Fakir Amirul Ahsan Santo

Fakir Amirul Ahsan Santo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fakir Amirul Ahsan Santo, Digital creator, Dhaka.

আসসালামুয়ালাইকুম, আমি ফকির আমীরুল এহসান সন্ত। আমি প্রফেশনালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইসলামিক রিসার্চার। এই পেইজটি ক্রিয়েট করার আমার মূল উদ্দেশ্য আমার মুসলিম ভাই ও বোনেদের মাঝে ইসলামিক জ্ঞান ও দাওয়াত পৌঁছে দেয়া।

03/05/2024

#জামালপুর_মডেল_মসজিদ
আসসালামুওয়ালাইকুম, কেমন ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করছি আমরা? এই রকম পারসোনালিটি ও অহংকারী ব্যাক্তির পেছনে নামাজ কবুল হবে কি? -যে কিনা নিজেই জাহান্নামি। 😂 আপনাদের মতামত জানতে চাই কমেন্টে। ☺️

30/04/2024

#ইসলাম_ধর্ম_ও_জান্নাত_লাভ_কতটাই_সহজ_জেনে_নিন
আসসালামুওয়ালাইকুম, আমাদের ইসলাম ধর্ম যে কতটা সহজ এবং জান্নাতে যাওয়াও যে কতটা সহজ একটি বিষয় এই ভিডিওটি সম্পুর্ন না দেখলে বুঝতে পারবেন না। আমি আমার আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
আল্লাহ হাফিজ।

#ইসলাম #ইসলামিক #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামেরআলো #ইসলামি #ইসলামের

28/04/2024

#অহংকার_নিয়ে_ইসলাম_এর_মারাত্তক_পরিনাম
আসসালামুওয়ালাইকুম, আমার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো অহংকার নিয়ে ইসলাম কি বলে (রেফারেন্স সহ) এবং অহংকার মানুষের জন্যে কতটা মারাত্মক। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কাজেই শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইলো।
আমার কোন ভুল হয়ে থাকলে অথবা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মুল্যবান মতামত আমাদের অনুপ্রেরণা যোগায়।

#ইসলাম #ইসলামিক #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামেরআলো #ইসলামি #ইসলামের

27/04/2024

#রোজা
আসসালামুওয়ালাইকুম, আমার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো শাওয়াল মাসের ৬টি রোজা ও আইয়ামে বীজের ৩টি রোজার ফজিলত ও মানুষের কিছু ভ্রান্ত ধারনা নিয়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাজেই ইসলাম ধর্ম প্রেমী মুসলিম ভাই ও বোনেদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইলো।

আমি কোন কিছু ভুল বলে থাকলে বা আপনাদের কিছু জানার থাকলে, সেই সাথে আপনার মুল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে আপনাদের জন্যে ইসলামিক আরও সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।

#ইসলামি #মুসলিম #ইসলামেরকথা #ইসলামেরপথ #ইসলামেরআলো

27/04/2024

#সহিহ_ভাবে_সালাত_নামাজ_আদায়
আসসালামুলাইকুম, আজকের আমার এই ভিডিওতে আমি আলোচলানা করবো সহিহ ভাবে সালাত / নামাজ আদায় করা ও আমাদের সালাত কালীন সময়ে কি ভুল-ত্রুটি হয়ে থাকে, আর তার সমাধান বিষয়ে। আশা করি ভিডিওটি থেকে আমাদের ইসলাম প্রেমী মুলসিম ভাই ও বোনেরা নতুন অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্জন্ত দেখার জন্য অনুরোধ করা হলো।
আপনাদের মতামত আমাকে আপনাদের জন্যে আরও সুন্দর সুন্দর শিক্ষামূলক ইসলামিক ভিডিও বানাতে অনুপ্রানিত করে, সেই সাথে আমার কোন ভুল-ত্রুতি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর, আপনাদের কোন কিছু জানার থাকলেও কমেন্টে জানাতে পারেন।

#ইসলামি #মুসলিম #ইসলামেরকথা #ইসলামেরপথ #ইসলামেরআলো

19/04/2024

#জুমার_সালাত
জুমার দিনের শ্রেষ্ঠ কিছু আমল সম্পর্কে জানবো আমরা আজকের এই ভিডিওতে, সেই সাথে ইন্সাল্লাহ আমরা সকলেই আমল করার চেস্টা করবো। ইসলাম ধর্ম প্রেমী সকল মুসলিম ভাই ও বোনেদের ভিডিওটি অবশ্যই সম্পুর্ণ দেখার জন্যে অনুরোধ রইলো।

ভিডিও সম্পর্কিত কিছু কুরআন ও হাদিস এর বানী:
১. রসুলুল্লাহ সা. বলেন, ‘জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ, তা আল্লাহর নিকট অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: হাদিস ১০৮৪)

২. হযরত সালমান ফারসি থেকে বর্ণিত, রসুল সা. বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল; তাহলে আল্লাহ তাআলা তাঁর দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।’ (সহিহ বুখারি ৮৮৩)

