Sirat Afroj

Sirat Afroj Hi,I am a Social Media User. I created my page for Expose my feeling & know about the smart world

হৃদপিণ্ড দেহের রক্ত সঞ্চালনের মূল চালিকাশক্তি হলেও, পায়ের গভীরে একটি বিশেষ পেশি রয়েছে যা অগোচরেই একইরকম গুরুত্বপূর্ণ কাজ...
13/07/2025

হৃদপিণ্ড দেহের রক্ত সঞ্চালনের মূল চালিকাশক্তি হলেও, পায়ের গভীরে একটি বিশেষ পেশি রয়েছে যা অগোচরেই একইরকম গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। এটি হলো সোলিয়াস পেশি, যাকে প্রায়শই “দ্বিতীয় হৃদপিণ্ড” নামে অভিহিত করা হয়। বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে নয়, বরং গতির মাধ্যমেই এই গভীর ও নীরব পেশি রক্ত সঞ্চালনে অবদান রাখে।

প্রতিবার হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অথবা পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়ানোর সময় সোলিয়াস পেশি সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হওয়ার সাথে সাথেই এটি অসাধারণ ভাবে কাজ সম্পূর্ণ করে – অভিকর্ষের বিরুদ্ধে পায়ের শিরা থেকে রক্তকে পুনরায় হৃদপিণ্ডে পাঠায়।

এই অসাধারণ পেশির অবস্থান পায়ের পিছনের অংশে, গ্যাস্ট্রোকনেমিয়াস (পেণ্ডুলাম বা কাফ মাসল) পেশির গভীরে। এই মাসল বিস্ফোরক বা দ্রুতগতির না হলেও, অত্যন্ত দৃঢ় এবং সহনশীল। দেহের ভারসাম্য ও স্থায়িত্ব রক্ষায় এর ভূমিকা অপরিসীম।

কেন সোলিয়াস এত গুরুত্বপূর্ণ?

১. দেহের নিম্নভাগে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং সুষ্ঠু রক্ত প্রবাহ নিশ্চিত করে।

২. রক্ত জমাট বাঁধা ও শিরায় রক্ত জমাটবদ্ধতা প্রতিরোধ করে।

৩. পায়ের অপ্রয়োজনীয় পানি জমা (এডেমা) প্রতিরোধ করে ফোলাভাব কমায়।

৪. হৃদপিণ্ডের ওপর চাপ কমিয়ে সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পেশি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকলেও কাজ করে।

দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করার অভ্যাস থাকলে সোলিয়াস পেশিকে সক্রিয় রাখা অত্যন্ত জরুরি। এর জন্য কয়েকটি সহজ উপায় অবলম্বন করা যেতে পারে:

❥ কয়েক মিনিট হাঁটা।
❥ পায়ের গোড়ালি বারবার ওঠানো-নামানো
(হিল রেইজ)।
❥ গোড়ালি বা অ্যাঙ্কেল ফ্লেক্স করা।
❥ পায়ের পাতা দিয়ে বৃত্তাকার নড়াচড়া করা।

এগুলো ছোট ছোট দৈনন্দিন অঙ্গভঙ্গি মনে হলেও, সোলিয়াস পেশির কার্যকারিতা বৃদ্ধিতে এবং সামগ্রিক সুস্থতায় এর ফলাফল সুদূরপ্রসারী।

অনুবাদ: AH Abubakkar Siddique

তথ্যসূত্র:
1. Aster Hospitals: The Second Heart – Your Soleus Muscle.

2. ResearchGate: Role of Soleus Muscle in Venous Return.

3. Corporate Wellness Magazine: How the
Soleus Muscle is Your Second Heart.

4. PubMed/NCBI: The muscle pump of the lower leg.

5. Journal of Applied Physiology: The soleus muscle: a key player in human metabolism and blood pressure regulation.

বিনা অর্থে দুঃখ  কেনা যায়...কিন্তু সুখ কিনতে, নিজের শখ বিক্রি করতে হয়...💔
11/07/2025

বিনা অর্থে দুঃখ কেনা যায়...
কিন্তু সুখ কিনতে, নিজের শখ বিক্রি করতে হয়...💔

তোমাকে কেউ পেয়েছে মানে, আরেকজন বিবৎস ভাবে তোমাকে হারিয়েছে...
10/07/2025

তোমাকে কেউ পেয়েছে মানে,
আরেকজন বিবৎস ভাবে তোমাকে হারিয়েছে...

