Zannat koli

Zannat koli আসসালামু আলাইকুম
সাধারণ উপকরণে সহজে লোভনীয় রেসিপি পেতে আমার পেইজটির সাথেই থাকুন।
(39)

আমার বুয়া ২ /১ দিন পর পর কোন না কোন অকাজ করবে। লাস্ট  ৭ দিনের অকাজ ১.আর এফ এলের বোল ভাঙছে (এগুলো কিন্তু অনেক শক্ত হয়)২.ম...
28/10/2025

আমার বুয়া ২ /১ দিন পর পর কোন না কোন অকাজ করবে। লাস্ট ৭ দিনের অকাজ
১.আর এফ এলের বোল ভাঙছে (এগুলো কিন্তু অনেক শক্ত হয়)
২.মাটির একটা টবের মতো যেটাতে আমি কাঠের লাকড়ি রাখতাম।সেটা পরিস্কার করে গিয়ে ভেঙে আবার ওখানেই রেখে দিসে।মাজ বরাবর ভেঙেছে বুঝা যায় নি।

৩.প্রেশার কুকারে সিটিদেয় ঢাকনার ওপরে থাকে ওটা হাওয়া করে দিসে। এখন প্রশার কুকার সিটি দিলে পুরো রান্না ঘর মেখে যায় পানি দিয়ে।

৪.চুলার সাইড ভেঙে ফেলছে (দুপুরে বললাম চুলাটা ভালো করে একটু তারের মাজুনি দিয়ে মেজে দিও।বলল প্রতিদিনই মাজি ওটা আগের দাগ। বললাম তুমি ত ৪ মাস হলো কাজ করো) মার্বেলের চুলা এটা সে কেমনে আছাড় দিসে যে কোনা ভেঙে গেছে।

একটু আগে রান্না করতে এসে চোখে পরলো রাগ করবো না কান্না করবো বুঝতে পাচ্ছি না

এত অকাজ করে আমাকে কিন্তু সে বলেনা।আমি বুঝতে পেরে পরের দিন বললে বলে আগে থেকেই এমন ছিল 👿👿
আরও যে কি কি করে আমি ভুলে যাই।

মানে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে 😨😓😓🥵🥵
এর মত জ্বালানি বুয়া এর আগে পায়নি 😴😴

আমার গ্রীন টি......
19/10/2025

আমার গ্রীন টি......

ফেসবুক আসলেই একের পর এক ধাক্কা আমি আর নিতে পারতেছি না....হাড এডাক হয়ে যাবে মনে হচ্ছে
17/10/2025

ফেসবুক আসলেই একের পর এক ধাক্কা আমি আর নিতে পারতেছি না....হাড এডাক হয়ে যাবে মনে হচ্ছে

এটিএন নিউজের প্রতিবেদন টা দেখে আমার শুধু মনে হলো পৃথিবী এখনো গোল, আর তাইতো আমিরুল কে খুজতে গিয়ে রিপন মিয়ার মায়ের কাছেই গ...
15/10/2025

এটিএন নিউজের প্রতিবেদন টা দেখে আমার শুধু মনে হলো পৃথিবী এখনো গোল, আর তাইতো আমিরুল কে খুজতে গিয়ে রিপন মিয়ার মায়ের কাছেই গেছে প্রতিবেদক। সেই গ্রামেই,সেই বাড়িতেই,সেই মহিলার কাছেই!

রিপন মিয়ার মা নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন আবার ছেলের পরিচয় ও দিলেন।প্রতিবেদক কে আবার ডেকে নিয়ে ক্যামেরার সামনে ছেলের নামে দুনিয়ার সব বদনাম করে আবার বললেন আমি চাই ও সুখে থাকুক,ভালো থাকুক। সিরিয়াসলি!হিন্দি সিরিয়ালের কুটনি মা গুলাও তো এরথেকে কম কুটনামি করে চাচি।

ছেলের যদি ভালোই চাইতেন তাহলে ছেলে স্বচ্ছল আছে দেখে খুশি হতেন,ক্যামেরা দেখেই কানতে কানতে বলতেন না কতো কষ্ট করে পালছেন, আপনার বাচ্চা আপনি কষ্ট করে পালবেন সেটাই তো স্বাভাবিক। এখন ছেলে পরিচয় দেয়না কারন তারা গরীব 🙄।ভাই রিপন মিয়া কোন দেশের বড়লোক! সে নাকি দেশে বিদেশে ঘুরে বেড়ায়,ফাইভ স্টারে থাকে। বেচারা গেছেই মাত্র একটা দেশ নেপালে সেটাও স্পন্সরড।

এই চাচিরে দেখে আমার কিছু শুভাখাংকির কথা মনে পরে গেলো,যারা মুখে বলে আমায় কতো ভালোবাসে,পেছনে দেয় আছোলা বাশ।c

মানুষের ভালো দেখলে মাশাল্লাহ বলতে শিখুন।।।ভালো আছে এটাই বা কম কি।দুঃখে থাকলে আহা উহু করতে পারলে কি আপনারা সুখী হতেন।
14/10/2025

মানুষের ভালো দেখলে মাশাল্লাহ বলতে শিখুন।।।ভালো আছে এটাই বা কম কি।
দুঃখে থাকলে আহা উহু করতে পারলে কি আপনারা সুখী হতেন।

মরবে ত পানি কেন নিছে.?.  গাইজ সে কি চায়?
12/10/2025

মরবে ত পানি কেন নিছে.?.
গাইজ সে কি চায়?

Confusion এ আছি দিব কি দিব না। দেয়ার পর যদি কোন Bad reaction হয় তখন কি করব???আপনাদের মতামত কি?
11/10/2025

Confusion এ আছি দিব কি দিব না। দেয়ার পর যদি কোন Bad reaction হয় তখন কি করব???
আপনাদের মতামত কি?

10/10/2025

সেই মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান যে জানে তাঁকে কোথায় বোকা সাজতে হবে...

10/10/2025

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া অতুবু আলাইহি।

09/10/2025

ভুল মানুষে ভরসা করার চেয়েও বড় ভুল হল,ভুল জায়গায় অভিমান করা !ভুল কে শুধরে নেওয়া যায়, কিন্তু আবেগ অপমানিত হয়, শুধরে না!
C

Address

Mirpur

Telephone

+8801406673246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zannat koli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zannat koli:

Share