
21/08/2025
গ্রামের বাড়ির পুকুরপার আমার খুবই ভালো। এই পুকুর পারে কিছু সুন্দর স্মৃতি রয়ে গেছে সময় কত দ্রুত চলে যাচ্ছে তাই আমি যখন যেখানে যাই কিছু সুন্দর স্মৃতিগুলো ধরে রাখি ছবি তোলার মাধ্যমে। যখন আমি বুড়ো হবো তখন আমি আমার চলে যাওয়া সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবো (যদি বেঁচে থাকি সে পর্যন্ত )।