অমূল্য সম্পদ😎
10/06/2025

অমূল্য সম্পদ😎

তেমন কিছু না,  বউ নার্সিং স্টুডেন্ট... 🤭
06/06/2025

তেমন কিছু না, বউ নার্সিং স্টুডেন্ট... 🤭

আমরা মাঝেমধ্যে ভাবি না? 'দুনিয়ার সব বিপদ আর কষ্ট বোধহয় আল্লাহ আমাকেই দিছে!'এই ছেলেটার কথা ভাবেন! বয়স কত্ত হবে? এখনো 'কিশ...
05/06/2025

আমরা মাঝেমধ্যে ভাবি না? 'দুনিয়ার সব বিপদ আর কষ্ট বোধহয় আল্লাহ আমাকেই দিছে!'
এই ছেলেটার কথা ভাবেন! বয়স কত্ত হবে? এখনো 'কিশোর বয়স' তার!
বাপের সাথে যাচ্ছিলো গরু বিক্রি করতে। সেই গরু আবার ঋন নিয়ে কিনা। পথে দুর্ঘটনায় তার বাবা মারা গেলো!
ওই মুহুর্তে আপনি কি করতেন? হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়তেন নিশ্চিত! ছেলেটা কি করলো? বাবাকে দাফন করলো। দাফল করে দেরি করলো না! আবারো গরু গুলা নিয়ে হাটে রওনা দিলো কারন ঋনের টাকা শোধ করতে হবে তো!
ভেতরে ভেতরে বাবা কে হারানোর কষ্ট আর সাথে 'দায়িত্ব!'
আল্লাহ এই ছেলেটার সব কষ্ট দূর করে দিক, আর এই 'শোক' টা 'শক্তি' হয়ে ফিরে আসুক। আমিইইন ❤️

আত্মহত্যা করার আগে অন্তত এই লেখা টা পড়া উচিত 📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেমথার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক...
27/05/2025

আত্মহত্যা করার আগে অন্তত এই লেখা টা পড়া উচিত

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেম
থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম-
দুইটাই মেয়ে,অল্প বয়সী।
দুইটাই সুইসাইডাল কেইস।
একজন গলায় ফাঁস,আরেকজন বিষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে কশাইরা
কাটে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা
সবই দেখেছি,
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কাটে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট মর্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট মর্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সুইসাইড;

তাকিয়ে লাভ নেই, প্রস্তুতি নেন....🤭
26/05/2025

তাকিয়ে লাভ নেই, প্রস্তুতি নেন....🤭

তোমার আশায় বসে থাকি,প্রতিটা সন্ধ্যা চোখে রাখি।জানি না কবে আসবে তুমি,তবুও হৃদয়ে বাঁধা তুমি..।
25/05/2025

তোমার আশায় বসে থাকি,
প্রতিটা সন্ধ্যা চোখে রাখি।
জানি না কবে আসবে তুমি,
তবুও হৃদয়ে বাঁধা তুমি..।

23/05/2025

Princess treatment পাওয়ার বয়সে Patient treatment করতে হচ্ছে...🥱

ভাবছি একদিন শহর বিলাস করবো..!শুভ্র রঙের শাড়ীতে, নিজেকে সাজাবো মনের মতো করে..!নিজেই নিজের সঙ্গী হবো...!চায়ের কাপে জমিয়ে আ...
22/05/2025

ভাবছি একদিন শহর বিলাস করবো..!
শুভ্র রঙের শাড়ীতে, নিজেকে সাজাবো মনের মতো করে..!
নিজেই নিজের সঙ্গী হবো...!
চায়ের কাপে জমিয়ে আড্ডা দিবো....
নিজেকে জানবো আরো একবার...!
খুব আয়োজন করে ক্ষমা চাইবো নিজের কাছে...!
বলবো," প্রিয় আমি- অনেক অন্যায় করেছি তুমিটার সাথে, অনেক অবহেলা।
এবার এসবের অবসান হোক, সব ভুলে আরেকবার ভালোবাসাতে চাই আমিটাকে...!
বন্ধু হতে চাই নিজেই নিজের...!
গ্রহণ করবে কি তুমি আমায়...?
নাকি প্রতিশোধ নিতে তুমিও পুড়াবে আমার আমিটাকে...?

Address

Dhaka

Telephone

+8801612516940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirat Afroj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirat Afroj:

Share