31/07/2025
আবার ফিরে এল বর্ষা – অবিরাম বাংলার মুখ
অনেক বছর পর এ যেন সত্যিকারের বর্ষা।
আষাঢ়ের প্রথম দিন থেকেই আকাশের মুখ ভার—বৃষ্টি থামতেই চায় না।
প্রতিদিনের ভোর শুরু হয় টিপটিপ ধ্বনিতে, সন্ধ্যা নামে সোঁদা গন্ধ আর স্নিগ্ধ বাতাসে।
শ্রাবণের প্রায় পুরোটা জুড়েই জলছবি আঁকে প্রকৃতি।
এতদিন যেন বর্ষার নাম থাকলেও, রূপ ছিল না।
আষাঢ়-শ্রাবণ কেবল ক্যালেন্ডারে লেখা ছিল, আকাশে মেঘ ছিল না, মাটিতে ছোঁয়া ছিল না।
এবার যেন প্রকৃতি নিজের ছন্দে ফিরে এসেছে।
নদী নেচে উঠেছে, ধানখেতে জল থইথই, কাকের ডাকে ভিজে উঠেছে সকাল।
আহ, কতদিন পরে এমন বর্ষা দেখছি!
এটাই তো ছিল সেই চেনা অবিরাম বৃষ্টির বাংলা – মেঘ, জল আর কাদার মাঝে এক মায়াবী রূপ।
এটাই তো বাংলার আসল চেহারা – স্নিগ্ধ, সজীব, সুরভিত।
এটাই আমাদের অবিরাম বাংলার মুখ।
— ✍️ আলআমিন