NRB Live

NRB Live দক্ষিণবঙ্গ টেলিভিশন (দক্ষিণবঙ্গ তথা দেশবাসীর কথা বলে) South Bengal TV

প্রতিটি জাতীয় নির্বাচন হিন্দু সম্প্রদায়ের কাছে নির্যাতন হয়ে ফিরে আসে। নির্বাচন উপলক্ষে হিন্দু নির্যাতন বন্ধে জাতীয় সংসদ ...
04/07/2025

প্রতিটি জাতীয় নির্বাচন হিন্দু সম্প্রদায়ের কাছে নির্যাতন হয়ে ফিরে আসে। নির্বাচন উপলক্ষে হিন্দু নির্যাতন বন্ধে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা, বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাংচুর এবং লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর উপর হামলা, রক্তাক্ত যখম ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অদ্য ৪ জুলাই শুক্রবার সকাল ১০.০০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, সহ সভাপতি দুলাল মন্ডল, প্রদীপ কুমার দাস, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডাঃ হেমন্ত দাস, বিশ্বনাথ মোহন্ত, সঞ্জয় ফলিয়া, নকুল মন্ডল, অ্যাডঃ শুভ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাকচী, সাংগঠণিক সম্পাদক কিশোর কুমার বর্মন, ঢাকা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক পরেশ চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি শ্যামল ঘোষ, হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি মৃনাল মধু, সঞ্জয় গাইন, সঞ্জয় দেবনাথ, নিরুন্দ্র চক্রবর্তী, তপন দাস, যাদব মিত্র, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, সহ সভাপতি অপূর্ব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, সজিব চন্দ্র দাস, শুভজিৎ চক্রবর্তী, সুমন পাল, রুদ্র সাহা, বাণীব্রত সাহা, সবুজ দত্ত, বিষ্ণু বর্মন, শঙ্কর দাস, নূপুর বসাক প্রমূখ।

বক্তাগণ বলেন বিভিন্ন স্থানে প্রতিমা ধ্বংস, মন্দির ধ্বংস পুজার আসবাবপত্র চুরি। লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর উপর হামলা রক্তাক্ত জখম ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা সহ বিভিন্ন স্থানে ধর্ষন, খুন মহামারি আকার ধারন করেছে। স্বাধীনতার পর থেকেই হিন্দু সম্প্রদায় সর্বক্ষেত্রে অবহেলার শিকার। জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধি না থাকায় হিন্দুরা বছরের পর বছর নির্যাতিত হচ্ছে। কিছুদিন আগে যশোরে ১৮টি হিন্দু বাড়ী দোকান পাঠ, মটর সাইকেল সহ ঘরের আসবাবপত্র, খাদ্য সব কিছু ভষ্মীভূত করেছে। বক্তাগণ আরো বলেন, আমরা আশা করেছিলাম স্বৈরাচার উচ্ছেদের পর দেশে কোন বৈষম্য থাকবে না। সকল ধর্মের মানুষ সমঅধিকার ও সম মর্যাদা পাবে। কিন্তু দুঃখের বিষয়, উপদেষ্টা পরিষদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নাই। ১০ টি সংস্কার কমিটির একটিতেও কোন হিন্দু সদস্য নাই। বিভিন্ন সেক্টরের নিয়োগে হিন্দু সম্প্রদায় উপেক্ষিত। শুধু তাই নয়, যে সংবিধান সকল নাগরিকের আশা আকাঙ্খার প্রতিফলন। সেই সংবিধান সংস্কারেও হিন্দু সম্প্রদায়ের মতামতও গ্রহণ করে নাই।

প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুর, জমি দখল, হত্যা, হত্যা প্রচেষ্টা, অপহরন, নারী নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার, দেশ ত্যাগে বাধ্যকরনের হুমকীর মত একের পর এক ঘটনা ঘটেই চলেছে।

