22/04/2025
🔺সময়সীমা বাড়ল: ৩০ এপ্রিল,২০২৫ পর্যন্ত!🔻
📜 স্মৃতির পাতায় মেরিটাইম – ছবি ও গল্পে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় 💙
মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিটি কোণায় লুকিয়ে আছে হাজারো গল্প, যা প্রতিটা মেরিটাইমিয়ানের জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। ক্লাসরুমে লেকচার, ল্যাবক্লাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, ফুটবল/ক্রিকেট খেলায় অংশগ্রহণ, ফিল্ড ট্রিপ বা ট্যুরের কোনো অভিজ্ঞতা কিংবা হলের কোনো স্মৃতি.... এই সব কিছু নিয়ে মেরিটাইম কথন “১ হাজার ফলোয়ার” হওয়ার উপলক্ষে প্রথম বারের মত আয়োজিত হচ্ছে “স্মৃতির পাতায় মেরিটাইম – ছবি ও গল্পে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়।”
📣প্রতিযোগিতার নিয়মাবলি:
✅ প্রতিযোগীকে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী হতে হবে এবং প্রতিযোগীর - নাম, ডিপার্টমেন্ট, ব্যাচ এবং স্টুডেন্ট আইডি অবশ্যই উল্লেখ করতে হবে।
✅ প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি নিয়ে গল্প জমা দিতে পারবেন।
✅ প্রতিটি ছবির সাথে একটি শিরোনাম ও ৩০০ শব্দের মধ্যে সংক্ষেপে সেটার পটভূমি লিখতে হবে।
✅ ছবি অবশ্যই নিজস্ব তোলা হতে হবে এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত হতে হবে।
✅ ছবির মাধ্যমে ব্যক্তিগত, ধর্মীয় বা জাতিগত অনুভূতিতে আঘাত করা যাবে না।
✅ সেলফি, নিম্নমানের (লো রেজোলিউশন) বা ওয়াটারমার্কযুক্ত ছবি গ্রহণযোগ্য নয়।
✅ ছবি অবশ্যই JPEG, JPG বা PNG ফরম্যাটে হতে হবে।
✅ সাধারণ এডিটিং গ্রহণযোগ্য, তবে ডাবল এক্সপোজার, ম্যানিপুলেশন করা ছবি গ্রহণযোগ্য নয়।
✅ মেরিটাইম কথন , AAROT - আড়ৎ এবং ZxF69 পেজে লাইক থাকতে হবে।
📩ছবি ও গল্প জমা দেওয়ার মাধ্যম:
✅ ছবি এবং গল্প “মেরিটাইম কথন” ফেসবুক পেজের ইনবক্সে দিতে হবে।
🥇🥈🥉 বিজয়ী নির্বাচন:
আপনার পাঠানো প্রতিটি ছবি "মেরিটাইম কথন" অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে সময়সীমার পর এবং ফেসবুক পেজে বর্ধিত আরো ৩ দিনের মধ্যে লাইক- কমেন্ট এর উপর ৫০% মার্ক এবং বিচারক এর ৫০% মার্ক এর উপর শীর্ষ তিন প্রতিযোগী নির্বাচিত হবে।
🏆 পুরস্কার:
শীর্ষ তিন প্রতিযোগীর জন্য আকর্ষণীয় ক্রেস্ট ও সনদপত্র!
✨Silver Sponsor:
AAROT - আড়ৎ এবং ZxF69
📰Media Partner:
Publician Today এবং ভোরের বাণী - Bhorer Bani
📸Club Partner:
BMU Photography Club
বি:দ্র: যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন,পরিমার্জন করার ক্ষমতা "মেরিটাইম কথন" সংরক্ষণ করে।
#মেরিটাইমকথন