Priyo Barta

Priyo Barta page for Bangladeshi Video Content Creator Priyo Barta. It has a huge audience for its onli

দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে আড়াইশোর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল বাংলাদে...
02/07/2025

দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে আড়াইশোর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট হাতেও দারুণ শুরু পায় টাইগাররা।

এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দ পতন। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরো ছয় ব্যাটার। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

ওয়ানডেতে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট এত কম রানে হারায়নি কোনো দল। আগের রেকর্ডটি ছিল ৮ রানের। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ থেকে ৩১—এই ৮ রানে যুক্তরাষ্ট্র হারায় দ্বিতীয় থেকে অষ্টম উইকেট। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র দলীয় ৩৮ রানে অলআউট হয়ে যায়।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ভালো শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। ইমন উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ১৩ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। এই দুজনের জুটিতে জয়ের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। ১৭তম ওভারেই দলীয় শত রান স্পর্শ করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ রান আউটে কাটা পড়েন শান্ত। ২৬ বলে ২৩ রান করেছেন তিনি।

শান্ত ফেরার পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের আরো ৬ ব্যাটার। লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদদের সবাই ব্যর্থ ছিলেন। তাদের মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন ডাক খেয়েছেন।

স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তা...
02/07/2025

স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এতে সি গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই আসর।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের চূড়ান্ত পর্ব। স্বাগতিক অস্ট্রেলিয়া, গত এশিয়া কাপের শীর্ষ তিন দেশ জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে। বাকি আট দেশ বাছাই পর্ব থেকে আসবে। চলমান বাছাইয়ে ৩১ দেশ আট গ্রুপে খেলছে। আট গ্রুপের চ্যাম্পিয়নরাই শুধু অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাবে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট করে। বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। ফলে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হলো।

বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের শেষ দিকে তুর্কমেনিস্তান ২-১ গোলে লিড নেয়। তুর্কমেনিস্তান ম্যাচটি জিতলে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে ন্যূনতম ড্র করতে হতো। কারণ তুর্কমেনিস্তান বাংলাদেশকে হারালে তখন তাদেরও ছয় পয়েন্ট হওয়ার সুযোগ থাকত। আবার মিয়ানমার শেষ ম্যাচে বাহরাইনকে হারালে তখন তিন দলের ছয় পয়েন্ট হতো। সেই সময় বড় জটিলতায় পড়ত গ্রুপটি।

খেলার ইনজুরি সময়ে গোল করে ২-২ স্কোরলাইনে ড্র করে বাহরাইন বাংলাদেশকে অপেক্ষা থেকে মুক্তি দিয়েছে। কারণ এখন শুধু মিয়ানমারেরই ৬ পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হলেও হেড টু হেড বিবেচনায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

৫ জুলাই বাংলাদশ-তুর্কমেনিস্তান ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। ঐ ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা থাকবে না।

আজ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে প্রথমবারের মতো হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে। ১৯৮০ সালে কুয়েতে বাংলাদেশ পুরুষ ফুটবল দল খেলেছিল প্রথম এশিয়া কাপ। ২০২৬ সালে বাংলাদেশের নারীরা খেলবে প্রথম নারী এশিয়া কাপ।

বাংলাদেশের ৩২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ৫০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।শ্রীলঙ্কার ...
02/07/2025

বাংলাদেশের ৩২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ৫০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামেন শান্ত।

২০১৮ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় শান্তর। এরপর ৪৯ ম্যাচের ৪৮ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ৩৪ দশমিক ৭৭ গড়ে ১,৫৬৫ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে আয়ারল্যান্ড-আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন তিনি। শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।

শান্তর আগে বাংলাদেশের হয়ে ৩১জন ক্রিকেটার ৫০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেন উইকেটরক্ষক এই ব্যাটার।

তিন বছরের চুক্তিতে চেলসি থেকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে কিনে নিয়েছে আর্সেনাল। যদিও তার সর্বোচ্চ দা...
02/07/2025

তিন বছরের চুক্তিতে চেলসি থেকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে কিনে নিয়েছে আর্সেনাল। যদিও তার সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার ঘটনাটি এবারের নয়। ২০১৮ সালে শৈশবের ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে কেপা রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন আছে। কেপাকে আর্সেনাল কিনেছে ৫ লাখ পাউন্ডে (৮৪ কোটি টাকা)।

সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ৩০ বছর বয়সী এই গোলরক্ষককে মূলত বর্তমানে আর্সেনালের মূল ভরসা ডেভিড রায়ার ব্যাক-আপ হিসেবে নিয়েছেন কোচ মিকেল আর্তেতা। এর আগের দুই মৌসুম কেপা চেলসি থেকে ধারে (লোন) রিয়াল মাদ্রিদ ও এএফ বোর্নমাউথের হয়ে খেলেছেন। তার সেই ভ্রমণ থেমেছে গানারদের সঙ্গে পুরোদমে চুক্তিবদ্ধ হওয়ায়। যদিও আর্সেনালের লক্ষ্য ছিল ইস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে নেওয়া, তবে তাতে ব্যাঘাত ঘটিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২৪ বছর বয়সী এই গোলরক্ষক নিয়ে নেয়।

