30/08/2025
বিশ্বকবি রবীন্দ্রনাথের জোড়াসাঁকর ঠাকুরবাড়ি, কলকাতা। এখানে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে কবির আঁতুর ঘর ( যেই ঘরে কবির জন্ম হয়েছিল)। কবির অন্তিম যাত্রার ঘর( যেই ঘরে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন)। সেই সাথে ছিল বিশ্ব কবির, বিশ্ব ভ্রমণের বিভিন্ন স্মৃতি চিহ্ন ও ছবি। যা কিছু মুহূর্তের জন্য আমাকে নিয়ে গিয়েছিল সেই সময়ে। এটা আমার জীবনের অন্য রকম এক অভিজ্ঞতা।