Travel with Alu Bhai

Travel with Alu Bhai আমি একজন ভ্রমন পিপাসু মানুষ, মহান আল্লাহতালার নেয়ামত দেখি আর উপভোগ করি আলহামদুলিল্লাহ।

🌍✈️ **Travel with Alu Bhai**
Explorer of places 🌄 | Creator of laughs 😂
Join me on crazy adventures, hidden gems, and non-stop fun!
📍Vlogs | Comedy | Real Moments
Let’s travel, laugh, and live together! ❤️

ইতিহাস আমাকে সব সময় তার কাছে টানে❤️হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ
06/09/2025

ইতিহাস আমাকে সব সময় তার কাছে টানে❤️
হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ

হাজীগঞ্জ দূর্গ, নারায়ণগঞ্জ।
05/09/2025

হাজীগঞ্জ দূর্গ, নারায়ণগঞ্জ।

05/09/2025

"ঘুরে বেড়াই গল্প বলি" ৩য় পর্বের পুরো ভিডিও।

একজন ভ্রমন প্রিয় মানুষ হিসেবে আজকে শুনবো Shohidul Islam Shawon ভাইয়ের ভ্রমনের গল্প। বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমন কাহিনী এবং বিদেশের মাটিতে কাশ্মীর-লাদাখ এর মতো জায়গায় বাইক নিয়ে রোমাঞ্চকর ভ্রমনের গল্প।

#ঘুরেবেড়াইগল্পবলি #ভ্রমন with Alu Bhai@followers@highlight

04/09/2025

"ঘুরে বেড়াই গল্প বলি" পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম, এই পডকাস্টটি আবার ধারাবাহিকভাবে চালু হবে আগামী শুক্রবার থেকে। প্রতি মাসে ৪ টা পডকাস্ট থাকবে এবং সেটা প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ টায় প্রচারিত হবে ইনশাআল্লাহ। ৩য় পর্বের আকর্ষন বাকি ছিল সেটা আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে Shohidul Islam Shawon ভাইয়ের সাথে "ঘুরে বেড়াই গল্প বলি" পডকাস্টে। আগামী ১২ তারিখ শুক্রবারে ৪র্থ পর্বে অতিথি হিসেবে থাকছেন আমার খুব প্রিয় ভাই Md Munzurul Islam ভাই। আশা করি যারা ভ্রমন পিপাসু মানুষ তাদের অনেক ভালো লাগবে। প্রথমে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন কাজের ব্যস্ততার জন্য ধারাবাহিক ভাবে আমাদের এই প্রোগ্রামটি প্রচার করতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আয়োজন থাকবে আমাদের "ঘুরে বেড়াই গল্প বলি" পডকাস্টে ❤️ সবাইকে দেখার আমন্ত্রন রইলো। কেউ যদি আমার এই পডকাস্টে বিশেষ অতিথি হতে চান আপনাকে সব সময় স্বাগতম। অনুগ্রহ করে আমাকে মেসেজের ইনবক্সে নক দিয়েন। আসসালামু আলাইকুম।

#ঘুরেবেড়াইগল্পবলি

আলহামদুলিল্লাহ, কিছু ছবি আছে তা দেখা মাত্রই নিজে নিজে কথা বলে।আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি প্রিয় ❤️তোমার ভালোব...
01/09/2025

আলহামদুলিল্লাহ, কিছু ছবি আছে তা দেখা মাত্রই নিজে নিজে কথা বলে।

আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি প্রিয় ❤️
তোমার ভালোবাসা, যত্ন আর হাসিই আমার জীবনের সবচেয়ে দামি উপহার। তুমি পাশে থাকলেই মনে হয়, পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়! তোমাকে ভালোবাসি আজ, কাল, চিরদিন!

