04/06/2024
Attention Everyone ‼️ please stay careful
সতর্কতা পোস্ট....!!! সবাই সেফ থাকবেন আশা করি। গতদিন আমার এক আপুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম যাতে আরও ১০ টা মানুষ তাদের সব না হারায়।
এখন রাস্তায় মানুষের সব লুটে নেয়ার বিশাল ফন্দি এই চক্রের।
এইটা গতদিন (৩/০৬/২০২৪) তারিখ এর ঘটনা। আমার এক আপু আগারগাঁও কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রিকশা তে উঠেন তার গন্তব্যে যাবার জন্য। যেটা তিনি বলেছেন রিকশাওলাকে তার শুরুতেই কিছুটা পাগল পাগল মনে হচ্ছিলো এবং অনেকটা গরীব মনে হচ্ছিলো। আর আশেপাশে কোন রিকশা না থাকাতে এবং তাড়াহুড়া থাকার কারণে সে রিকশা তে উঠেন। কিছু সময় চালানোর পর রিকশাওয়ালা হুট করেই রিকশা থামিয়ে বলেন আপা রাস্তায় ১০ টাকা পড়ে আছে। এইটা কি আপনার থেকে পরে গেছে কিনা। আপু না বলাতে সে রিকশা থামিয়ে বলে তাহলে উঠায় নিয়ে আসি। সে সেই নোট টা তুলে এনে বলে এর ভিতর কি আছে একটু দেখেন। আপা সরল মনে খুলে ভিতরে দেখে একটা গোল্ড এর বার আর একটা চিঠি যা ১০ টাকার নোট দিয়ে পেচানো ছিলো রাবার দিয়ে বাধা অবস্থায়। সে এইটা পড়ে রিকশাওয়ালা মামা কে বলে আপনি রেখে দেন এইটা। এইখানে স্বর্ণ আছে ৩ ভরি বার এর। রিকশাওয়ালা বলে আমি এইটা দিয়ে কি করবো আপা আপনি নিয়ে নেন আমাকে টাকা দিয়ে দেন। আপা মানা করে দেন, বলেন আপনি রিকশা চালান আর আমাকে নামায় দেন। সে কিছু দূর যাবার পর আবার রিকশা থামায় যেটা সংসদের গেটে আসার দিকের রাস্তায়। ২ টা ছেলে দেখে সে রিকশা থামায় তাদের জিজ্ঞাসা করে এইখানে কি লেখা আছে আর এই গোল্ডের কত দাম। ওরা বলে বিশ হাজার টাকা দিবো আমাদের দাও। পরে আবার এইটাও বলে যে আপা আপনি যদি পারেন ২০ হাজার টাকা দিয়ে নিয়ে নেন। আমরা তো ছাত্র আমাদের কাছে তো এত টাকা নাই। রিকশাওয়ালা মামা বলে আমাকে ভাড়া দিয়ে বিদায় করেন আমি আর যাবো না। আমারে পুলিশ ধরবে। আপনিই ২০ হাজার টাকা দেন আমাকে আর আপনিই নিয়ে যান। সে বোকার মতো কোন কিছু চেক না করেই সামনে থাকা বুথ থেকে ২০ হাজার টাকা তুলে রিকশাওয়ালা কে দিয়ে দেয় আর বার টা নিয়ে নেয়। সে এইটা করতে বাধ্য হয়েছে কারণ শুরুতে যে কাগজ টা তাকে পড়তে দেয়া হয় সেইখানেই ছিলো স্প্রে করা কিছু যেটাতে তার মাঝে আর কোন বোধ শক্তি কাজ করে নাই। বাসায় আসার পর সে ছিলো অস্বাভাবিক। রাতে যেয়ে অনেকটা স্বাভাবিক হবার পর তার মনে পরছে তার গলার সোনার চেইন, হাতে সোনার রিং গুলা একটাও নাই। ওরা সব সামনে থেকেই খুলে নিছে কিন্তু তার বিন্দুমাত্র সেন্স কাজ করে নাই যে কি হচ্ছে তার সাথে। এইখানে এমন কিছু স্প্রে করা হয় আপনি সব দেখবেন কিন্তু আপনার মধ্যে কোন কিছু কাজ করবে না। ওরা যা বলবে আপনি তাই করবেন। করতে বাধ্য। আশে পাশের মানুষও বুঝবে না আপনার সাথে কি হচ্ছে। এইটাকে হয়তো বলে ডেভিল ব্রেথ। সে সুস্থ ছিলো, অজ্ঞানও হয় নাই। কিন্তু তার কোন বোধশক্তি কাজ করে না এই সময়।
তাই বলতেছি রাস্তায় কেও কোন পেপার থেকে কিছু পড়তে দিলে পড়বেন না। ২২ ক্যারেট লিখা গোল্ডের বার (ফেক) দেখে লোভও করবেন না। ওই কাগজ টাতে লিখা টা সামনে নিয়ে পড়লেই আপনি শেষ। নতুন পন্থা মানুষের সব কিছু লুটে নেয়ার। সবাই সতর্ক থাকবেন রাস্তায়।
এই রিকশাওয়ালা, ওই ২ টা ছেলে সব একটা চক্রের সদস্য। মনে রাখবেন রিকশাওয়ালা নিজে থেকেই সেই বান্ডিল করা বার টা রাস্তায় ফেলেন। ওদের অভিনয়ে আপনি বুজতেই পারবেন না আপনি একটা ট্রাপে পরতে যাচ্ছেন।
(সংগৃহীত)