স্বপ্ন ৩৬৫

স্বপ্ন ৩৬৫ ┼─༊• প্রেমে 🔺পড়া 🔺বারণ ┼─༊•
ꯡꯁꯡ একজনের🔹 প্রেমে 🔹পড়লে ꯡꯁꯡ
❥༊᭄ বাকিরা কষ্ট পাবে এটাই তার কারণ ❥༊᭄

মুখে কিছুই বলবো না সাহায্যের ধরণ বড় করতে হবে
07/04/2025

মুখে কিছুই বলবো না সাহায্যের ধরণ বড় করতে হবে

এটা কি এবং এটা কোথায় বলতে পারবেন নাকি? ৯০%মানুষ বলতে পারবে না!!
06/10/2024

এটা কি এবং এটা কোথায়
বলতে পারবেন নাকি?
৯০%মানুষ বলতে পারবে না!!

05/10/2024

বেইমান মানুষটার নাম কি ছিলো?😭😭

05/08/2024

একটি সাধারণ ভোট হয়ে যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে চান
১/মোহাম্মদ মিজানুর রহমান আজহারি
২/ আবু তুহা মোহাম্মদ আদনান

বউ এর বিসিএস এডমিন ক্যাডারের  রেজাল্ট দেখে চোখ কপালে উঠে গেলো;পুরো বাংলাদেশে ৩য় স্থান দখল করেছে সে।বউ রেজাল্ট দেখতে রোল ...
26/02/2024

বউ এর বিসিএস এডমিন ক্যাডারের রেজাল্ট দেখে চোখ কপালে উঠে গেলো;পুরো বাংলাদেশে ৩য় স্থান দখল করেছে সে।বউ রেজাল্ট দেখতে রোল নাম্বার দিয়েছিল;কিন্তু এতোটা যে অবাক হবো তা ভাবেনি।আমার মতো একজন সামান্য অফিসের পিয়ন এর বউ এমন রেজাল্ট, সত্যিই অবাকের বিষয়।

__
আমার বউ সাদিয়া । তাকে বিয়ে করেছি বছর তিন হলো।আমাদের লাভ ম্যারেজ ছিল।পুরো ২বছর চুটিয়ে প্রেম করে তারপর দুজনে বিয়ে করেছি।
অনেক চেষ্টা এর পর একটা চাকরী জুটেছিল আমার;যার কারণে তাকে বিয়ে করে ঘরে তুলতে পারি।নইলে কি আমার মতো ছেলের,সাদিয়র মতো মেয়ে জুটে!

আজ তিন বছর তার স্বপ্ন বাস্তব করতে তার সকল সহযোগীতা করেছি আমি।এমন কি বেবিও কন্সিভ করেনি আমরা।
গ্রামের বাড়ি অল্প একটু জায়গা ছিলো সেটা বিক্রি করে, দেশে, যতো বিসিএস কোচিং সেন্টার আছে,সব কোচিং করিয়েছি।যাতে তার টার্গেট টা ঠিক থাকে।

তার পড়ার প্রবলেম হবে,তাই নিজে রান্না করতাম।তার কাপড়-চোপড় সব কিছু আমিই ধুয়ে দিতাম। তার কোনো কিছুতেই কমতি রাখেনি। আজ তার এমন রেজাল্ট দেখে সত্যি ই খুব ভালো লাগছে।মনে হচ্ছে আমি জয়ী হয়েছি।

ছোট বেলা থেকে আমারও স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হওয়ার।কিন্তু সব ইচ্ছে কি আর সত্যি হয়!তবুও নামে মাত্র লুকিয়ে,এক্সাম এতোদিন দিচ্ছিলাম।
এই বছর টা আমার বিসিএস এর লাস্ট বছর ছিলো।কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্য ই করেন।আমার বিসিএস এর কথা দেওয়া না দেওয়া, সেটা পরে বলছি, আমি না হই আমার বউ এর তো হয়েছে।বিসিএস ক্যাডারের হাজবেন্ড শুনতে,খুব ভালো লাগবে!যা ভাবতেই ভালো লাগছে।

__
বাজার থেকে সবচেয়ে দামী মিষ্টি কিনে এনে সাদিয়াকে দিলাম।সাদিয়া বলল:কী ব্যাপার!আজ মিষ্টি!
আমি তাকে জড়িয়ে ধরে বললাম:আমার বউ যে এখন এডমিন ক্যাডার।সে পুরো বাংলাদেশেই ৩য় হয়েছে।মিষ্টি কি তার প্রাপ্য না!

