21/08/2025
আরিয়ান যখন একদিন আমাকে বলল, পাপা, বলিউড নিয়ে একটা সিরিজ বানাব যেখানে প্রচুর ম্যাডনেস থাকবে। এটা শুনে মনে হলো , আমার মান্নাতের সিসিটিভি ফুটেজ না তো আবার!
ছেলের প্রথম সিরিজের প্রিভিউ ইভেন্টে কিং-এর মতো করেই এক হাতে প্লাস্টার নিয়েই এন্ট্রি নিলেন শাহরুখ খান।
মঞ্চে এসেই বললেন, সামনে সব সাংবাদিকরা বসে আছেন, স্বভাবতই আপনাদের মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ফটাফট বলে দেই, কাঁধে একটা চোট লেগেছে। ছোট না, একটু বড়ই সার্জারি করতে হয়েছে। ঠিক হতে ১/২ মাস লেগে যাবে। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উঠানোর জন্য আমার এক হাতই যথেষ্ট।
সবকিছু আমি এক হাতেই করে ফেলতে পারি। খাবার খাওয়া, এমনকী মাথার পেছনে চুলকালে সেটাও। শুধু একটা জায়গাতেই কমতি মনে হয়, আপনাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে।
এরপর মঞ্চে এল ছেলে। কথাবার্তা থেকে শুরু করে সবই একদম তার বাবার মতো, হিউমারাস! এসেই বলল, প্রথমবার সবার সামনে স্টেজে দাঁড়িয়ে কথা বলছি। আমি এতটাই নার্ভাস যে গত ২ দিন ৩ রাত ধরে এই স্পিচ প্র্যাকটিস করতেছি। টেলিপ্রম্পটারও রেখেছি। শুধু তাই নয়, যদি বিদ্যুৎ চলে যায় এজন্য চিরকুটে করে লিখেও এনেছি, টর্চ সঙ্গে। এরপরও যদি ভুল হয়ে যায়, পাপা তো আছে।
ওয়েটিং ফর আরিয়ানস ফার্স্ট সিরিজ! ট্রেলার দেখলাম, জোশশশ মেকিং। দেখা যাক কি হয়....