসে আম্মুর মাথা নষ্ট করত ।
আজকালকার দিনের মতো এমন অনলাইনে অর্ডার করার ব্যবস্থা থাকলে এতদিনে আম্মুর ইন্ডিয়ান শাড়ির পাহাড় হয়ে যেত ।

আর এখন ফেসবুকে এত সুন্দর সুন্দর দেশি বিদেশি ড্রেস দেখে আমাদের মাথা নষ্ট হয় । কোনটা রেখে কোনটা নিবো, নাকি সবই নিবো । বড় দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই 🤨
আমাদের এমন দ্বিধা-দ্বন্দ্বে বেচারা জামাইদের পকেটের বারোটা বেজে যায় 😬

এ যাবৎকালে যত কথা ডাক্তারদের সাথে হয়েছে তার মধ্যে সবচেয়ে মজার কথা হয়েছিল কিছুদিন আগে কার্ডিওলজিস্ট এর সাথে । আমাকে সে ম...
03/11/2025

এ যাবৎকালে যত কথা ডাক্তারদের সাথে হয়েছে তার মধ্যে সবচেয়ে মজার কথা হয়েছিল কিছুদিন আগে কার্ডিওলজিস্ট এর সাথে ।

আমাকে সে মেডিসিন হিসেবে সাজেস্ট করেছেন পাকিস্তানি রোমান্টিক ড্রামা দেখার আর আমি তাকে সাজেস্ট করি টারকিশ রোমান্টিক ড্রামা দেখার।

শুনে সে আরো জানতে চায় টারকিশ কি পাকিস্তানি থেকে বেটার কিনা, তার মানে সেও দেখে । আমিও তাঁকে কিছু ড্রামা সাজেস্ট করলাম ।
ভাবছিলাম ডক্টর হলে এমনি হতে হয়, আহ মনটাই ভালো করে দিল😌

02/11/2025

পাতায়াতে মাত্র ৩০০০ টাকায় এপার্টমেন্ট 😲

পাতায়াতে হোটেলের বাইরে Airbnb তে থাকার মজা—আমরা নিজেরাই রান্না করলাম।
হোটেলের মতো কড়াকড়ি নয়, নিজের মতো করে রান্না আর আরাম।যেখানে পরিবারের সবাই মিলে রান্না করেছি, গল্প করেছি, আর খরচও কমেছে। ভিডিওটা দেখলে হয়তো আপনারও Airbnb চেষ্টা করার ইচ্ছা হবে!


01/11/2025

বিকেল পাঁচটা বাজে অথচ মনে হচ্ছে যেন রাত হয়ে গিয়েছে, কোন ঘূর্ণিঝড় আসছে নাকি? কেউ কি কিছু জানেন রিসেন্টলি ওয়েদার এর খবর? 😳
ভিডিওটি করেছে আমার বড় মেয়ে দিয়া।

মন চায় পরিবার নিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখতে  কিন্তু সমস্যা একটাই আর তা হলো,উরোজাহাজে আরোহণ করিতে মন চায়না ।(এও কি সম্ভব...
29/10/2025

মন চায় পরিবার নিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখতে কিন্তু সমস্যা একটাই আর তা হলো,উরোজাহাজে আরোহণ করিতে মন চায়না ।
(এও কি সম্ভব 🤨)
কি অদ্ভুদ মন আমার 😒

It’s a really terrifying journey for me.I don’t get as scared on any other journey as I do on a plane journey😑

28/10/2025

পূর্বাচল, সময় পেলেই বাচ্চাদের নিয়ে চলে যাই এখানে । যেখানে খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেয়া ,সেই সাথে প্রকৃতির ছোয়ায় মনটাই ভালো হয়ে যায় ।

28/10/2025
১০০০ টাকা পার ডে হলে তিন দিনে তিন হাজার টাকা। প্লেন থেকে নেমেই এয়ারপোর্ট থেকে আমরা এই গাড়ি নিয়ে নেই। বলছি মালয়েশিয়া...
27/10/2025

১০০০ টাকা পার ডে হলে তিন দিনে তিন হাজার টাকা। প্লেন থেকে নেমেই এয়ারপোর্ট থেকে আমরা এই গাড়ি নিয়ে নেই।
বলছি মালয়েশিয়ার Langkawi দ্বীপের কথা। যেখানে আমরা টোটাল তিনদিন ছিলাম এবং তিন দিনে আমাদের এই গাড়ির জন্য টোটাল তিন হাজার টাকা পে করতে হয়েছিল।

যে দামের কথা বলছি এটা হল ২০১৭ সালের। ২০২৫-এ সেদিন এক ছোট ভাইয়ের কাছে শুনলাম এই গাড়ি এখন পারডে ভাড়া নিতে গুনতে হবে ৮০ থেকে ১০০rm, যা বাংলা টাকায় মোটামুটি ২৪০০ থেকে ৩ হাজার টাকা পড়ে যায়।

সেই হিসাব করলে এখন আমি যদি তিন দিন এই গাড়িটি ভাড়া নিতে চাই তাহলে আমার টোটাল টাকা পড়ে যাবে সাড়ে সাত হাজার থেকে নয় হাজার টাকার মত। কোথায় সেই তিন হাজার টাকা কোথায় সেই ৯০০০ টাকা😒