বক্তাগণ বলেন শত্র সম্পত্তি আইনের যাঁতাকলে হিন্দু সম্প্রদায়ের ২৬ লাখ একর সম্পত্তি দখল হয়েছে। ঢাকার মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের দেবোত্তর সম্পত্তি, টিপু সুলতান রোডের শঙ্খনিধি মন্দির, হৃষিকেশ দাস রোডের সীতানাথ মন্দির সহ শত শত মন্দির ও দেবোত্তর সম্পত্তি বেদখল হয়েছে। সারাদেশে সরকারের দখলে থাকা সকল মন্দির ও মন্দিরের জায়গা হিন্দুদের কাছে ফেরতের দাবী করেন। বক্তাগণ বলেন জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় হিন্দু সম্প্রদায় নির্যাতিত হতে হতে আজ সংকটের মুখোমুখি। আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পুনঃ প্রবর্তনের দাবী করেন। যদি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না করা হয় তাহলে আগামী কোন নির্বাচনে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না, ভোটে অংশগ্রহণ করবে না, সকল ধরনের ভোট বর্জন করবে।

আওয়ামী লীগের কোন নেতা যেন বিএনপির সদস্য হতে না পারেন এবং দুর্দিনে যারা বিএনপির সাথে ছিলেন তারা যেন বাদ না পড়ে, আমিনুল ...
25/06/2025

আওয়ামী লীগের কোন নেতা যেন বিএনপির সদস্য হতে না পারেন এবং দুর্দিনে যারা বিএনপির সাথে ছিলেন তারা যেন বাদ না পড়ে, আমিনুল হক।

রিপোর্ট: সাগর চৌধুরী ভোলা।

উত্তর বিএনপির আহবায়ক ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী জনাব আমিনুল হক বলেন দুর্দিনের ত্যাগী বিএনপি নেতারা যেন কোন কারনে বাদ না পরে সুযোগ সন্ধানী আওয়ামীলীগের নেতাকর্মীরা আপনাদের আত্মীয়-স্বজন হতে পারে তাই বলে বিএনপির সদস্য করা যাবে না। শেখ হাসিনার দূর শাসন আমলে বহু হামলা-মামলার শিকার হয়েছেন যারা তারাই হবেন ভবিষ্যৎ বিএনপির নেতা, তিনি আরো বলেন…..

ঢাকা-১৪ আসনের বিএনপি'র এমপি প্রার্থী উক্ত অনুষ্ঠানে, সভাপতির বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন, সকল দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণের পাশে ছিলেন সামনে নির্বাচন তাই বিএনপি'র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার জনগণের সেবায় কাজ করতে হবে তিনি আরো বলেন……

হাজী মোস্তফা জামান বলেন বিএনপিকে ভালোবাসে এমন তৃণমূল পর্যায়ের অনেক সাধারন মানুষ রয়েছে যারা রিক্সা ভ্যান ও বিভিন্ন পেশার সাথে জড়িত তারা বিএনপি'র পাশে সকল আন্দোলন সংগ্রামে ছিল এদেরকেও বিএনপির সদস্য ফরম দিয়ে বিএনপি দল কে আরো শক্তিশালী ও নিরপেক্ষ করতে হবে।

দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক, মোঃ আলমগীর হোসেন ভুট্টো’র সঞ্চালনায় অন্যান্য বিএনপি নেতারা বলেন যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের অগ্রাধিকার সবার আগে কোন হাইব্রিড আওয়ামী লীগের নেতারা যেন সুযোগ সন্ধানী হয়ে ছলে বলে কলে কৌশলে বিএনপির মধ্যে ঢুকে আপনাদের মধ্যে উশৃংখল সৃষ্টি না করতে পারে এবং বিভিন্ন জায়গায় যে হামলা-মামলার ঘটনা দেখছেন শুনছেন তারা আওয়ামী লীগের লোক, বিএনপির মধ্যে ঢুকে বিএনপির সুনাম ক্ষুন্ন করতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত কার্যক্রম করে আসছেন তাই দারুস সালাম থানায় আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা যেন বিএনপি'র সদস্য না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন আপনারা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। এস এম জাহাঙ্গীর যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। ফেরদৌসি আহমেদ মিষ্টি যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। এবিএমএ রাজ্জাক যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আতাউর রহমান চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। গাজী রেজাউনুল হোসেন রিয়াজ যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তুহিরুল ইসলাম তুহিন যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। এম কফিল উদ্দিন যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আফাজ উদ্দিন যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। হাজী ইউসুফ যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। শাহ্ আলম যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। মাহাবুবুল আলম মন্টু যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজিব আহমেদ সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। কে, এম, ইয়াহিয়া সামী যুগ্ম আহ্বায়ক, মিরপুর থানা স্বেচ্ছোসেবক দল ও রাজনৈতিক সচিব- জনাব এস এ সিদ্দিক সাজু (সংসদীয় আসন ঢাকা-১৪) এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ঢাকা-থ সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিকদের যৌক্তিক দাবি সড়ক পরিবহন আইন ২০১৮র ৩৩ ধারা অনুযায় ঢাকা-থ সিএনজি অটোরিক্সা ২০৩৩ টা...
22/06/2025