৩. আউস বিন আউস সাকাফি রা. থেকে বর্ণিত, রসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে গেল ও (ইমামের) কাছাকাছি বসে মনোযোগসহ (খুতবা) শুনল, তাঁর জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে।’ (আবু দাউদ ৩৪৫)

৪. ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো।’ (সুরা জুমা ০৯)

৫. রসুল সা. বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন। ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটাতাজা উট কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভী কোরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন, তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। (বুখারি ৯২৯)

৬. আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, রসুল সা. বলেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। (আমালুল ইয়াওমি ওয়াল লাইল ৯৫২)

৭. রসুল সা. বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আ.-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। (আবু দাউদ ১০৪৭)

#ইসলামি #মুসলিম #ইসলামেরকথা #ইসলামেরপথ #ইসলামেরআলো

18/04/2024

আসসালামুওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রিয় রমজান মাসতো শেষ এখন অনেক মুসলিদের মধ্যেই একটি প্রশ্ন শুনতেছি যে, আজান দেওয়ার কতক্ষন আগে পর্যন্ত সেহরি খাওয়া যায় আর ইফতারই বা কখন করবো, সে বিষয়ে আলোচনা করবো সাথে জানাবো শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত।

এছাড়াও, আমাদের প্রিয়নবি (সা.) প্রতি সপ্তাহে ২দিন রোজা রাখতেন। আর তাহলো সোমবার ও বৃহস্পতিবারের রোজা। এই দুই দিন রোজা রাখার ফজিলত : প্রথমত হলো, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দিন নফল রোযা রাখা সুন্নত ও মুস্তাহাব। কারণ, তা ছিল মহানবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের আমল, তাই প্রতি সপ্তাহে এই দুই দিন রোজা রাখা আমাদের সকল ইসলাম ধর্ম প্রেমী মুসলিম ভাই ও বোনেদের জন্য সুন্নত। আর এই দুই দিন আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট বান্দার আমল পেশ করা হয়। মা আয়ি’শাহ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখাকে প্রাধান্য দিতেন।’ (তিরমিযী : ১০২৭)।

আরও বলতে গেলে, নবী (সা.) সোমবার দিন জন্ম গ্রহণ করেছিলেন, সোমবারেই তাঁকে নবুওয়ত দেওয়া হয় এবং সোমবার দিনেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আবু কাতাদাহ আনসারী রাদিয়াল্লাহু আ’নহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) কে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনেই আমাকে নবুওয়াত প্রদান করা হয়েছিলো অথবা, এই দিনে আমার উপর (ক্বুরআন) নাযিল করা হয়েছে।’ (সহীহ মুসলিম : ১১৬২)।
সেই সাথে, সোমবার ও বৃহস্পতিবার এই দুইদিন আল্লাহ তাআ’লা তাঁর রহমতের উসীলায় মুসলমানদের গুনাহ মাফ করেন। তবে এমন দুইজন মুসলমান, যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করে, যতক্ষণ পর্যন্ত না তারা এই গুনাহ থেকে তোওবা করে পুনরায় সম্পর্ক স্থাপন করবে, তারা এই ফযীলত থেকে বঞ্চিত থাকবে। আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখতেন। একদিন তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! আপনি সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখেন কেনো? তিনি বললেন, আল্লাহ তাআ’লা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করেন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে (আল্লাহ বলেন), তাদেরকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে। (ইবনে মাজাহ : ১৭৪০)।

রাসূল (সা.) বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, রোযা থাকা অবস্থায় যেন আমার আমলনামা (আল্লাহর) কাছে পেশ করা হয়। (তিরমিযী : ৭৪৭)।

কাজেই আমরা সকলে যারা আল্লাহ, তার রাসুল ও ইসলাম ধর্মকে ভালবাসি তারা প্রতি সপ্তাহে এই ২দিন রোজা রাখার আমল করার চেস্টা করবো, ইন্সাল্লাহ। 🙂

01/04/2024

আসসালামুয়ালাইকুম, মুসলিম ভাই ও বোনদের। আজকের আমার এই ভিডিওতে আমি খুবি মূল্যবান শবে কদরের ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবো আমার নিজের অভিজ্ঞতা থেকে, সেই সাথে আমি কিভাবে আমার শবে কদরের রাতের ইবাদত করে থাকে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইলো। আশা করি এই ভিডিও থেকে আপনারা আমার মুসলিম ভাই ও বোনেরা অনেক কিছু জানতে পারবেন। আমার কোথাও কোন ভহুল ত্রুতি হয়ে থাকলে মার্জনা করবেন। আর আপনাদের ইসলামিক যেন কোন কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, অথবা আমাদের পেইজে মেসেজ করে জানাতে পারেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fakir Amirul Ahsan Santo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fakir Amirul Ahsan Santo:

Share