Nazatul Ummah Institute

Nazatul Ummah Institute একদিন ভোর হবে ঠিকই,
কিন্তু আমার আর জেগে উঠা হবেনা,
আমার আর সূর্যোদয় দেখা হবেনা।
(1)

01/07/2025

জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ। আপনার প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে?

30/06/2025

মৃত্যুর মুহূর্তে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হচ্ছে?

30/06/2025

আমরা এমন মুনাফিক মানুষ যে, অন্যের কষ্টকে পাপের শাস্তি মনে করি আর নিজের কষ্ট কে পরিক্ষা মনে করি৷

30/06/2025

ওযুর শুরুতে এই দোয়া পড়িতে হয়...

বাংলাদেশের এমন ভৌগলিক অবস্থান থাকলে আমরাও বিশ্বের পরাশক্তি হয়ে উঠতাম। আমাদেরও ডজন ডজন অ্যাটম, মিসাইলসহ সব হাবিজাবি থাকতো...
22/06/2025

বাংলাদেশের এমন ভৌগলিক অবস্থান থাকলে আমরাও বিশ্বের পরাশক্তি হয়ে উঠতাম। আমাদেরও ডজন ডজন অ্যাটম, মিসাইলসহ সব হাবিজাবি থাকতো। এই বঙ্গের ভৌগলিক অবস্থান বৈরিতার চেয়ে প্রেমের, উদারতা আর বাঁশ দেওয়া নেওয়ার। ফলে এখানে যুদ্ধ প্রশিক্ষণের চেয়ে কদর বেশি রবীন্দ্র সঙ্গীতের, রণ সংগীতের চেয়ে রঠা সঙ্গীতের, আমাদের সাহিত্য প্রেম বলতে লুচোপুতির প্রেমকাহিনী আর ফুটন্ত গোলাপ। তয় বিজ্ঞানচর্চা একেবারে যে হয় না তা কিন্তু নয়, সন্ধ্যায় উদ্যান আর চারুকলার চিপায় বসিয়া বিশেষ সেবন করিয়া মহাকাশ ভ্রমণ করিয়া এলিয়েনদের সঙ্গে পরামর্শ করে যা আবিষ্কার করা হয় তা বছরে একদিন প্রদর্শিত হয়। সেটাও বা কম কিসে!

আজ পৃথিবী নতুন ও অস্বাভাবিক এক ক্ষেপণাস্ত্র দেখলো!এটা শুধু শুরু — সামনে আরও চমক অপেক্ষা করছে "।
18/06/2025

আজ পৃথিবী নতুন ও অস্বাভাবিক এক ক্ষেপণাস্ত্র দেখলো!

এটা শুধু শুরু — সামনে আরও চমক অপেক্ষা করছে "।

18/06/2025

দুনিয়াতে এমন একটা দেশ আছে, যেখানে ক্ষেপণাস্ত্র নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এমনকি কোনো ফাইটার জেটও নেই! তাদের আছে ৫৪ বছরের পুরোনো চেতনা, একটা পতাকা, জাতীয় সংগীত, আর সভাপতি, সহ-সভাপতি!

14/06/2025

আমাদের ছোট্ট সোনা মনি মাইসা৷

04/06/2025

আমাদের প্রতিষ্ঠান পবিত্র ঈদুল আজহার বন্ধ আগামীকাল ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত৷

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অকল্পনীয় চ...
31/05/2025

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অকল্পনীয় চড়াদাম হাঁকলেন।

এলাকাবাসী অনেক অবদার অনুরোধ করল। মালিক অনঢ়। সবাই বাধ্য হয়ে রাজি হলেন।

রেজিস্ট্রির দিন সবাইকে অবাক করে লোকটা মসজিদের জন্য জমিটা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলেন।

জমি কেনার জন্য জমাকৃত অর্থ, মসজিদের নির্মাণ কাজে ব্যয় করার পরামর্শ দিলেন।

ঘটনা বৃহস্পতিবারের।
পরদিন জুমাবারে মানুষটা ইন্তেকাল করলেন।

সংগৃহীত।

তোফায়েল সাহেব অস্বীকার করার কিছু নেই,আপনি একজন পরিপক্ব অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদ। জীবনের এক নির্মম দিন অতিবাহিত করতেছেন,মৃত...
29/05/2025