ঢাকা-থ সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিকদের যৌক্তিক দাবি সড়ক পরিবহন আইন ২০১৮র ৩৩ ধারা অনুযায় ঢাকা-থ সিএনজি অটোরিক্সা ২০৩৩ টা মহানগরে চলাচলের অনুমতি দেওয়া সহ ৩০০০ হাজারেরও অধিক পরিবারকে কর্মসংস্থান করে দেয়া এরাষ্ট্র ও রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের দায়িত্ব।

রিপোর্ট: সাগর চৌধুরী ভোলা।

ঢাকা মেট্রোপলিটন এড়িয়ায় ২০০০ সালের আগে ৩৫ হাজার "বেবি ট্যাক্সির" চলাচল ছিল। তাহা উচ্ছেদ করে মাত্র ১৫ হাজার "ঢাকা মেট্রো-থ” সিএনজি অটোরিস্কার অনুমোদন দেওয়া হয়। ফলে সেই সময়ে ২০ হাজার চালক গাড়ি না পেয়ে বেকার হয়ে পড়েন। এছাড়া ২০০০ সালের পর প্রতিদিন বিআরটিএ হইতে বৈধ থ্রি-হুংইলার ড্রাইভিং লাইসেন্স নিয়ে ২৫ বৎসরে অসংখ্য চালক এই সেক্টরে যোগ হয়েছে। অথচ নতুন কোন গাড়ী রেজিষ্ট্রেশন দেওয়া হয়নি, ফলে নতুন চালোদের কোন কর্মস্থান হয়নি।

অন্যদিকে, "ঢাকা মেট্রো-থ" মালিকগণ একচেটিয়া ব্যবসা করার লক্ষে সিন্ডিকেট তৈরি করে চালকদের নিকট থেকে অবৈধভাবে অতিরিক্ত জমা গ্রহণ করা এবং কথায় কথায় ছাটাইয়ের ভয়-ভিতি প্রদর্শন সহ নানা নির্যাতনের কারনে উক্ত মালিকদের গাড়ী চালাতে চালকরা অনাগ্রহী হয়ে পড়ে। এই সকল কারনে ঢাকা মেট্রো এড়িয়ার কিছু সংখ্যক চালকরা ধার, কর্জ, চড়া সুদে লোন, পরিবারের স্বর্ণ অলংকার বিক্রি সহ ইত্যাদির মাধ্যমে "ঢাকা-থ" সিএনজি অটোরিক্সা ক্রয় করে মেট্রো এড়িয়ার আশে পাশে ঢাকা জেলার সড়ক সমূহে গাড়ী চালিয়ে জীবীকা নির্বাহ করে আসিতেছিলেন।

