25/08/2025
🌸✨ Perfect Skin, Perfect You! ✨🌸
Introducing Toner B5 💛 – আপনার স্কিনের Ultimate Care Solution!
Vitamin B5 টোনার এর কাজ হলো:
স্কিনকে হাইড্রেট করা (ত্বকের পানির ঘাটতি পূরণ করে নরম রাখে)
স্কিনকে শান্ত (soothing) ও কুলিং ইফেক্ট দেয়
লালচে ভাব ও জ্বালা কমাতে সাহায্য করে
অ্যাকনে বা ব্রণের পর দাগ হালকা করতে সহায়ক
পোর মিনিমাইজ করতে সাহায্য করে
স্কিনকে ফ্রেশ ও মসৃণ রাখে
এটার মধ্যে গ্লিসারিন, নিয়াসিনামাইড, প্যানথেনল (B5), অ্যালানটইন ইত্যাদি থাকে, যেগুলো স্কিন রিপেয়ার, ময়েশ্চারাইজিং আর ব্রণ কমাতে ভালো কাজ করে।
👉 মানে এটা মূলত skin hydration + soothing + acne care + brightening এর জন্য ব্যবহার করা হয়।
✅ কতবার ব্যবহার করবেন:
দিনে ২ বার (সকাল ও রাত) – ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর।
✅ কীভাবে ব্যবহার করবেন:
1. ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করুন।
2. কটন প্যাডে টোনার নিয়ে হালকা করে মুখে লাগান অথবা হাত দিয়ে প্যাড করে লাগাতে পারেন।
3. শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার/সিরাম ব্যবহার করুন।
4. সকালে ব্যবহার করলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন।
👉 এটা অয়েলি, ড্রাই, নরমাল – সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায়।
👉 তবে ব্রণ বেশি হলে বা নতুন প্রোডাক্ট ব্যবহার শুরু করলে প্রথমে দিনে একবার ব্যবহার করুন, পরে দিনে দু’বার করতে পারেন।
👉 আজই নিয়ে নিন আপনার Toner B5 – Ms Dream Valley থেকে।