12/08/2025
সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর লুট হয়েছে! যদিও অনেক আগ থেকেই এটা শুরু হয়েছে কিন্তু গণমাধ্যম লোকেরা চোখে পরেছে লুট হওয়ার শেষে! 🤔
আবার দেখলাম BNp একজন নেতাকে বহিষ্কার করেছে তাদের দল!
আমার প্রশ্ন এখানে কি একজন রাজনৈতিক নেতা জড়িত নাকি প্রশাসন জড়িত আছে?!
উত্তর খুবই সহজ: এখানে প্রশাসন জড়িত ১০০%মধ্যে 100% ।
এতে কোন সন্দেহ নেই!
কারণ যখন রাষ্ট্রীয় কোন সম্পদ কোন রাজনৈতিক নেতারা আত্বসাত করা চেষ্টা তখন প্রশাসনের মাধ্যমে এই কাজটি করে থাকে!
আমার প্রশ্ন রাষ্ট্রীয় কোন সম্পদ যখন আত্বসাত হয়েছে এবং রাজনৈতিক দলের একজন নেতা বহিষ্কার হয়েছে তাহলে ঐ উপজেলার প্রশাসন কেন রেহাই পাবে ??
তাঁদের কে চাকুরীচু্ৎ করা হোক এবং প্রত্যেক কে আইনের আওতায় আনা হোক!
সব কিছু বের হয়ে আসবে??
**
কারা এই পাথর আত্বসাত করেছে কিছু ত ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখে দেখে সকল কে আইনের আওতায় আনা হোক!
দিনশেষে এটা আমার দেশ!