
29/09/2025
মাথা ফেলে দিয়ে ঘুমাচ্ছে 😂
এত বড় হয়েও কোকো এখনো ছোট বেলার মত ঘুমায়। কোকো ৩মাস বয়স থেকে আমার কাছে। প্রথম দিন ওকে একটা বাস্কেট দিয়েছিলাম ঘুমাতে। মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি কোকো আমার হাতের উপর ঘুমাচ্ছে। তখনও আমি বিড়াল নিয়ে ঘুমানোতে অভ্যস্ত না থাকায় খুব অবাক হয়েছিলাম ওর এই কান্ড দেখে। এখনো সময় সুজুগ পেলে সেই ঘুম দেয় কোকো। ♥️🥹