Zannat koli

Zannat koli আসসালামু আলাইকুম
সাধারণ উপকরণে সহজে লোভনীয় রেসিপি পেতে আমার পেইজটির সাথেই থাকুন।
(38)

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসল...
01/09/2025

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔
গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম। মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না। বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি। আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা'ন্দা'য় ফেলে দেয়। একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান। গিয়ে দেখে বাবা ভিতরে। বাবাকে দেখে থতমত খেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।

একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাইনি! আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল, গহনা, টাকা নিয়ে গেছে।

আব্বুর ব্যবসার টাকা, গহনা(শেষ সম্বল) কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।

সবাইকে সর্তক করার জন্য পোস্টটি শে-য়া-র করে দিন।

লেখা- সংগৃহীত

Yum
01/09/2025

Yum

🍊রেসিপি

🍊ললি আইসক্রিম

🍊উপকরন
১.পানি ২ কাপ
২.কর্নফ্লাওয়ার ১ চা চামচ
৩.৫ টাকা দামের ৪ টা (অরেন্জ ফ্লেভারের) পাউডার ডিংকসের প্যাকেট
৪.চিনি পছন্দসই,না দিলেও সমস্যা নেই

🍊প্রস্তুত প্রনালী
১.সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিবো।
২.চুলায় ফুটিয়ে নিবো।
৩.এসময় অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে।
৪.ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিবো।
৫.পছন্দ মতো সাচে ঢেলে ফ্রীজে রাখবো ২৪ ঘন্টা।
৬.ললি আইসক্রিম তৈরি।

🍊রেসিপি ভালো লাগলে পেইজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।

🍊বাচ্চাদের খুবই পছন্দের তবে বড়রাও কিন্তু অনেক মজা করে খায়।বাসায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর উপায়ে।

অসম্ভবের প্রতি আমাদের অসম্ভব মায়া.....
25/08/2025

অসম্ভবের প্রতি আমাদের অসম্ভব মায়া.....

ফ্রীজে রাখাতে নাকি আমড়া গুলোয় কা**টা বের হই গেছে🙂 পরে ফ্রীজ খুলে দেখি আমড়াগুলো অন্য ড্রয়ারে.....🤨🤨🤨😴😭🤔
22/08/2025

ফ্রীজে রাখাতে নাকি আমড়া গুলোয় কা**টা বের হই গেছে🙂 পরে ফ্রীজ খুলে দেখি আমড়াগুলো অন্য ড্রয়ারে.....
🤨🤨🤨😴😭🤔

সতর্ক হোন‼️ডিমের ছবিগুলো একটু গভীরভাবে দেখুন।⁉️আজকে বাজার থেকে আমার বাবা ডিম নিয়ে এসেছিল (প্রতি পিস ৭ টাকা)।  আম্মু ডিমে...
19/08/2025

সতর্ক হোন‼️

ডিমের ছবিগুলো একটু গভীরভাবে দেখুন।⁉️

আজকে বাজার থেকে আমার বাবা ডিম নিয়ে এসেছিল (প্রতি পিস ৭ টাকা)। আম্মু ডিমের উপরিভাগের খোসা দেখে একটু সন্দেহ করলেও, তা রান্নার জন্যে সি%*দ্ধ করতে দেন। আর একটু পরেই গোটা বাড়িতে দু%*র্গ%*ন্ধ ছড়িয়ে পড়ে। (দ্বিতীয় ছবিতে সিদ্ধ ডিমের পিওচার দেখলেই বুঝবেন)
আমার ভাইয়া এই ঘটনায় অত্যন্ত অবাক হয় এবং যে দোকান থেকে ডিম নেয়া হয়েছিল সেখানে যায়। সেখানে গিয়ে দেখে এরকমই দেখতে আরো কয়েকশো ডিম!

দোকানদারকে ঘটনা বলতেই তিনি দাবি করলেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না, তাকে এক লোক পাইকারি দরে ডিম গুলো দিয়ে গেছে।

ভাইয়া দোকানী ও বাজারের কয়েকজন ব্যক্তির সামনে আরো একটা ডিম ভেঙে দেখেছে। ভাঙার পর সেটাকে ন্যাচারাল ডিম মনে হয়নি কারোরই। ভেতরে কেমন যেনো তেলের মতো পদার্থ।

লোকেশন: রাজশাহী
Cp

সত‍্য বুঝে ফেলার দৃঢ় ক্ষমতা মানুষকে একা করে দেয়।অভিনয় করতে পারি না বলে কি ধরতেও পারবো না?
18/08/2025

সত‍্য বুঝে ফেলার দৃঢ় ক্ষমতা মানুষকে একা করে দেয়।
অভিনয় করতে পারি না বলে কি ধরতেও পারবো না?

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
16/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

C

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষে...
14/08/2025

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষেত্রে নিম্নে দেওয়া ফেসবুকের সেটিংস টা চেঞ্জ করে ফেলুন।

Step 1: Facebook ➤ Settings ➤ Content Preference

Step 2 : Sensitive Content ➤ Select Show Less ➤ OK

এই সেটিংস চেঞ্জ করার উপকারীতা নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।
c

Address

Mirpur

Telephone

+8801406673246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zannat koli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zannat koli:

Share