Get to Know-জানুন

Get to Know-জানুন Just click to see mysterious world.
(2)

12/06/2025
05/06/2025
02/06/2025
৭ স্ত্রীর মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছেন ভারতের কাপুরথালা রাজ্যের রাজা জগজিৎ সিং। বর্তমান পাঞ্জাব প্রদেশের অন্তর্ভুক্ত এই ...
28/04/2025

৭ স্ত্রীর মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছেন ভারতের কাপুরথালা রাজ্যের রাজা জগজিৎ সিং। বর্তমান পাঞ্জাব প্রদেশের অন্তর্ভুক্ত এই রাজ্যের রাজা হিসেবে তিনি ১৮৭৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ছিলেন।




বিখ্যাত মুরির টিন, ১৯৭৭ সাল। নিউ মার্কেট।
21/11/2024

বিখ্যাত মুরির টিন, ১৯৭৭ সাল। নিউ মার্কেট।



২০২১-এর অন্যতম বিখ্যাত ন্যাচারাল ফটোগ্রাফ ছিলো এই ছবিটা। হাজার হাজার স্টার্লিং পাখি একসাথে মিলে একটা বড় পাখির আকৃতি ধা...
20/11/2024

২০২১-এর অন্যতম বিখ্যাত ন্যাচারাল ফটোগ্রাফ ছিলো এই ছবিটা।

হাজার হাজার স্টার্লিং পাখি একসাথে মিলে একটা বড় পাখির আকৃতি ধারণ করেছে। পাখির ঝাঁকের এই ধরনের আকৃতি ধারণের প্রবণতাকে বলা হয় murmuration। পাখিরা দলবেধে এরকম আকৃতি ধারন করে দৈত্যাকার রূপ নেয়ার মাধ্যমে তাদের শিকারী-শত্রুকে বিভ্রান্ত করে ফেলে।

Photo Credit: James Crombi, Ireland.



লাভা এবং বরফ একসাথে। এই দৃশ্যটি আইসল্যান্ডে দেখা যায়।Photo: Internet
20/11/2024

লাভা এবং বরফ একসাথে। এই দৃশ্যটি আইসল্যান্ডে দেখা যায়।

Photo: Internet



শেষ মোগল সম্রাট বাহাদুর শাহর দুই ছেলে জওয়ান বখত (বামে), এবং মির্জা শাহ আব্বাস (ডানে)। ছবিটি ১৮৫০-৬০ এর দশকে তোলা। Source...
20/11/2024

শেষ মোগল সম্রাট বাহাদুর শাহর দুই ছেলে জওয়ান বখত (বামে), এবং মির্জা শাহ আব্বাস (ডানে)।
ছবিটি ১৮৫০-৬০ এর দশকে তোলা।

Source: Internet



বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" এটি বঙ্...
08/11/2024

বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি আংশিকভাবে সংরক্ষিত জায়গা।

এটি পৃথিবীর বৃহত্তম পানিতে নিমজ্জিত গিরিপথ ও অনেক বিশেষজ্ঞের মতে এটি দ্বিতীয় বৃহত্তম খাদ, অথচ এটির গভীরতা ১৩৪০ মিটার। তবে এ নিয়ে অনেক মত প্রার্থক্যও রয়েছে।

এই অঞ্চলে রয়েছে বিলুপ্ত হওয়ার পথে থাকা ডলফিন ও আট ধরণের তিমি মাছ। ব্রিটিশরা ধারণা করেছিল যে, এটির গভীরতার কোনো সীমা নেই। কেউ কেউ বলেন যে, এই অঞ্চলটিতে ধনরত্নে ভরা কিছু জাহাজ লুকিয়ে রয়েছে! এটি কিন্তু সুন্দরবন থেকে খুব বেশি দূরে নয়, দুবলার-চর দ্বীপ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।

চাইলেই ঘুরে আসতে পারেন।



৯০ দশকে যারা ১ টাকা দিয়ে ৪ টা চকলেট কিনছেন। সেই ভাই বোনদের দেখতে চাই।ফটো: আহমেদ সৈকত
08/11/2024

৯০ দশকে যারা ১ টাকা দিয়ে ৪ টা চকলেট কিনছেন। সেই ভাই বোনদের দেখতে চাই।

ফটো: আহমেদ সৈকত



প্রায় ১২,৫০০ বছরের পুরনো এই চিত্রকর্মের সন্ধান মিলেছে কলম্বিয়া থেকে। দক্ষিণ আমেরিকান দেশটির চিরিবিকেট ন্যাশনাল পার্কে রয়...
08/11/2024

প্রায় ১২,৫০০ বছরের পুরনো এই চিত্রকর্মের সন্ধান মিলেছে কলম্বিয়া থেকে।

দক্ষিণ আমেরিকান দেশটির চিরিবিকেট ন্যাশনাল পার্কে রয়েছে প্রায় ৮ মাইল দীর্ঘ এই চিত্রকর্ম। পুরোটাই পাথরের বুকে আঁকা; রয়েছে মানুষ ও বিভিন্ন প্রাণীর ছবি। এর মাঝে এমন প্রাণীও আছে যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। আবার কিছু কিছু ছবি এত উচ্চতায় আঁকা যে কেবল ড্রোন দিয়েই সেগুলোকে ভালোভাবে বোঝা গিয়েছে।

ব্রিটিশ-কলম্বিয়ান একদল প্রত্নতাত্ত্বিকের অনুসন্ধানের ফলে এর সন্ধান মিলেছে। তাদের ধারণা, কাঠের টাওয়ারের উপর উঠে এত উঁচুতে ছবি এঁকেছিল সেই সময়ের মানুষেরা।



Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when Get to Know-জানুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Get to Know-জানুন:

Share