কেপাকে দলে নেওয়ার প্রতিক্রিয়ায় আর্সেনাল কোচ আর্তেতা জানান, ‘কেপা আমাদের দলে যুক্ত হয়েছে দেখে সত্যিই খুশি হয়েছি। আমাদের বিপক্ষে সাম্প্রতিক মৌসুমে তাকে বেশ কয়েকবার দেখেছি, তাকে আমরা জানি। ইতোমধ্যে বেশ অভিজ্ঞ হয়ে উঠছে, যা তার সতীর্থদেরও সুবিধা দেবে। জয়ের জন্য তার অনেক ক্ষুধা আছে। কেপা অনেক পরিশ্রমী, আমাদের দলের লেভেলও বাড়িয়ে তুলবে। আমাদের সঙ্গে তার আসন্ন ভবিষ্যৎ যাত্রা নিয়ে বেশ রোমাঞ্চিত।’

কেপা সাত বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেও খেলেছেন পাঁচ মৌসুম। ওই সময়ে মোট ১৬৩ ম্যাচ খেলেছেন কেপা। ২০১৯ সালে জিতেছেন ইউরোপা লিগ, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ। এরপর ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা। এ ছাড়া গত মৌসুমে তিনি ধারে খেলেছেন বোর্নমাউথের হয়ে।

বোর্নমাউথের হয়ে গত মৌসুমে ৩৫ ম্যাচের মধ্যে ৯টিতে ক্লিনশিট রাখতে সক্ষম হন কেপা। ক্লাবটিও ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ সেরা ডিফেন্সিভ দল হিসেবে বিবেচিত হয়। এদিকে, আর্সেনালে ১৩ নম্বর জার্সি পরবেন কেপা। লক্ষ্য থাকবে ডেভিড রায়ার উত্তম বিকল্প হয়ে ওঠার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ (বুধবার) থেকে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একইদিন ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হ...
02/07/2025

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ (বুধবার) থেকে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একইদিন ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

02/07/2025

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও ভারতের সঙ্গে বিরূপ সম্পর্কের জের ধরে তাতে অনিশ্চয়তা তৈরি হয়। আসন্ন সিরিজ নিয়ে বিসিবিকে সরকারের অনুমতির অপেক্ষায় থাকার কথা জানিয়েছিল রোহিত-কোহলিদের বোর্ড বিসিসিআই। সেই সিরিজ এবার স্থগিত হতে যাচ্ছে!

সোর্স : ঢাকা পোস্ট

02/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

গত মাসের শেষদিকে নিয়োগ পেয়েছিলেন। দশদিন যেতে না যেতেই বিসিবি সভাপতির উপদেষ্টা পদ ছাড়লেন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লে...
01/07/2025

গত মাসের শেষদিকে নিয়োগ পেয়েছিলেন। দশদিন যেতে না যেতেই বিসিবি সভাপতির উপদেষ্টা পদ ছাড়লেন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। আজ মঙ্গলবার (১ জুলাই) ফেসবুক পোস্টে তিনি দায়িত্ব পালনে অনিচ্ছার কথা জানান।

ক্রীড়া সাংবাদিকতায় তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হলেও আবিদ হোসেন সামি অভিজ্ঞতার দিক থেকে অনেকের চেয়ে পিছিয়ে। ফলে কেউ কেউ মনে করেন, ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদপুষ্ট হওয়ায় এই পদ পেয়েছেন সামি। তার নিয়োগের পর থেকেই এটা নিয়ে নানা কানাঘুষা ছিল।

তবে সেটি বড় কারণ নয়। মূলত সামি সমালোচনার মুখে পড়েন বিসিবি সভাপতির উপদেষ্টা পদে থেকে কন্টেন্ট বানানোর কাজ চালিয়ে যাওয়ায়। অনেকেই মনে করেন, এটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। যার জেরেই সমস্যা তৈরি হয়েছে। সামি নিজেও তার ফেসবুক পোস্টে সেটি উল্লেখ করেছেন।

সামি মনে করছেন, তিনি নোংরা রাজনীতির শিকার হচ্ছেন এই পদে কাজ করতে গিয়ে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তিনি থাকলে বিসিবি সভাপতি নানাভাবে বাধাপ্রাপ্ত ও বিতর্কিত হবেন, কাজ করার স্পিরিট থাকবে না। সবকিছু বিবেচনায় এনে অনেকটা অভিমান নিয়েই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সামি।

আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে ৩ বছরের চুক্তিতে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...
01/07/2025

আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে ৩ বছরের চুক্তিতে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা পুরস্কার জেতেন।

বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করেন। এমনকি তিনি আইসিসির সঙ্গেও যুক্ত। তার সঙ্গে আমরা ৪-৫ মাস...অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডে।’

তিনি আরও বলেন, ‘সাইমন টোফেলের সঙ্গে আমাদের ৩ বছরের চুক্তি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কাজ করা হবে। এটা নিয়ে আমরা ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করব, যারা সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করবে। এখানে উনার প্রতিনিধি দল আসবেন এবং পুরো প্রোগ্রামটা করবেন। তবে আসা-যাওয়ার মধ্যে থাকবেন তিনিও। এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। তিনি নিজেও এটার মধ্যে আছেন। এখন কোন প্রক্রিয়ায় কাজ হবে সেটা আসলে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনারা প্রশ্ন করতে পারবেন।’

২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার হাতে উঠেছে সাইমন টোফেলের। প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার ফল...
01/07/2025

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু ঘটতে পারে।

এমনটাই দাবি করা হয়েছে বিখ্যাত চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায়। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বরছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সালের শুরু থেকেই ইউএসএইডের বাজেট কমিয়ে দিচ্ছে, যুক্তি হিসেবে দেখানো হচ্ছে “অপ্রয়োজনীয় খরচ কমানো”।

তবে মানবাধিকারকর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, এই তহবিলই বহু দরিদ্র ও মধ্যম আয়ের দেশে — বিশেষ করে আফ্রিকান অঞ্চলে — স্বাস্থ্যব্যবস্থার জন্য অবিচ্ছেদ্য বিষয় ছিল।

গত দুই দশকে ইউএসএইড-সাপোর্টেড প্রোগ্রামগুলো বিশ্বজুড়ে প্রায় ৯ কোটি ১০ লাখ প্রাণ বাঁচিয়েছে, যার মধ্যে ৩০ মিলিয়ন শিশুও ছিল। গবেষকরা বলছেন, বর্তমান বাজেট কমানো ও সংস্থাটি বিলুপ্তির পথে এগোলে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি নতুন মৃত্যু হতে পারে। এর মধ্যে ৪৫ লাখেরও বেশি শিশু (৫ বছরের নিচে) থাকবে।

মূলত যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা দানকারী দেশ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিশ্বের মানবিক তহবিলের ৩৮ শতাংশই দেয় যুক্তরাষ্ট্র। শুধু গত বছরই তারা ৬১ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য দিয়েছে, যার অর্ধেকের বেশি গেছে ইউএসএইডের মাধ্যমে।

দ্য ল্যানসেট-এ প্রকাশিত ওই গবেষণায় গবেষকরা বলেছেন, “যদি ২০২৫ সালের প্রথমার্ধে ঘোষিত তহবিল কাটছাঁট স্থায়ী হয় এবং পূর্বের সহায়তা ফিরে না আসে, তবে ২০৩০ সালের মধ্যে বিস্ময়কর মাত্রার অপ্রয়োজনীয় মৃত্যু ঘটবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছরের মার্চে জানিয়েছেন, মাত্র ছয় সপ্তাহের এক পর্যালোচনার পর ট্রাম্প প্রশাসন ইউএসএইডের ৮০ শতাংশ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট প্রায় ১০০০টি কর্মসূচি এখন পররাষ্ট্র দপ্তরের অধীনে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে চালানো হবে।

ক্রিকেটকে পেশা হিসাবে নেবেন ভাবেননি বরুণ চক্রবর্তী। পড়াশোনা শেষ করে চাকরি করতেন তিনি। সিনেমাতেও কাজও করেছেন। নিজে কিছু ...
01/07/2025

ক্রিকেটকে পেশা হিসাবে নেবেন ভাবেননি বরুণ চক্রবর্তী। পড়াশোনা শেষ করে চাকরি করতেন তিনি। সিনেমাতেও কাজও করেছেন। নিজে কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছেন। তার পর এসেছেন ক্রিকেটে। কয়েক বছরে ক্রিকেটার হিসেবে সুনামও কুড়িয়েছেন।

আইপিএলে কেকেআরের হয়ে খেলা এই ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে জানিয়েছেন, ক্রিকেট খেলতে গিয়ে তার বেতন বেড়েছে ৪ হাজার শতাংশেরও বেশি। আগে যেখানে দৈনিক তিনি ৬০০ টাকা করে পেতেন, সেখানে এখন পান ২৬,০০০ টাকা।

