Comedy Clip SylhetiTv

Comedy Clip SylhetiTv 24 hours Service

আমরা গাড়ির শ্রমিক, দেশের পথে পথে ঘাম ঝরিয়ে মানুষ পৌঁছে দিই ঠিক সময়ে। রোদ-বৃষ্টি, দিন-রাত চিনিনা—তবু আমাদের সম্মান নেই, নিরাপত্তা নেই, ন্যায্য মজুরি নেই। আমরা চাই কষ্টের যথাযথ মূল্য ও ন্যায়সঙ্গত মর্যাদা।
#বৃহত্তর_বলাউরা_শ্রমিক_কল্যাণ_পরিষদ

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের সড়কে এই যে, দুর্ঘটনা এবং যানজ...
22/10/2025

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের সড়কে এই যে, দুর্ঘটনা এবং যানজট হয় এগুলোর আসল কারণটা কী? এটা আমরা কিন্তু সবাই জানি। যানজট এবং দুর্ঘটনার প্রধান কারণ ড্রাইভাররা প্রশিক্ষণপ্রাপ্ত না। সড়ককে নিরাপদ ও যানজট মুক্ত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার হতে হবে। এজন্য আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে পদ্ধতি এটাকে আমূল পরিবর্তন করছি। এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এটার মূল হবে প্রশিক্ষণ। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার একটা কমিটি আছে, আমরা সেই কমিটি বাদ দিচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ ও প্রশিক্ষিত চালকের প্রয়োজনীয়তা রয়েছে। আগামীতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো। আপনি যখন প্রশিক্ষণ নেবেন আমরা প্রশিক্ষণের একটা ভাতাও আপনাদের দেবো।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নবম বারের মতো এবার পালিত হচ্ছে দিবসটি।

তাহলে এখন আপনারা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন- এমন প্রশ্ন রেখে সড়ক উপদেষ্টা বলেন, অন্য দেশে যেভাবে মানুষ লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার প্রথম ও পূর্ব শর্ত হচ্ছে আপনাকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এজন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক সংস্থায় পরিণত করতে চাই, আমরা মোটামুটিভাবে বেশিরভাগ কাজ বিআরটি থেকে হস্তান্তর করে ড্রাইভিং ইনস্টিটিউটে দিয়ে দেবো। সুতরাং বিআরটিএর যে একটা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা, সেটা থাকবে না।

সড়ক দুর্ঘটনার বেশিরভাগই মোটরসাইকেলে হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেহেতু মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে, সেহেতু এই দুর্ঘটনার হার এবং মৃত্যুর হারও বাড়ছে। আমাদের হেলমেটের ব্যবহার বাড়াতে হবে। যেসব সড়কে নির্মাণকাজ চলছে এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে- সেসব এলাকায় আমরা ১০ হাজার হেলমেট দেবো। আশা করবো এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি হবে এবং সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমে যাবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা (কমাতে না পারা) আমাদের জন্য একটা ব্যর্থতা। এই সংখ্যাটা কিন্তু বেশ বড়। বাংলাদে

সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব না। এখানে অনেকগুলো ইস্যু আছে। সিএনজির সংখ্যা অনেক বেশি, কিন্তু রাখার জায়গা কম। স্ট্যা...
19/10/2025

সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব না। এখানে অনেকগুলো ইস্যু আছে। সিএনজির সংখ্যা অনেক বেশি, কিন্তু রাখার জায়গা কম। স্ট্যান্ডের সংকট আছে। আমরা শুধু “নো পার্কিং” বলি, কিন্তু “ইয়েস পার্কিং” বলার মতো জায়গা আমাদের শহরে নেই। কারণ, আমরা ভবন বানিয়েছি, কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রাখিনি।

এইভাবে আমরা নিজেরাই অনেকগুলো সমস্যা তৈরি করেছি। এখন সেগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছি।
তাই সবকিছু একসাথে সমাধান করা কঠিন, তবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, ইনশা আল্লাহ।

মো. সারওয়ার আলম
জেলা প্রশাসক, সিলেট

*সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-৭০৭)* এর অন্তর্ভুক্ত *আম্বরখানা, তেমুখি, লামাকাজী, বাদাঘা...
09/10/2025

*সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-৭০৭)* এর অন্তর্ভুক্ত *আম্বরখানা, তেমুখি, লামাকাজী, বাদাঘাট, শিবের বাজার ও মেঘারগাঁও উপ-পরিষদ* এর আসন্ন *ত্রিবার্ষিক নির্বাচন* উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