সে চিৎকার দিয়ে কান্না করতে করতে শক্ত করে,জড়িয়ে ধরলো।আমাকে বুকে টেনে বলল:আমাদের পরিশ্রম সার্থক হয়েছে নিলয়!তোমাকে অনেক ধন্যবাদ যে,আমার পাশে ছিলে।তুমি ছাড়া এই সাফল্য চিন্তায় করা যায় না।

আমি বললাম:আমি ক্যাডার হয়নি কিন্তু তোমার মাঝে আমার স্বপ্ন কে বাস্তবিত দেখতে পাচ্ছি এখন।ভালবাসি তোমায়।

দুজনেই জড়িয়ে ধরে কাঁদলাম।এই কান্না দুঃখের নয়;চির সুখের।।।

সকাল বেলা....
ঘুম থেকে উঠে দেখি,সাদিয়া কাপড়-চোপড় গুচাচ্ছে।আমি তাকে প্রশ্ন করলামঃএতো সকাল-সকাল কাপড় বের করছো কেন?বাবার বাড়ি যাবে নাকি?
সাদিয়া জবাব দিলো:হুমম।।

আমি বললামঃশুনে,খুব ভালো লাগলো।আমার ক্যাডার বউ যে,মা-বাবার দুয়া নিতে ভুলেনি।

কিন্তু লক্ষ্য করলাম,সে শুধু তার কাপড়-চোপড় ই নিলো।আমার কোনো জামা নিলো না।তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম:কি গো!আমার কাপড়-চোপড় নিলা না যে..?

সাদিয়া কোনো উত্তর পেলাম না।মিনিট কয়েক পর,সে ব্যাগ টা একপাশে রেখে আমার পাশে বসলো।আমার মাথায় চুলে পরশ বুলতে বুলতে বললঃদেখো,সুমন !তুমি অনেক ভালো হাজবেন্ড।তোমার মতো হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।
আমি বললাম:তোমার মতো ক্যাডার বউ পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার!

সাদিয়া হালকা থেমে, গম্ভীর হয়ে বললঃআসলে,তুমি সামান্য একটা পিয়ন দুই টাকার তেমার কতই বা ইনকাম আর আমি একজন বিসিএস ক্যাডার!আসলে,সমাজের মানুষরা তা অন্য চোখে দেখবে!তাই...

কথাটা শুনে আমার মাথা ঘুরিয়ে উঠলো।দু'চোখ অন্ধকার হয়ে গেলো।চোখে পানি
টলমল করতে লাগলো।নিজের পানি কে বেঁধে রেখে বললামঃতো?

সাদিয়া মার্জিত কন্ঠে বললঃদেখো।তোমার সাথে,যায় না আমার।তাই আমি বলছিলাম কি,আমাদের ডিভোর্স হলে ভালো হবে!আর তুমি তো জানো!ক্যাডার হাজবেন্ড পাওয়াও আমার অনেক ইচ্ছা!অন্তত আমার একজন ক্যাডার হাজবেন্ড পেলে,দুজনের পাল্লা সমান হবে;আর ক্যাডার হাজবেন্ড-ওয়াইফ
দুজনকে মানাবেও ভালো।।।কী বলো?

আমার চোখ থেকে পানি ঝরতে লাগলো।
পানি মুছতে মুছতে বললাম:সত্যি বলেছো!আমাদের ডিভোর্স হলেই বেশ হবে!কোথায় তুমি আর কোথায় আমি!একজন পিয়ন আর একজন ক্যাডার কখনোই মিলেনা।তবে,তোমাকে পুরোজীবন ই আমি ভালোবেসে যাবো।তবে একটা রিকুয়েস্ট রাখবে?

