24/03/2025
আসসালামু আলাইকুম
পবিত্র রমাদানুল মুবারকে আপনার যাকাতের একটি অংশ "জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার এতিম ও গরিব ছাত্রদের জন্য প্রদান করুন।
বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ২২ জন এতিম ও প্রায় ২০০ জন যাকাত উপযুক্ত ছাত্র রয়েছে। যাদের পেছনে জনপ্রতি প্রতিমাসে ৩৫০০/= এক বছরে ৪২০০০/= খরচ হয়।
যে কারণে মাদ্রাসায় যাকাত দিবেন
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা তাওবার ৬০ নং যাকাত প্রদানের ৮টি খাত উল্লেখ করেছেন।
إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلْفُقَرَآءِ وَٱلْمَسَٰكِينِ وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا وَٱلْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِى ٱلرِّقَابِ وَٱلْغَٰرِمِينَ وَفِى سَبِيلِ ٱللَّهِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ ٱللَّهِ
মাদ্রাসায় যাকাত প্রদান করলে ৮ টি খাতের মধ্য হতে ৩ টি একসাথে পাওয়া যায়।
১) দরিদ্র ব্যক্তি ২) মিসকীন ব্যাক্তি ৭) আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তি
১ম দুটি বিষয় স্পষ্ট হলেও ৭ নম্বরের ব্যাখ্যায় ইসলামীক স্কলারগন বলেন, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে যে কোন ধরনের প্রচেষ্টা ‘ফী সাবীলিল্লাহ’ বা আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত। জিহাদ, দ্বীনী ইলম অর্জনের যাবতীয় পথ এবং দ্বীন প্রচারের যাবতীয় মাধ্যম এ খাতের অন্তর্ভুক্ত।
#মাদ্রাসার_ব্যাংক_একাউন্ট:
A/C No. 2111100035557
A/C Name. JAMIA ISLAMIA ROWJATUL ULUM
Bank Name. Dutch Bangla Bank, Pallbi branch
Routing No. 090263581
#নগদ/বিকাশ
01993-626298
মুফতি সাইফুল ইসলাম হাফি.
শিক্ষা সচিব, অত্র মাদ্রাসা।
সভাপতি, 01726020905
সাধারণ সম্পাদক, 01936755020