
10/08/2025
আলহামদুলিল্লাহ আব্বার অবস্থা কিছুটা উন্নতির দিকে কিন্তু এখনো শঙ্কামুক্ত নন। মনটা বেশি ভালো না 🥺 কখন রাত আর কখন দিন হচ্ছে সেটা গত ৪টা দিন বুঝতে পারিনাই। আমি খুব চাপা স্বভাবের নিজের কষ্ট বা খারাপ লাগা সহজে বলি না। তারপরও আমাদের পরিবারের এই ক্রান্তিলগ্নে যাদেরকে পাশে পেয়েছি, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। যারা আমাকে প্রতি নিয়ত খোঁজ খবর রেখেছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা ❤️ যারা ফোন করেছেন কিন্তু আমি ব্যস্ততার কারনে ধরতে পারি নাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যারা অনেক কষ্ট করে আমার আব্বাকে দেখতে এসেছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আপনারা যারা ফেসবুকে এই ঘটনা শুনার পর খবর নিয়েছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আসলে মানুষের বিপদ আসলে বুঝা যায় কে আপন আর কে পর। দিন শেষে মহান আল্লাহতালার কাছে দোয়া করি তিনি যেন আমার আব্বাকে পরিপূর্ন সুস্থতা দান করে🤲
বি:দ্র: ঢাকা মেডিকেল নতুন বিল্ডিং সিসিইউতেও প্রিয় ভাইরা যখন আব্বাকে দেখতে আসে❤️ তারপরের ছবি🥰