চার বছর আগে ভারতীয় দলে অভিষেক হয়েছে ৩৩ বছর বয়সী বরুণের। ক্রিকেটের আগে যে যে পেশায় তিনি ছিলেন সেখানে তিনি কত বেতন পেতেন? অশ্বিনের ইউটিউব চ্যানেলে বরুণকে এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 'কলেজ শেষ করার পর দেড় বছর একটা চাকরি করেছি। মাসে ১৪ হাজার টাকায় শুরু হয়েছিল। ছাড়ার সময় মাসে ১৮ হাজার রুপি করে পেতাম।'

'তার পর কিছু দিন গিটার শিখেছিলাম। ৬-৮ মাস পর সেটাও বন্ধ করে দিয়েছিলাম। বেশি দিন কিছুই ভালো লাগত না। তখন আমার ২৪-২৫ বছর বয়স।'

চাকরি ছাড়ার পর অভিনয়জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন বরুণ। প্রথমে নিজে অভিনয় করেছিলেন। পরে পরিচালনাও করেছিলেন। বরুণ বলেন, 'আমার কয়েক জন বন্ধু অভিনয়জগতের সঙ্গে যুক্ত। ওদের হাত ধরেই সেখানে যাই। কয়েকটা ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ পাই। দিনে ৬০০ টাকা করে পেতাম। সহকারী পরিচালকের কাজ করেছি। কয়েকটা স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনাও করেছি। তবে কোনও দিনই বেশি টাকা আয় করতে পারিনি।'

সেই সময় শুধু টেনিস বলে ক্রিকেট খেলতেন বরুণ। সেখান থেকেই ধীরে ধীরে আইপিএলে সুযোগ পান তিনি। তবে বরুণের উত্থান কলকাতা নাইট রাইডার্সে। আইপিএলের এই দল তার উপর ভরসা রেখেছে। ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলেও। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন বরুণ।

এখন দিনে কত টাকা তার বেতন? সেই প্রশ্নও বরুণকে করেছিলেন অশ্বিন। জবাবে বরুণ বলেন, 'দৈনিক হিসেব করলে এখন আমার বেতন প্রায় ২৬ হাজার টাকা।' তা শুনে অশ্বিন বলেন, 'তা হলে তোমার বেতন ৪২০০ শতাংশ বেড়েছে।'

দুই দলের পার্থক্যটা ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছিল স্পষ্ট ফেবারিট। তবে প্রতিপ...
01/07/2025

দুই দলের পার্থক্যটা ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছিল স্পষ্ট ফেবারিট। তবে প্রতিপক্ষ ইন্টার মায়ামিতে লিওনেল মেসি থাকায় তাদের সমীহ করার কথা জানিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু মাঠের খেলায় পিএসজির দাপুটে পারফরম্যান্সে রীতিমতো বিধ্বস্ত হয়েই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। শেষ আটে ওঠার পথে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

সাবেক ক্লাবের কাছে বিধ্বস্ত হওয়ার পর কোনো অজুহাত দাঁড় করাতে চান না মেসি। স্বীকার করে নিয়েছেন দুই দলের মধ্যে পার্থক্যটা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের কাছে পরাজয়ের মাধ্যমে—একটি দলে এমন কিছু মানুষ আছেন যাদের আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে আমি খুশি হয়েছি।’

টুর্নামেন্ট শেষে এখন মায়ামিতে নিজের বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন মেসি। এরপর আবার দলে ফিরবেন এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেবেন। মেসি বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের লক্ষ্য পূরণ করেছি—টুর্নামেন্টের সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়া। এখন সময় এসেছে এমএলএস এবং সামনের যেসব চ্যালেঞ্জ আসছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার।’

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসি আরও বলছিলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতা করা এবং বোঝানো যে আমরা এই প্রতিযোগিতার গুরুত্ব বুঝি। আমি জানি না মানুষ আমাদের কাছ থেকে এই পারফরম্যান্স আশা করেছিল কি না, কিংবা অনেক কম আশা করেছিল, কারণ আমরা যেভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে এসেছি এবং যে গ্রুপে পড়েছিলাম, সেটা তো সবাই জানে।”

পিএসজির প্রশংসা করে মেসি বলেন, ‘তারা দুর্দান্ত দল, তারা শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সত্যি বলতে খুব ভালো করছে... আর কিছু না। খেলাটা আমরা যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা ভালো ছাপ রেখেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি, এখন পরবর্তী টুর্নামেন্টের কথা ভাবছি।

তিনি আরও জানান, প্রতিযোগিতাটি উপভোগ করেছেন, যদিও পারফরম্যান্স এবং দলের মানের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন যাতে দল সেরা পর্যায়ে পৌঁছাতে পারে।

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

priyo barta

This is the Official Facebook Fan page of Priyo Barta. Our official website is www.priyobarta.net It's one of the Reliable News & Entertainment Source in Bangladesh.

Here worldwide viewers can get the update news on this portal.

Our youtube channel link https://www.youtube.com/channel/UCF0WGOHy2rOShSnCPQ1t5vg

Here viewers can Get entertainment & news videos.