28/10/2025
আমার বুয়া ২ /১ দিন পর পর কোন না কোন অকাজ করবে। লাস্ট ৭ দিনের অকাজ
১.আর এফ এলের বোল ভাঙছে (এগুলো কিন্তু অনেক শক্ত হয়)
২.মাটির একটা টবের মতো যেটাতে আমি কাঠের লাকড়ি রাখতাম।সেটা পরিস্কার করে গিয়ে ভেঙে আবার ওখানেই রেখে দিসে।মাজ বরাবর ভেঙেছে বুঝা যায় নি।
৩.প্রেশার কুকারে সিটিদেয় ঢাকনার ওপরে থাকে ওটা হাওয়া করে দিসে। এখন প্রশার কুকার সিটি দিলে পুরো রান্না ঘর মেখে যায় পানি দিয়ে।
৪.চুলার সাইড ভেঙে ফেলছে (দুপুরে বললাম চুলাটা ভালো করে একটু তারের মাজুনি দিয়ে মেজে দিও।বলল প্রতিদিনই মাজি ওটা আগের দাগ। বললাম তুমি ত ৪ মাস হলো কাজ করো) মার্বেলের চুলা এটা সে কেমনে আছাড় দিসে যে কোনা ভেঙে গেছে।
একটু আগে রান্না করতে এসে চোখে পরলো রাগ করবো না কান্না করবো বুঝতে পাচ্ছি না
এত অকাজ করে আমাকে কিন্তু সে বলেনা।আমি বুঝতে পেরে পরের দিন বললে বলে আগে থেকেই এমন ছিল 👿👿
আরও যে কি কি করে আমি ভুলে যাই।
মানে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে 😨😓😓🥵🥵
এর মত জ্বালানি বুয়া এর আগে পায়নি 😴😴