এমতাবস্থায়, গত ২৮/০৬/২০১৬ইং তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার উক্ত মেট্রো এড়িয়ার আশে পাশের ১৬ টি ইউনিয়ন ঢাকা জেলার এড়িয়া হইতে কেটে নিয়ে ৩৬ টি নতুন ওয়ার্ড তৈরি করে ঢাকা মেট্রো এড়িয়া বৃদ্দি করেন। ফলে ঢাকা সিটির সেই চালকরা যারা উক্ত ইউনিয়ন সমূহের সড়কে গাড়ী চালাতেন তারা তাদের সেই এড়িয়া হইতে উচ্ছেদ হইয়া পুনরায় বেকার হইয়া পড়িলে উপায়ন্তর না পেয়ে অবশেষে তারা কম/বেশি ৩ হাজার "ঢাকা-থ" সিএনজি অটোরিক্সা ঢাকা মেট্রো এড়িয়ায় চলাচলের মাধ্যমে পরিবার পরিজনের বেচে থাকার জন্য মুখে 'দু' মুঠু খাবার যোগার করে চলছেন। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক সার্জেন্ট গন উক্ত চালকদের কে মেট্রো এরিয়া হইতে উচ্ছেদের জন্য অন্য যেকোন সময়ের চেয়ে অধিক তৎপরতার মাধ্যমে অতিরিক্ত মামলা, রেকার, ড্রাম্পিং দেওয়ায় উক্ত চালকগন বর্তমানে পুনরায় আবার বেকার হয়ে পড়েছেন।

আজ প্রায় একটানা ৫ মাস গত হলো গাড়ী বন্ধ রয়েছে। চালকরা বেকার হয়ে পড়ায় পরিবার গুলিতে হাহাকার বিরাজ করছে। ছেলে মেয়েদের লেখাপড়া পরিবারের সদস্যদের খাওয়া পড়া, বাসা ভাড়া, চিকিৎসা ইত্যাদি সংকটের কারনে তারা নতুন নতুন ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছে।

কম/বেশি ৩ হাজার "ঢাকা-থ” সিএনজি অটোরিক্সা ঢাকা মেট্রো এড়িয়ায় চলাচলের অনুমতির দাবীতে রাজপথে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং তার সাথে গত ০৩/০১/২০২৩ইং ও ১৪/০৮/২০২৪ইং সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বরাবর দরখাস্ত প্রদান এবং ২৫/০৯/২০২৪ইং ও ১৬/১০/২০২৪ইং তারিখে উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর ১ম ও ২য় স্মারকলিপি প্রদান করা হয়। যাহার প্রেক্ষিতে গত ২৪/১০/২০২৪ইং তারিখে সহকারি সচিব মোঃ জসিম উদ্দীন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখা আমাদের উক্ত দাবী বিষয়ে জরুরী মতামত প্রেরনের জন্য চেয়ারম্যান, বিআরটিএ কে নির্দেশক্রমে অনুরোধ করেন।

বিগত চেয়ারম্যান উক্ত বিষয়ে কি মতামত প্রদান করেছেন, আমাদের বিষয়ে মন্ত্রনালয়ে কি সিদ্ধান্ত হয়েছে ইত্যাদি বিষয় শতচেষ্টা করেও আমরা কোন দপ্তর হইতে সংবাদ সংগ্রহ করতে পারিনি। এই দিকে গত ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে বিআরটিএ চেয়ারম্যান ঢাকা মহানগরীতে নতুন সিএনজি অটোরিক্সার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রদান করে সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর ব্যবস্থা গ্রহনের জন্য পত্র প্রেরণ করেন। কিন্তু আমাদের আবেদনের বিষয়টি উক্ত পত্রে উল্লেখ করেননি। অতপর উক্ত পত্র পেয়ে বিআরটিএ সংস্থাপন শাখা নতুন সিএনজি অটোরিক্সার প্রয়োজনীয়তার সংখ্যা জানিয়ে মতামতের জন্য বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেন। উক্ত পত্রে বিভিন্ন সংগঠনের আবেদনের বিষয়টি উল্লেখ করলেও আমাদের আবেদনের বিষয়ে কিছুই লেখা হয়নি। অথচ উভয় দপ্তরই আমাদের দাবী বিষয়ে অবগত রয়েছেন।

সম্প্রতি আমাদের "ঢাকা-থ" সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিকদের ২টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে "ঢাকা-থ” সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য জোট নাম গ্রহণ সমাপ্ত করা হয়েছে। উক্ত নতুন নামের সংগঠন উভয় গ্রুপের ঢাকাস্থ বিভিন্ন থানা এড়িয়ার প্রতি কমিটির ৫ জন (সুপার ফাইভ) কর্মিদের নিয়ে গত ১৮/০৬/২০২৫ইং তারিখে বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে মালিক শ্রমিক ঐক্য কর্মি সভা অনুষ্ঠিত করে উক্ত সভায় উপস্থিতিদের নিকট আগামী দিনের কর্মসূচী বিষয়ে মতামত আহবান করে নিম্ন লিখিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেন, যাহা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষনা করছি।