সাদিয়া খুশি মনে বললঃকি টাকা লাগবে?

আমি বললামঃনা!তোমাকে মাঝে-মাঝে দেখতে চাইলে,দেখা দিবে তো?
সাদিয়া বললঃদেখো।দেখা দেওয়া কি যাবে!আমার সাথে দেখা করতেও তোমার পারমিশন লাগবে।আর কেউ যদি আমাদের আগের সম্পর্ক টা জেনে যায়,তা হলেও তো আমার মান-ইজ্জত ক্ষুন্ন হবে।তার চেয়ে বরং তোমার খুব মনে পড়লে,আমার ফটো দেখে নিও।
ও হ্যাঁ...একসপ্তাহের মধ্যেই আমাদের ডিভোর্স লেটার চলে আসবে।প্লিজ!আমার কথা চিন্তা করে,লেটারে সই দিয়ে দিও।আসি...

আমি বললামঃওকে যাও।ডিভোর্স লেটার পাঁঠিয়ে দিবো।তোমাকে কোনো কষ্ট করতে হবে না!তবে,যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও।

সাদিয়া বললঃহ্যাঁ।তাড়াতাড়ি বলো।এখানে থাকতেই অস্বস্তি লাগছে।

আমি বললামঃআসলে,তুমি হয়তো কাল কে রাতে ভুল শুনেছো!

সাদিয়া বললঃকী ভুল!

আমি বললামঃএডমিন ক্যাডার তুমি হও নি,আমি হয়েছি!

সাদিয়া বললঃকি?

আমি বললামঃভাবলাম!তোকে একটু পরীক্ষা করি!আমার জায়গায় তুই থাকলে কি করতি।কিন্তু,তুই কতটা স্বার্থপর আমি বুঝে গেছি।তোর মতো মেয়ে এখন আমার থুথু খাওয়ারও যোগ্য না।

পরে,সে আমার পায়ে ধরে অনেক কান্না কাটি করলো।মাফ চাইলো।
সাদিয়ার ঠোঁটে আঙ্গুল রেখে বললামঃচুপ!একদম চুপ।ক্যাডারের সাথে ক্যাডারি মানায়;তোর মতো স্বার্থপর মেয়েদের কে না!!
তবুও,কান্না করে খুব মাফ চাইলো সে।
কিন্তু,মাফ করতে পারলাম না!কারণ,একবার সম্পর্ক ভাঙলে তা আর কখনো জোড়া লাগানো যায় না।তাই ঘাড় ধাক্কা দিয়ে সুপ্তি কে ঘর থেকে আর মন থেকে বের করে দিলাম।এমন মেয়েদের বুকে নয়;পায়ে স্থান দিতে হয়।

সমাপ্ত

ছেলেটা কি ঠিক কাজ করেছে, কমেন্ট করুন

কারন আমাদের দেশে বা সমাজে অসংখ্য ছেলে আছে হতো দরিদ্র সাধারণ মেয়েকে বিয়ে করে।

কিন্তু ১ লক্ষতে একটা মেয়ে নাই যে হত-দরিদ্র ছেলে কে বিয়ে করে আর যদি শরীরের চামরা একটু সাদ হয়েছে তাহলে তো কোন কথায় নেই।

এই জন্য খেয়াল করে দেখবেন মেয়েরা বিয়ের পরে স্টাবিলিস হলে সে সব মেয়েদের মাঝে ৮০% ডিভোর্স হয়। কারন এদের চোখ ওপরে উঠে যায় ধিক্কার জানাই এসব ফালতু মনমানসিকতার মেয়ে দের কে

আপনাদের কারো কোব গল্প বা কিছু পোস্ট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন

নদীর পাংগাশ
27/10/2023

নদীর পাংগাশ

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন ৩৬৫ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন ৩৬৫:

Share