মোঃ মুশফিকুর রহমান

মোঃ মুশফিকুর রহমান Real words. Raw thoughts. One soul —
মোঃ মুসফিকুর রহমান।

সময়ের স্তব্ধ পাহাড়…শতবর্ষ পেরিয়ে যাওয়া এই প্রাচীন পাথরের গায়ে লেগে আছে মেঘের নীরবতা।এই প্রকৃতি জানে কতো না বলা গল্প, কতো...
23/07/2025

সময়ের স্তব্ধ পাহাড়…
শতবর্ষ পেরিয়ে যাওয়া এই প্রাচীন পাথরের গায়ে লেগে আছে মেঘের নীরবতা।
এই প্রকৃতি জানে কতো না বলা গল্প, কতো অপেক্ষার কান্না।
মানুষ বদলায়, ঋতু পাল্টায়— কিন্তু প্রকৃতি তার গভীরতা রেখে দেয় ঠিকই।

17/07/2025

জীবনের স্মৃতি শুধু থেকে যায় না,
তা গলার কাঁটার মতো বিঁধে থাকে —
যার না থাকে ইতিহাস, তার ভবিষ্যৎ থাকে না।
ভুলেছি বললেই ভুলে যাওয়া যায় না,
প্রতিটি অন্যায়, প্রতিটি প্রতারণা
স্মৃতির পাতায় আগুন হয়ে জ্বলতে থাকে।
স্মৃতি শুধু আবেগ নয়,
স্মৃতি লড়াইয়ের হাতিয়ার!

— মোঃ মুসফিকুর রহমান

11/07/2025

প্রতিটা গটি মাছের কাবাব খাব, কিন্তু চামচাপনা হজম করবো না।এইবার আর কাউকে ফাঁকিতে
গুটি খাইতে দিবো না।
রাজনীতিতে গুটি যদি হয় মাছ,
তবে আমরা হবো আগুনে ভাজা তেলে।

কুকুরের সাহস তখনই জাগে, যখন সিংহ খাঁচায়।তাই বলে সিংহ হয় না, শুধু ঘেউ ঘেউ বাড়ে!
07/07/2025

কুকুরের সাহস তখনই জাগে, যখন সিংহ খাঁচায়।
তাই বলে সিংহ হয় না, শুধু ঘেউ ঘেউ বাড়ে!

28/06/2025

সময় খারাপ যাচ্ছে বলেই চুপ আছি,
না হলে কার মুখে থুতু ফেললে মুখটাই গলে যেত,
তা আমি খুব ভালো বুঝি!

11/06/2025

বসে নেই। ভাঙেওনি। শুধু চুপ করে আছি।
যারা আজ টেনশন করে, কাল তারাই গর্ব করবে।
এই মুহূর্তে আমি হয়ত মূল্যহীন,
কিন্তু একদিন সময় আমার হয়ে কথা বলবে।

আমার ঘামে কেউ ভিজছে, এটা আমি জানি।
আমি না খেলেও কারো প্লেট ভর্তি হচ্ছে, এটাও জানি।
অভিযোগ করিনা— কারণ খেলো লোকেরাই বেশি চেঁচায়।

আমি চলছি, থামিনি।
আর এই হাঁটা কোনো মাফ চেয়ে নয়,
বরং সময়ের গলা চেপে ধরার প্রস্তুতি।

সোজা কথা— আজ যারা হিসাব চাইছে,
কাল তাদের হিসাব আমি করে দেবো। হাতে হাতে।

– মোঃ মুসফিকুর রহমান
(চুপচাপ আগুন হয়ে থাকা একজন মানুষ)

25/05/2025

বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল! লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল!

সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদরের ভ্রুক্ষেপ নেই। সে সিংহকে ভেংচি কেটে লাফাতে লাফাতে চলে গেল।

শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, “বনের রাজার সাথে এত্ত বড় বেয়াদবি! আর আপনি কিনা তাকে কিছুই বললেন না!”

সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে।

কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল।

শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, সেদিন বাঁদর অত অন্যায় করল, আপনি তাকে কিছুই বললেন না। অথচ আজকে সে তেমন কিছু করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন!

জবাবে সিংহ বলল, “দিস ইজ পলিটিক্স! সেদিনের পর বাঁদর ভালুককে পিছন থেকে লাথি মেরেছে! হাতির শুঁড় ধরে দুলেছে! গন্ডারের পিঠে চড়ে নেচেছে! হায়নাকে কাতুকুতু দিয়েছে! বাঘকে খোঁচা মেরেছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?

সেদিন ওরে মারলে সবাই বলত, আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি।

আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ, রাজা সাহেব!

বুঝলে তো! মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়। যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে!

25/05/2025

আমি একসময় ভাবতাম, গ্রামে ফেরা মানে পিছিয়ে যাওয়া।
ভাবতাম, মাটির ঘ্রাণে থাকা মানে ব্যর্থতা, ফসলি মাঠ মানে অসফল জীবন।
আজ বুঝি—পিছিয়ে যাইনি, বরং সোজা দাঁড়াতে শিখছি।

এখানে আসলেই বুঝতে পারি,কতগুলো অপ্রয়োজনীয় স্বপ্ন পুষেছি আমি শুধু বাহবা পাওয়ার জন্য।
এখানে এসে শিখছি,প্রকৃত জীবনের মানে শান্তি, সত্য আর নিজের ভেতরের মানুষটাকে দেখা।

শহর আমাকে লোক দেখানো জীবন দিয়েছিল,
গ্রাম আমাকে মানুষ বানিয়ে দিচ্ছে।

#ফেরার_পথেই_আলো
#শিকড়ে_মেলে_শুদ্ধতা

25/05/2025

শহরের কোলাহল পেরিয়ে, ফিরছি শিকড়ে—আমার সেই গ্রামের বাড়িতে।
যেখানে ভোর মানে পাখির ডাক, আর সন্ধ্যা মানেই হারিকেনের আলোয় গল্পের আসর।
এই বারান্দা, এই পুকুর, এই মাটির গন্ধ—সবকিছু যেন আমাকে চিনে রেখেছে।
শহরে ফ্ল্যাট ছিল, কিন্তু এখানে আছে ‘বাড়ি’।

একটু ধুলো মাখা, একটু হাওয়া খাওয়া, একটু মাটির গন্ধে ভিজে যাওয়া—
এই তো জীবন!

#ফেরা_শিকড়ে
#গ্রামের_ঘ্রাণ

22/05/2025

মানুষই পারে আলোকিত এক পৃথিবী গড়তে, আবার তার হাতেই পৃথিবী অন্ধকার হয়।

Address

Rajshahi

Telephone

+8801755215866

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ মুশফিকুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ মুশফিকুর রহমান:

Share