আমাদের দাবীসমূহ সরকারের যথাযথ বিভাগে জানানোর পর থেকে আমরা বিআরটিএ এবং মন্ত্রনালয়ে সাক্ষাৎ করলে নানান কারনসহ শিলিং বৃদ্ধি করা জটিল বিষয় বলে আমাদেরকে জানিয়ে বারবার কাল বিলম্ব করে চলছে। অথচ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬ষ্ঠ অধ্যায় ধারা ৩৩ এর ২ অনুচ্ছেদ মতে যে কোন এলাকায় গাড়ি অতিরিক্ত হইলে অন্যান্য এলাকায় তাহা চলাচলের অনুমতি প্রদান করা যাইবে। মন্ত্রনালয়, বিআরটিএ, পুলিশ কমিশনার তার দপ্তর আমাদের সাথে কাজে এবং কথায় যেই ধরনের নেক্কার জনক আচরণ প্রদর্শন করে চলছেন তার জন্য আমাদের সদস্যদের মাঝে অত্যন্ত ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময়ে উক্ত ক্ষোভ বিক্ষোভে রুপান্তরিত হয়ে অনাকাংখিত ঘটনার জন্ম দিতে পারে। যদি অঘটন ঘটেযায় তবে এইজন্য চেয়ারম্যান, বিআরটিএ, সিনিয়র সচিব, ও উপদেষ্টা এবং মেট্রোপলিটন পুলিশ কমিশানর সম্পূর্ন রুপে দায়ী থাকিবেন।

১। মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ২। সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ৩। সহকারী সচিব, বিআরটিএ, সংস্থাপন শাখা, ৪। চেয়ারম্যান, বিআরটিএ, ৫। পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মহোদয়বৃন্দের দৃষ্টি আকর্ষন করছি।

এমনি পরিস্থিতিতে আমাদের দাবী এই যে, অদ্য ২১/০৬/২০২৫ইং হইতে আগামী ২৮/০৬/২০২৫ইং পর্যন্ত আগামী ৭ দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা না করা হলে, বিআরটিএ সদর কার্যালয়ের সামনে আগামী ২৯/০৬/২০২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ১০ টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত প্রতিদিন লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হইবে।

২০১৮র আইনি ধারা ৩৩ এ যেহেতু উল্লেখ আছে যে জনস্বার্থে এক এলাকার গাড়ি আরেক এলাকায় চলাচলের জন্য অনুমতি দেয়া যেতে পারে তা...
20/06/2025

২০১৮র আইনি ধারা ৩৩ এ যেহেতু উল্লেখ আছে যে জনস্বার্থে এক এলাকার গাড়ি আরেক এলাকায় চলাচলের জন্য অনুমতি দেয়া যেতে পারে তাহলে ঢাকা-থ গাড়ি ২০৩৩ টা মহানগরে চলাচলের অনুমতি দেওয়া হোক।

ক্ষমতায় বসে ফ্যাসিবাদ হাসিনা সরকারের আচরণ কেউ হার মানিয়েছেন। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না করতে পারলে পালাবার পথ পাবেন না ...
17/01/2025

ক্ষমতায় বসে ফ্যাসিবাদ হাসিনা সরকারের আচরণ কেউ হার মানিয়েছেন। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না করতে পারলে পালাবার পথ পাবেন না ড. ইউনুস।

হাটা দিবসকে ধন্যবাদ ২০২৫
11/01/2025

হাটা দিবসকে ধন্যবাদ ২০২৫

03/01/2025

ছাত্রদলে যোগ দিচ্ছেন সুন্দরী তরুণীরা। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

jatry seva
15/11/2024

jatry seva

প্রিয়
15/11/2024

প্রিয়

আলোচনা
09/11/2024

আলোচনা

08/11/2024

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when NRB Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NRB Live:

Share