Fe4dus Rayhan

Fe4dus Rayhan আসসালামু আলাইকুম

05/01/2025

বামের রঙিন ছবি দেখে মনে হতে পারে এটা হয়তো কাছাকাছি সময়ে তোলা। কিন্তু সত্যি কথা হচ্ছে, ছবিটা ইদানিংয়ের হলেও এতে দেখানো নারী কিন্তু বেঁচে ছিলেন আজ থেকে প্রায় ৩২০০ বছর আগে, মিশরে!

রামেসিস দ্য গ্রেট নামে খ্যাত ফেরাউন দ্বিতীয় রামেসিসের এই মেয়ের নাম মেরিতামেন ('মেরিতামুন' কিংবা 'মেরিত-আমেন' নামেও পরিচিত)। নেফারতারি ও রামেসিসের সন্তান ছিলেন তিনি। বিচিত্র বিষয় হলো মা নেফারতারির মৃত্যুর পর বাবা রামেসিস তার এই মেয়েকে বিয়ে করেন!

ডানে যে মূর্তির ছবি দেখছেন, সেটি আছে আখমিম ওপেন এয়ার মিউজিয়ামে। এর উপর ভিত্তি করেই ফেসিয়াল রিকনস্ট্রাকশন প্রযুক্তির সহায়তায় মেরিতামেনের এই ছবিটি তৈরি করা হয়েছে।

Courtesy: Twitter/





05/01/2025

***একটি অসাধারণ সুন্দর গল্প...!!!!!!

❤️💞💞☔☔একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো। ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ। তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন।

❤️ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?"

💞☔☔মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না।"ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে। তাহলে আমি আপনাকে মনের অন্ত:স্থল থেকে ধন্যবাদ দিচ্ছি।"

ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি।

❤️💞💞☔স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো। স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধ বিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু ভুলতো না।

❤️💞💞☔অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লো। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।

❤️💞💞☔☔ডা: স্যাম কেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো। যখন ডাঃ স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো। তিনি তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন। ডাক্তারের এপ্রোন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনই। ঐ দিন থেকে তিনি ঐ রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো।

❤️💞💞☔ডাঃ স্যাম কেইলি হাসপাতালের একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না। ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না।

💞☔☔☔অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো। তিনি পড়তে লাগলেন "আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ" এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম।

মানুষকে সাহায্য করুন, যতটা আপনার পক্ষে সম্ভব। হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি!

☔❤️💞 লিমন মাহমুদ ❤️💞☔

#সংগ্রহীত

04/01/2025

সাল ১৯৭৭। সাইবেরিয়ায় চলছিল বরফ খননের কাজ। বুলডোজারের আঘাতে বেশ গভীর একটা বরফের স্তর ভাঙা হয়। সেখান থেকে বেরিয়ে আসে এক শিশু লোমশ ম্যমথের মরদেহ। দেহটি এতটাই সজীব ছিল যে, এর পাকস্থলীতে মায়ের দুধ পর্যন্ত চিহ্নিত করা গেছে। বাচ্চাটির নাম রাখা হয় 'ডিমা'। অক্ষত ছিল গায়ের কিছু জায়গার লোমও।

ডিমার দেহটি মোটামুটি ৪০ হাজার বছর পুরনো ছিল। মারা গেছে মাত্র ৬-৮ মাস বয়সে। বরফের তীব্র ঠান্ডা পরিবেশে মৃতদেহ সহজে পচে না। শতাব্দীর পর শতাব্দী অক্ষত থাকে। সাইবেরিয়ায় মাঝেমধ্যেই বরফের নিচে প্রাগৈতিহাসিক জীবের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

বিজ্ঞানপ্রিয়ছবিগল্প bigyanpriyo

সবাইকে জানানোর জন্যে পোস্টটি শেয়ার করে দিন।
02/11/2024

সবাইকে জানানোর জন্যে পোস্টটি শেয়ার করে দিন।

31/10/2024
08/10/2024

গণতন্ত্র বাদ,
খেলাফত চাই।
কে কে একমত??
🤚🤚🤚

জীবনের স্রোতে মাঝি হই পথ হারিয়ে,মিশে প্রেমের লহরে নৌকা চলাই নিয়ে।সময়ের ধারাতে প্রান্তরে সাগরে,সব ক্ষণে মোহনা ভাসা সোনালী...
07/05/2024

জীবনের স্রোতে মাঝি হই পথ হারিয়ে,
মিশে প্রেমের লহরে নৌকা চলাই নিয়ে।
সময়ের ধারাতে প্রান্তরে সাগরে,
সব ক্ষণে মোহনা ভাসা সোনালী চরণে।

জীবন এক মহাকাব্য, অজানা পাঠ, সময়ের লেখা পৃষ্ঠায়, স্বপ্নের মত।প্রত্যেক ক্ষণ এক আবিষ্কার, এক অনুভব, চলা যায় পথে, সাথে হা...
07/05/2024

জীবন এক মহাকাব্য, অজানা পাঠ,
সময়ের লেখা পৃষ্ঠায়, স্বপ্নের মত।
প্রত্যেক ক্ষণ এক আবিষ্কার, এক অনুভব,
চলা যায় পথে, সাথে হারানো এক অদৃশ্য প্রেম।জীবনের চলচ্চিত্র, পর্দায় নিতান্ত অদ্বিতীয়।

পোস্টটি ছড়িয়ে দিন আল্লাহর ওয়াস্তে!⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দ...
14/04/2024

