30/05/2025
একদিন সব হবে, সব পাবো,সব ঠিক হয়ে যাবে, এই কথাটা যেই বয়সে আমরা ভাবতে থাকি,
ঠিক এই বয়সে আমাদের ফুরফুরে মন আর সুন্দর একটা জীবন নিয়ে বেঁচে থাকার কথা,
অথচ বিষাদগ্রস্ত আর কিছু মন খারাপি নিয়ে আমাদের রোজ বাঁচতে হয়, রোজ বাঁচতে হয়!