একজন স্ত্রী শুধু ভালোবাসা নয়, নিরাপত্তা, ভরসা আর নির্ভরতার অপর নাম। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তার হাতটাই প্রথমে বাড়িয়ে দেয়, সবচেয়ে বেশি শক্তি দেয়।












২০০৮ সালের ভার্সিটির প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে সবাই একসাথে হয়ে ছবি তুলেছিলাম। প্রায় ১৭ বছর আগের ছবি। এই প্র...
29/08/2025

২০০৮ সালের ভার্সিটির প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে সবাই একসাথে হয়ে ছবি তুলেছিলাম। প্রায় ১৭ বছর আগের ছবি। এই প্রিয় বন্ধুদের সাথে এখনো সর্ম্পক অটুট আছে আলহামদুলিল্লাহ, মরার আগ পর্যন্ত এই বন্ধুত্ব যেন ঠিকে থাকে❤️ আসলে ভার্সিটির বন্ধুদের তুলনা একমাত্র তারাই। জানি আর কোন দিন সেই অনুভূতি ফিরে পাবো না তারপরও বন্ধুত্বের ভালোবাসা অমর হয়ে থাকুক সারা জীবন 🥰

সবার প্রতি ভালোবাসা রইলো

চলে আসলাম Sleeky Tex  এ HK Humayun Kobir  ভাইয়ের কাছে,   নতুন টির্শাট বানাতে, সাথে আছে আমাদের বড় ভাই A Z Jewel  ভাই❤️ এখ...
28/08/2025

চলে আসলাম Sleeky Tex এ HK Humayun Kobir ভাইয়ের কাছে, নতুন টির্শাট বানাতে, সাথে আছে আমাদের বড় ভাই A Z Jewel ভাই❤️ এখানে এসে দেখি Habibur Rahman বড় ভাই এসে হাজির আগে থেকেই। যাই হোক অনেক দিন পর একটা ছোট-খাটো আড্ডা চলছে।

সকাল ৬.৩০টার ডিউটি,  বাপ-বেটির প্রাকৃতিক সতেজ হাসি মাশাআল্লাহ❤️
28/08/2025

সকাল ৬.৩০টার ডিউটি, বাপ-বেটির প্রাকৃতিক সতেজ হাসি মাশাআল্লাহ❤️

আলহামদুলিল্লাহ, প্রতিটি মুহূর্তই একটি নতুনের সূচনা।মানুষের জীবনে কঠিন সময়ের প্রয়োজন আছে, সাফল্যের স্বাদ উপভোগ করার জন্...
27/08/2025

আলহামদুলিল্লাহ, প্রতিটি মুহূর্তই একটি নতুনের সূচনা।
মানুষের জীবনে কঠিন সময়ের প্রয়োজন আছে, সাফল্যের স্বাদ উপভোগ করার জন্য জীবনে খারাপ সময় অপরিহার্য। এটাও জীবনের একটা অংশ। মহান আল্লাহতালার কাছে লাখো কোটি শুকরিয়া❤️

হঠাৎ করে Samrat Akbor  ভাই নক করলো, বললো ইমার্জেন্সি ব্লাড লাগবে, আমি চেক করে দেখি লাস্ট রক্ত দিয়েছিলাম ৩ মাস ৫ দিন হইছে...
26/08/2025

হঠাৎ করে Samrat Akbor ভাই নক করলো, বললো ইমার্জেন্সি ব্লাড লাগবে, আমি চেক করে দেখি লাস্ট রক্ত দিয়েছিলাম ৩ মাস ৫ দিন হইছে, বললাম আসতেছি। পিজি হাসপাতালে চলে আসলাম রাত ১০ টা ৫৫ মিজিটে, এখন বাজে রাত ১২ টা। আগে মানুষের জীবন বাচাও পরে সব কিছু❤️
আলহামদুলিল্লাহ ২৩ তম বারের মতো একজন মুমূর্ষু রোগিকে রক্ত দিয়ে আসলাম। মহান আল্লাহতালা মুমূর্ষু রোগীকে সুস্থতা দান করুন। মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক🥰

আলহামদুলিল্লাহ, আজকে Creative IT Institute এর মিরপুর ক্যাম্পাসে অনেক সুন্দর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো,  যারা যারা উপস্থ...
25/08/2025

আলহামদুলিল্লাহ, আজকে Creative IT Institute এর মিরপুর ক্যাম্পাসে অনেক সুন্দর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো, যারা যারা উপস্থিত ছিলেন তাদের অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।

জায়গাটা চেনা চেনা লাগে 🫣 বলুনতো এটা কোথায় এবং জায়গাটির নাম কি😁?
24/08/2025

জায়গাটা চেনা চেনা লাগে 🫣 বলুনতো এটা কোথায় এবং জায়গাটির নাম কি😁?

Address

Section-12, Block-E, Road-4, House-21/3, Kalsi, Dhaka
Mirpur
1216

Telephone

+8801886421250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Alu Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Alu Bhai:

Share