তোফায়েল সাহেব অস্বীকার করার কিছু নেই,আপনি একজন পরিপক্ব অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদ।
জীবনের এক নির্মম দিন অতিবাহিত করতেছেন,
মৃত্যুশয্যায় দাড়িয়ে একটু মালেক ভাইকে ফিল করেনতো।
ভেবে দেখুনতো মালেক ভাইয়ের কি অপরাধ ছিল?
বন্ধুরা, ইতিহাসে ভয়াবহ এক ইতিহাস শুনেন
১৯৬৯ সাল,তোফায়েল আহমেদ তখন ডাকসুর ভিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এই বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্র নেতা আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যাবস্থার পক্ষে বক্তব্য দেন।
উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থীদের করতালির মাধ্যমে আব্দুল মালেকের বক্তব্যকে সমর্থন করে। উক্ত সেমিনারে মালেক ভাইয়ের বক্তব্যেরববিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলাম বিদ্বেষী তৎকালীন ছাত্রলীগ, বাম সংগঠনের নেতারা।তারা ইসলামী শিক্ষা ব্যাবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন।

তাদের দুর্বল যুক্তি মালেকের যুক্তির কাছে হেরে যায়। তখন তারা নতুন ফন্দি আটল।১২ আগস্ট ১৯৬৯ সালে তারা শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা সেমিনারের আয়োজন করে।
উক্ত সেমিনারে আবার পক্ষে-বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। আব্দুল মালেকের যুক্তির কাছে আবার ইসলাম বিদ্বেষী রা হেরে যায়।

তারা তখন মারাত্মক চক্রান্ত করে। শহিদ আব্দুল মালেক যখন সেমিনার শেষ করে বের হন। তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহিদ আব্দুল মালেকের উপর আক্রমণ করে। তারা শহীদ আব্দুল মালেককে লাঠি,হটিস্টিক, এবং ইট দিয়ে তার মাথা থ্যাথলিয়ে দেয়। তারপর তারা আব্দুল মালেককে মৃত ভেবে রেখে চলে যায়। তখন তার অন্য সাথীরা এ খবর শুনে দৌড়ে আসে।তাকে তাৎক্ষণিক ভাবে হসপিটাল নেওয়া হয়। ডাঃ তাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে আব্দুল মালেক ১৫ ই আগস্ট ১৯৬৯ সালে শাহাদাত বরনকরেন। তারা শহীদ মালেককে শেষ করার মাধ্যমে ইসলামকে ইসলামী শিক্ষা ব্যাবস্থা কে ধ্বংস করতে চেয়েছিল। এমন হাজারো মেধাবি মালেকের হত্যার পেছনে লুকিয়ে ছিলেন এই তোফায়েল গং এর মত সন্ত্রাসীরা।
এই খুনী তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন।
আজ তিনি নিজেই জীর্নশীর্ন , বলহীন, হতভম্ভ।
শুধুমাত্র সময়ের অপেক্ষা মত্র !
মহাজগতিক সময়ের কাছে এই পৃথবীর সময়, মহসাগরের জলরাশির তুলনায় একটা সুচের আগায় জলের থকেও নগন্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ের নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করে চলেছি। কতজনের হক নষ্ট করেছি , কতজনের গোটা জীবন টাই নষ্ট করে দিয়েছি।
আজ ! পড়ন্ত বিকেলে হয়তো একে একে সবকিছু মনে পড়বে যখন সামনে শুধু অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার !!!!
সবাইকে একবাব হলেও তা ভাবা দরকার।
"মৃত্যু অবধারিত " ।

তখন কি একাত্তর ইস্যু আছিল। আসলে ওরা হলো ইসলাম বিদ্বেষী।

© Ashraf Uddin Chowdhury

লেখার সাথে সংযোজন: তাকে পাকিস্তানে নেওয়া হয় নাই, শহীদ আব্দুল মালেক ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেন

Address

Meradia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazatul Ummah Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazatul Ummah Institute:

Share

Category