It's Ba Bu

It's  Ba Bu Digital Creator

18/03/2025

সুবাসিত ফুল, তুমি তো জান্নাতি! এই নির্মম পৃথিবী তোমার পায়ের ধূলিতেও স্থান পাওয়ার যোগ্য নয়...😭

17/03/2025

ইয়া আল্লাহ্ ইয়া আল্লাহ্
মাহা ওলা খাইরা!

13/03/2025

কি এক দেশে বাস করি মারামারির মধ্যেও পরী চলে আসে! 🧚‍🙂

07/03/2025

বাজারে সব দই বগুড়ার, সব ইলিশ পদ্মার, আর বাসার সব দোষ আমার!! 😪🐸

10/02/2025

Yes Boss... 💔😫

প্রীয় মা.!! আফনেরে মাপ-হীন ভালোবাসি' গো'আম্মাজান!! 💌আফনে এত সুন্দর ক্যা? আফনেরে না দেখলে আমার ভাল্লাগে ক্যান? রাতের ভাত ...
06/02/2025

প্রীয় মা.!!
আফনেরে মাপ-হীন ভালোবাসি' গো'আম্মাজান!! 💌
আফনে এত সুন্দর ক্যা? আফনেরে না দেখলে আমার ভাল্লাগে ক্যান? রাতের ভাত আফনে বাইরা না দিলে আমার খাইতে ইচ্ছে করে না, ক্যান ক্ষিদা কই জায়গা? ঘড়ে ডাইক্কা না পাইলে আমার মন অস্তির হইয়া যায় ক্যান? আফনে আমাদের দেওয়া এত কষ্ট, দুঃখ সহ্য করেন কেমনে, দুনিয়ার বুকে আফনি প্রমাণ করে দিয়েছেন আফনে কোনো কষ্ঠ, দুঃখ,রাগ,অভিমান কিচ্ছু নাই, সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, আফনে'ই সেরা...আম্মাজান..!!!! সব সহ্য-করে আফনের জীবনের সব'ডা দিয়া আমাদের ভালোবাসেন। যেখানেই যায় আমার এমন মনে হয় ক্যান, যে আপনে আমার সাথেই আছেন। সারা মুহুর্ত আফনেরে অন্যরকম ফিল করতে থাকি।
I'm so sorry mom! Because what is the size of my hole? I don't know if you are hurt.
আফনেরে সারাক্ষণ শুধু কষ্ঠ,আঘাত,দুঃখ দিয়ে থাকি,
না'জানি আমার দ্বাড়া আপনি কতটা আঘাতপ্রাপ্ত৷ সবকিছুর জন্য আমি দুঃখীত আম্মাজান! Look mother.......
I am your son begging you for forgiveness! 🥹

Begging for forgiveness! Moomm 😭🙏
আম্মাজান আপনের থেকে কিছু মাইল দূরে থাকলে আমার মন'ডা কেমন জানি ছটপট করে। জানোইন আম্মা আমার যখন ভিষণ-রকমের মন খারাপ হয় ঠিক তখন আফনের মুখ'টা আমার সামনে কি সাঙ্গাতিক-ভাবে মায়াবী হইয়া ভাইস্যা উডে৷ আপনেরে ছাড়া আমার কিছু ভাল্লাগে না, রোজ রোজ আপনের কথা শোনা (বকাঝকা) না শুনলে মনে শান্তি আইয়ে না, সারাক্ষণ আমারে দেহা-মাত্রই আপনের মুখে একটা মায়া-ভরা হাসি আইয়া পরে৷ আপনের চাঁদ মূখ'টা এত মায়াবী, যেন চোখের আড়াল হলে'ই সব আইন্ধার দেহি। যেখানেই যায় মনে হয় আপনি সাথে'ই আছেন। আপনেরে ছাড়া হয়তো আমার কোনো অস্বিস্ত খুইজ্জা পাওয়া যাইতো নাহ্ । আপনেরে ছাড়া আমি কীভাবে গুছালো থাকতাম? আপনে কত সুন্দর গুছানো এখজন মায়াবী-পড়ী। আমার নয়নের মণি। আপনের অনুস্পিতিতে আমি চারদিকে শুধু আইন্ধার দেহি। আপনি নিরবে গভীড় মনযোগে আমার কথা ভাবেন সারাক্ষণ আমি'ই প্রায়ই লক্ষ করি, আমার কোনো কষ্ট দেখে আফনের সহ্য হয় না। আফনে চাইলে কলিজা'ডা টান'দে খুইল্যা দিতে একদিন্দু শিশির পরিমাণ শরীরে কম্পন আসবে না। চাওয়া মাত্র আপনের হাতে! 🫁 আফনে আমার হাজারো আঘাদ, কষ্টকে হাসি-মুখে মেনে নেন৷ আপনের চোখের সামনে না দেখলে, পাগলের মতো হয়ে যায়। আপনের সাথে কোনো কাজ না থাকলেও, ক্যান খালি আপনেরে খুজি? চোখের সামনে না-দেখলেই হন্ন হয়ে খুজতে থাহি। কোনো কাজ খুজি কী??
আমার নিজেত্তে'ই প্রশ্ন থাকলো!
আম্মাজান আপনেরে নিয়া কি কিছু লিহা সম্ভব নাকি। আপনে বেডি.... মা..! মা'হ্ তোহ্ মা'ই্ইই হয়। 🧡🥰

প্রাণ-প্রীয় আম্মাজান! প্রাণের চেয়েও কোটিগুন বেশি ভালোবাসি! আম্মাজান 🥹💖

আল্লাহর কাছে আমার বিষেশ ফরিয়াদ রইলো!
আপনের আগে যেন, মালিক আমারে পছন্দ না'করে...

আপনার একদিন আগে হলেও যেন আমার মরন অয়, কারণ আপনের চলে যাওয়া আমার চোখের সামনে দেহে আত্মা থাকতে, আমি সহ্য করতে পারবো নাহ্। 🥹

হাজার বছর বেঁচে থাকুন।
আমার আম্মাজান..!! 🥲💝

Ammajan' I'm so sorry
. for everything mom!!🥹🙏

29/01/2025

এটাই আমি। 🙂

03/01/2025

বাঙালি লঙ্গি লাভার! 😀

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when It's Ba Bu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Ba Bu:

Share

Category