12/09/2025
আমার বিয়ে হয়েছে ২ বছর। আমার স্বামীর বয়স ২৯, আমার ২৪।
বিয়ের দুইবছর হলেও আমাদের সেভাবে একসাথে থাকা হয় নি। গত দুইমাস যাবত আমাদের প্রায় একসাথে থাকা হয়( সপ্তাহে অন্তত ৩ দিন)। সমস্যা হলো আমার স্বামীর আমার উপর অভিযোগ আমি নাকি বাচ্চাদের মত করি তার সাথে। এটা নাকি তার ভালো লাগে না।
আমার প্রতি তার অভিযোগ এর লিস্ট অনেক বড় ।
আমি তার কাছে সময় চাই, তার এটেনশন চাই, তার ভালো একটা ফিউচার হোক এটা চাই এইসব আমার দোষ। আমি চাই সে অফিসে গেলে অন্তত একবার ফোন দিক আমাকে, জিজ্ঞেস করুক আমি কি করছি, খেয়েছি কিনা বা অন্য কিছু, ১ মিনিট হলেও কথা বলুক। কিন্তু সে বলে না। আগে এই নিয়ে মন খারাপ করে কান্নাকাটি করতাম।আমি কল দিতাম। খোজ নিতাম। যেদিন বুঝেছি আমি কল দিলে সে বিরক্ত হয় সেইদিন থেকে কল দেওয়া ছেড়ে দিয়েছি।
আমি সারাদিন তার অপেক্ষা করি, সে বাসায় আসলে আমি চাই তার সাথে সময় কাটাতে, গল্প করতে, সারাদিন ব্যাস্ততার শেষে সে ক্লান্ত থাকে আমি বুঝি। সে বাসায় আসার পর তাকে ২/৩ ঘন্টা সময় দেই রেস্ট নেবার। রাতে ঘুমানোর আগে আমি চাই তাকে জড়িয়ে ধরে ঘুমাতে, একটু খুনসুটি করতে, কিন্তু তার আগ্রহ কম। আমি কখনো কখনো এমনিতেই তাকে চি%*মটি দেই, কা%*মড়ে দেই, আদর করি কিন্তু সে সবকিছুতেই কেন জানি না বিরক্ত হয়।
আমার তেমন কোনো বন্ধু বান্ধব / সার্কেল নাই। তার সাথে আমি ঘুরতে যেতে চাই। সে সপ্তাহে দুই/তিনদিন আমাকে নিয়ে বের হয় ঠিকই, যা খেতে চাই খাওয়ায়, যা কিনতে চাই কিনে দেয় কিন্তু আবার বাসায় ফিরে খোটাও দেয়, তাকে ছুটির দিনে শান্তি দেই না।তাকে বাইরে নিয়ে টায়ার্ড বানিয়েছি এইসব।
তার কথা আমার বুদ্ধি নাকি দিন দিন কমে যাচ্ছে, আমি নাকি বাচ্চাদের মত করি, আমার মধ্যে নাকি ম্যাচিউরিটি নাই।
কিন্তু আমি তো বরাবরই এমন, সে আমাকে এমন দেখেই ভালোবেসে বিয়ে করেছে। মাঝে মাঝে মনে হয় কি দরকার সে যেমন করবে তার সাথে তেমনেই করবো, কথা বল্লে আমি কথা বলবো, সে না বল্লে বলবো না। কিন্তু সত্যি বলতে তা পারিনা একেবারেই। মনে হয় এইসব করলে তার আমার দূরত্ব বেড়ে যাবে। আমি সবসময় তার সাথে থাকতে চাই, তাকে চোখে হারাই, তাকে সারাদিন মিস করি কিন্তু সে পুরো উল্টো।
আমার এখন কি করা উচিত? পরামর্শ চাই।
( নাম প্রকাশে অনিচ্ছুক)