যারা ড্রাইভিং জানেন তাদের জন্য পুরো Langkawi দ্বীপ ঘুরে বেড়ানো খুবই সহজ হয়। কারণ এমন একটি গাড়ি আপনি যে কয়দিন থাকবেন সেই কদিনের জন্য একদম নিজের মত করে ব্যবহার করতে পারবেন , সুতরাং আর কি লাগে।

আমরা দিন কি রাত কি ,যখনই মন চাইতো তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম দ্বীপের আনাচে-কানাচে। দ্বীপের অনেক জায়গায় গিয়েছি যেখানে হয়তো গাড়ি না থাকলে কোন দিন যাওয়াই হতো না।

26/10/2025

ব্যাংককের হসপিটালে আমার বড় মেয়ে দিয়া একটু ক্লান্ত হয়ে ওয়েটিং রুমের একটি সোফায় ঘুমিয়ে পড়েছিল। আমরা ডক্টরের জন্য অপেক্ষা করছিলাম।

কিছুক্ষণ পর দুইজন নার্স আমাদের দিকে এগিয়ে আসলো। থাই ভাষা এবং ইংরেজি দুটো গুলিয়ে ওরা কি যেন একটা ভাষা বলে বোঝা একটু কঠিন।

শুধু এটুকু বুঝলাম ওরা আমাদের ডেকে নিয়ে যাচ্ছে কোথাও। এরপরে এই রুমটাতে আসার পরে বুঝলাম কেন নিয়ে আসছে।

আমরা কিন্তু তাদের কাছে কোন সাহায্য চাইনি। ওরা শুধু অনুভব করেছে যে আমাদের সবার কষ্ট হচ্ছে।
যেহেতু সেই সকাল ৭ টার আগে হসপিটালে আসি ।

(বিশেষ দ্রষ্টব্য: আমার দেশের SQUARE হসপিটালে যখন আয়রার জন্ম হলো সেদিনকার সারারাত জেগে থাকার পরে আমার হাজবেন্ড কেবিনের এক সাইডে একটু ঘুমিয়ে পড়েছিলাম। নার্সদের ব্যবহার আর না বললাম।)

মানুষ মানুষকে খেয়ে ফেলে😳সিরিজটা দেখে একদম গা শিউরে উঠতো ।
25/10/2025

মানুষ মানুষকে খেয়ে ফেলে😳সিরিজটা দেখে একদম গা শিউরে উঠতো ।

Human cannibalism
ক্যানিবালিজম কি তা বুঝতে সত্য একটা ঘটনা দিয়ে শুরু করা যাক।
1845 সালে ক্যাপ্টেন স্যার জন ফ্রাঙ্কলিন ইংল্যান্ড থেকে ভারত উপমহাদেশে আসার জন্য একটি সংক্ষিপ্ত রাস্তা সমুদ্রপথে খোঁজার জন্য এরবাস এবং টেরর নামক দুইটি জাহাজ নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

জাহাজে দুটিতে ফ্রাঙ্কলিন সহ মোট 129 জন নাবিক ছিলেন।
যেতে যেতে পথিমধ্যে একদিন তারা কানাডার কিং উইলিয়াম আইল্যান্ডের নিকটবর্তী ভিক্টোরিয়া স্ট্রেইটের বরফের মধ্যে আটকে পড়েন। বরফের মধ্যে এভাবে তারা অনেক দিন আটকে থাকেন । তাঁরা ভেবেছিলেন হয়তো সামার আসলে বরফ গলে যাবে তখন হয়তো জাহাজ চালিয়ে গন্তব্যস্থলে যাওয়া যাবে।

কিন্তু সামার আসলেও চারপাশের পরিবেশ এতই ঠাণ্ডা ছিল যে বরফ আর গলল না। একেই তো ঠান্ডা পরিবেশ তারপর জাহাজের মধ্যে এভাবে টানা 2-3 বছর সময় কাটিয়ে সবার মধ্যে অনেক ধরনের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করল।

আস্তে আস্তে তাদের আনা সব খাবার শেষ হতে লাগলো এবং নষ্ট হতে লাগলো। একে একে মানুষ স্কার্ভি, নিউমোনিয়া, লেড পয়জনিং, জিংক ডিফিশিয়েন্সি, অপুষ্টি, অনাহারে মারা যেতে শুরু করল।
শেষ পর্যায়ে মানুষ পেটের ক্ষুধা তাড়াতে একে অপরকে খাওয়া শুরু করলো, মূলত এটাই হিউম্যান ক্যানিবালিজম।

পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ক্যানিবালিজম দেখা গিয়েছে। কখনো যুদ্ধবিধ্বস্ত দেশে খাবারের অভাবে, কখনো বা দুর্ভিক্ষের কারণে, তবে যেটাই হোক না কেন খাবারের অভাবেই সাধারণত ক্যানিবালিজম চর্চাটা হয়ে থাকে বা অতীতে হয়েছে।

আমরা প্রতিটা মানুষ যতই আদর্শের বুলি ছুরি না কেন যেকোনো ক্রাইসিসে উঠে আসে আমাদের আসল চরিত্র, আর এটা হবেই এটাই নিয়ম।

এই সত্য ঘটনা অবলম্বনে একটা ওয়েব সিরিজ আছে নাম “ The Terror “ ফ্রি সময় থাকলে দেখে নিতে পারেন 🙂

24/10/2025

আমার লাইফের বেস্ট একটা জার্নি ছিল ❤️

Address

Meradia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diya's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diya's Vlog:

Share

Beautiful Nature,Bali, Indonesia.

Beautiful Nature,Bali, Indonesia.