*তেমুখি অফিস প্রাঙ্গণে* অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের সম্মানিত প্রার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক ভাইয়েরা উপস্থিত ছিলেন।
সকলেই *স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ* করে নিজেদের মূল্যবান মতামত প্রদান করেন এবং একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আমাদের *বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের দক্ষ পরিচালনা ও আন্তরিক প্রচেষ্টায়* সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
তাঁদের নেতৃত্বে শ্রমিকদের মাঝে গড়ে ওঠে *ঐক্য, শৃঙ্খলা ও সম্মানবোধ*।

সভার শেষ পর্বে *সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফারুক ভাই* উপস্থিত সবাইকে নিয়ে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

*শ্রমিক ঐক্য, সংগঠনের শক্তি—এই প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে চাই আগামী দিনগুলোর পথে।*

08/10/2025
01/10/2025

পূজা উপলক্ষে কিছু মুসলিম ভাইকে দেখা যাচ্ছে বিভিন্ন পূজার উৎসবে অংশ নিচ্ছেন এবং বলছেন—*"ধর্ম যার যার, উৎসব সবার"।*
কিন্তু এই বক্তব্য ও আচরণ ইসলামের মূল আক্বীদা ও কুরআনের শিক্ষার সঙ্গে যায় না। ইসলাম শ্রদ্ধা শেখায়, কিন্তু বিশ্বাস ও উপাসনার ক্ষেত্রে আপসহীন।

*পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট বলেছেন:*
*"লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন"* — অর্থাৎ, *"তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর আমার ধর্ম আমার জন্য।"*
(সূরা আল-কাফিরুন, আয়াত ৬)
অতএব, অন্য ধর্মের উৎসবে অংশগ্রহণ বা সেগুলোর ধর্মীয় কার্যক্রমকে সমর্থন করা ইসলামি দৃষ্টিতে সমীচীন নয়।
আসুন আমরা আমাদের ধর্মের সীমারেখা মেনে চলি এবং ঈমানকে অক্ষুণ্ণ রাখি।

*বিজ্ঞপ্তি*আগামীকাল *২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার, সকাল ১১:০০টায়*  *স্থান: স্থানীয় কোর্ট পয়েন্ট, সিলেট**সি.এন.জি. চালিত...
26/09/2025

*বিজ্ঞপ্তি*

আগামীকাল *২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার, সকাল ১১:০০টায়*
*স্থান: স্থানীয় কোর্ট পয়েন্ট, সিলেট*

*সি.এন.জি. চালিত অটোরিকশা, কার ও মাইক্রোবাস ভাংচুর* এবং *শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে*,
তদুপরি *ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে*
আয়োজিত হচ্ছে *একটি বিশাল শ্রমিক সমাবেশ*।

সমাবেশ সফল করতে *গাড়ি চালনা বন্ধ রেখে*
*সকল স্তরের পরিবহন শ্রমিক ভাইদের*
*অংশগ্রহণ নিশ্চিত করার জন্য*
*সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।*

*আদেশক্রমে,*
*Md Jakaria Ahmed*
সভাপতি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন
*রেজি. নং: চট্ট ৭০৭*

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,*আম্বরখানা শাখার একজন অভিজ্ঞ ও সবার প্রিয় সিনিয়র ড্রাইভারজুগিরগাঁও নিবাসী কুতুবউদ্দিন ভ...
13/09/2025

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,
*আম্বরখানা শাখার একজন অভিজ্ঞ ও সবার প্রিয় সিনিয়র ড্রাইভার
জুগিরগাঁও নিবাসী কুতুবউদ্দিন ভাই* আর আমাদের মাঝে নেই।
একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন দায়িত্বশীল, শান্ত স্বভাবের একজন মানুষ এবং শ্রমিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

*আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।*
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই কঠিন সময় ধৈর্য সহকারে পার করার তাওফিক দান করেন।

07/09/2025

সিলেট নগরের যত্রতত্র গড়ে উঠছে সিএনজি অটোরিকশার অ.বৈধ স্ট্যান্ড। অতি সম্প্রতি নগরের চৌহাট্টা পয়েন্টেও অ.বৈধ স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন অটোরিকশা চালকরা।
সড়ক দখল করে এসব অ.বৈধ স্ট্যান্ডের কারনে নগরে যানজট তীব্র আকর ধারণ করেছে।

Address

Meradia
3100

Telephone

+8801767226357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comedy Clip SylhetiTv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share