পোস্টটি ছড়িয়ে দিন আল্লাহর ওয়াস্তে!
⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা কি কি নোং•ড়া ষ'ড়'য'ন্ত্র করছে❓
তারা কিন্তু দেখবে না আপনি ধার্মিক নাকি স্যা'কু'লা'র, কনজারভেটিভ নাকি আধুনিক, প্র্যাকটিসিং নাকি নন প্র্যাকটিসিং, পর্দা করেন নাকি করেন না। এসবের কিছুই তারা দেখছে না। আপনি মুসলিম মানেই আপনি তাদের টা'র্গে'ট!
ℹ️ উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা যেভাবে আমাদের বোনদেরকে ফাঁ•দে ফে'ল'ছে:
#এক - সাইকোলজিক্যাল ও[য়া]র
👉🏽 আমি তোমার জন্য মুসলিম হতে চাই!
তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না। কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না। শুধু মুসলিম মেয়েদের কাছ থেকেই ইসলাম শিখতে চায়।
তারা ভা'র্জি'ন না হলে বি'য়ে করতে চায় না। ভা[র্জি'নি]টি চে'কে'র আ'ড়া'লে, বা ভালোবাসার প্র'মা'ণ পেতে বিয়ের আগে ই[ন্টি'মে]ট করতে চায়, এবং সেই ভি'ডি'ও গো[প]নে ধা[র]ণ করতে চায়। অতঃপর ব্ল্যা[ক'মে]ই'ল করে ভা'র'তে পা•চা•র করে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দিতে চায়, নয়তো হি•ন্দু হবার জন্য চা•প দেয়।
#দুই - ফরগিভন্যাস ও[য়া]র
👉🏽 তাদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শা'রী'রি'ক স[ম্প]র্ক করলে:-
• পাপ মোচন হবে।
• সাত মন্দির বানানোর মতো পূণ্য হবে।
• বা[ব]রি মসজিদ ভা[ঙা]র মতো পূণ্য হবে।
#তিন - স্লিপিং পি•ল ও[য়া]র
👉🏽 মুসলিম না'রী'দে'র খাবারের সা'থে কৌ(শলে) স্লিপিং পি•ল মি'শি'য়ে ধ[র্ষ]ণ করে, সেটি গো[প]ন ক্যা[মে]রা'য় রে[ক]র্ড করে হি•ন্দু হবার জন্য ব্ল্যাক[মেইল] করা তাদের পুরনো কৌ(শল)। এক্ষেত্রে মুসলিম মে'য়ে'টি হি•ন্দু না হলে ভি[ডি]ও অ'ন'লা'ই'নে ছ[ড়ি]য়ে দেবার হু[ম]কি দেওয়া হয়।
#চার - ব্ল্যা'ক ম্যা[জি'ক] ও[য়া]র
👉🏽 ভা'র'ত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মে'য়ে'রা যে হি•ন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যা'ক ম্যা[জি'ক]। মুসলিম মে'য়ে'কে ব্ল্যা'ক ম্যা[জি'কে]র মাধ্যমে ধ[র্মা'ন্ত]রি'ত করা, পা•চা•র করা এবং পরে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দেওয়ার অসংখ্য প্র'মা'ণ পেয়েছি আমরা।
#পাঁচ - মুসলিম প'রি'চ'য়ে স'ম্প'র্ক/বি'য়ে
👉🏽 যখন উপরে উল্লেখিত কোনো উপায়ই তারা কাজে লাগাতে পারে না, তখন নিজেকে তারা মুসলিম হি'সে'বে প'রি'চ'য় দিয়ে মুসলিম মে'য়ে'দে'র সাথে স'ম্প'র্ক/বি'য়ে করে। অতঃপর যেকোনো উপায়ে ই[ন্টি]মে'ট করে সেই ভি[ডি]ও তারা গো[প]ন ক্যা[মে'রা]য় ধারণ করে ভাইরাল করে।

সাবধান 🚫

13/04/2024

শিশির বাহিরে নিভৃত মৃত্যুর মায়াবী নদী,
তার জলে লুকিয়ে রয়েছে অজানা রহস্যের মহাসাগর।

চিত্রহীন পথে তার সন্ধান করে,
অজানা পথে ভাসা প্রাণীর কান্না শুনে।

মায়ার আবেগে লুকিয়ে গেছে সময়ের ধারা,
প্রেমের গল্পে গড়ে ফেলা মৃত্যুর স্বপ্ন।

চলবে কি এই নদীর সম্মুখে আমাদের অন্ধকারে,
বা উজ্জ্বল আলোর সন্ধানে পাব স্বপ্নের শহর?

✍️ফেরদৌস রায়হান ✍️

10/04/2024

পটকা এবং আতশবাজির শব্দে গত বছর ঢাকায়, এক অবুঝ শিশু বিছানায় কাঁপতে কাঁপতে মারা গেছে।বাবা মা অসহায়ের মত কান্না করেছে।আল্লাহ বাচ্চাটিকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম নসীব করুক।আমরা সেই দৃশ্য কোন জেলা বা বিভাগে আর দেখতে চাই না।
আমার ঈদ আনন্দ যেন কারো বেদনার কারণ না হয়।অবশ্যই, প্রশাসনের ভাইদের সতর্ক থাকা উচিত।পাশাপাশি, আমরাও যেন এইসব ফুটিয়ে অসুস্থ মানুষকে কষ্ট না দেই, ঘুমে বেঘাত না ঘটাই।
আল্লাহ বোঝার তৌফিক দান করুক।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Fe4dus Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share