
01/09/2025
কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔
গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম। মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না। বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি। আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা'ন্দা'য় ফেলে দেয়। একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান। গিয়ে দেখে বাবা ভিতরে। বাবাকে দেখে থতমত খেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।
একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাইনি! আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল, গহনা, টাকা নিয়ে গেছে।
আব্বুর ব্যবসার টাকা, গহনা(শেষ সম্বল) কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।
সবাইকে সর্তক করার জন্য পোস্টটি শে-য়া-র করে দিন।
লেখা- সংগৃহীত