মোঃ মুশফিকুর রহমান

মোঃ মুশফিকুর রহমান Real words. Raw thoughts. One soul —
মোঃ মুসফিকুর রহমান।
(1)

13/12/2025

আমি শিয়াল পণ্ডিতি জানি না,
ফাঁদ পেতে রাজনীতি করি না।
ঘোড়াডাঙ্গির ঘাস খাওয়ার রাজনীতি আমার না
আমি লাইনের মানুষ,
সময় বুঝি, দায়িত্ব বুঝি, কমান্ড মানি।

06/12/2025

দেশের ক্ষতি যারা নিজের লাভে দেখে
তাদের কাছে আশা চাইলে সেইটাই আসল ক্ষতি।

30/11/2025
Rest, relax, and reconnect with the natural world 🏡🌿
14/11/2025

Rest, relax, and reconnect with the natural world 🏡🌿

13/11/2025

তোমরা দাবাইয়া রাখতে পারবে না!
রক্ত এখনো শুকায়নি, আগুন এখনো নিভে যায়নি।
যে মাটিতে অন্যায় বপন করবা, সেখানেই প্রতিরোধ জন্ম নেবে।
ভয় দেখিয়ে, মামলা দিয়ে, গুম করে — ইতিহাস কাউকে টিকিয়ে রাখে না।
বাংলার মাটিতে অন্যায়ের রাজনীতি টিকবে না,
কারণ মানুষ এখন জানে — ভয় নয়, প্রতিরোধই বাঁচার নাম!

03/11/2025

মানুষ জন্মায় শূন্য হাতে, কিন্তু তার ভেতরে থাকে অসীম সম্ভাবনা। জীবনের প্রতিটি দুঃখ তাকে ভাঙতে আসে না, তাকে জাগিয়ে তুলতে আসে। প্রতিটি আনন্দ আসে মনে করিয়ে দিতে,তুমি এখনও বেঁচে আছো!
মানুষের আসল শক্তি তার বাহ্যিক অবস্থায় নয়, তার অন্তরের আলোতে। সেই আলো নিভে গেলে মানুষ হাঁটে, বাঁচে, কথা বলে—কিন্তু ভিতরে ভিতরে শুকিয়ে যেতে থাকে। আর যখন সেই আলো জ্বলে ওঠে, তখন তার সাধারণ জীবনও হয়ে ওঠে অসাধারণ।

মানুষের জীবন শেষ পর্যন্ত একটাই শিক্ষা দেয়—
কেউ তোমাকে পূর্ণতা দেবে না; পূর্ণতা তোমার ভেতরেই ঘুমিয়ে আছে।
যে নিজেকে বদলাতে পারে, সে-ই পৃথিবীকে বদলের ক্ষমতা রাখে।
যে ক্ষমা করতে পারে, সে-ই মুক্তির স্বাদ পায়।
যে ছাড়তে পারে, তার হাতেই ফিরে আসে বরকত।

এভাবে দেখি—
মানুষের জীবন কোনো প্রতিযোগিতা নয়,
বরং এক নীরব তীর্থযাত্রা,
যেখানে প্রত্যেকেই নিজের ভেতরের সত্যকে খুঁজে ফিরছে।

02/11/2025

চেষ্টা, শব্দটা ছোট—কিন্তু এর ভেতরেই পুরো জীবন লুকিয়ে থাকে।

চেষ্টা মানেই— হেরে না যাওয়া, চুপ করে না বসা, দুদিন খারাপ গেলেই আশা ভেঙে না ফেলা।

চেষ্টা করলে ফল একদিন হবেই—
দ্রুত হোক, ধীরে হোক—
কিন্তু থামলে কিছুই হবে না।

তাই আজ একটাই কথা—

যেখানে আছো, যতটুকু পারো— চেষ্টা চালিয়ে যাও।
তোমার পথ তোমাকেই খুলে দিতে হবে।

Address

Rajshahi

Telephone

+8801755215866

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ মুশফিকুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ মুশফিকুর রহমান:

Share