Dream kitchen

  • Home
  • Dream kitchen

Dream kitchen বিসমিল্লাহির রহমানির রহিম

26/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲🥲

25/07/2025

আমার দাদাশ্বশুর খুব অসুস্থ সবাই দোয়া করবেন 😢

24/07/2025

রাতে ঘুম আসে না বলে ডাক্তার দেখালাম,
তিনি বললেন – মোবাইলটা আগে ঘুম পাড়াও! 📱😪

 #চিংড়ি ভুনা #ইলিশ মাছের তরকারি  #পাঙ্গাস মাছ ভুনা
24/07/2025

#চিংড়ি ভুনা
#ইলিশ মাছের তরকারি
#পাঙ্গাস মাছ ভুনা

23/07/2025




Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Rithi Sultana, Samiun Akter Shanta, Rina...
22/07/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Rithi Sultana, Samiun Akter Shanta, Rina Akter, Nusrat Jahan, Sharif Khan

22/07/2025



প্রিয় রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,২২ জুলাই ২০২৫, বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। রাজধানীর আকাশে একটি প্রশিক্ষ...
22/07/2025

প্রিয় রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,

২২ জুলাই ২০২৫, বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। রাজধানীর আকাশে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে মাটিতে, প্রাণ হারায় বহু নির্দোষ মানুষ — তাদের মধ্যে মিলস্টোন স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরাও রয়েছে। একজন তরুণ পাইলটের জীবনও অকালে ঝরে গেল। এই দুর্ঘটনার পেছনে যাদের গাফিলতি বা অবহেলা রয়েছে, তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

আমরা নাগরিক হিসেবে প্রশ্ন তুলছি:

---

❗ ১. কেন পুরনো, অব্যবহৃত, বিপজ্জনক বিমান এখনো প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে?

একজন পাইলট তার জীবন দিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন—তাকে নিরাপদ ও আধুনিক যন্ত্রপাতি দেওয়া রাষ্ট্রের কর্তব্য নয় কি?

---

❗ ২. কেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান ওড়ানো হয়?

ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে স্কুল, হাসপাতাল, বাসাবাড়ি ঘন ঘন, সেখানে প্রশিক্ষণ কেন?

---

❗ ৩. নিহত শিশুদের দায় রাষ্ট্র নেবে না?

স্কুলে থাকা নিরাপদ শিশুদের প্রাণ হারাতে হলো—এই ক্ষতির দায় কার? শুধু "দুঃখ প্রকাশ" দিয়ে কি পরিবারগুলোর শোক শেষ হবে?

---

❗ ৪. পাইলটের পরিবারকে রাষ্ট্র কী দেবে?

একজন তরুণ পাইলট—যিনি নিজের প্রাণ দিয়ে দুর্ঘটনা ঠেকাতে চেষ্টা করেছেন—তার পরিবারের পাশে কে দাঁড়াবে? তিনি কি শুধুই আরেকটি নামহীন “সাহসিকতা” হবেন?

---

✅ আমরা চাই:

1. স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন।

2. সব পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করা হোক।

3. প্রশিক্ষণের জন্য নির্জন, নিরাপদ অঞ্চল নির্ধারণ।

4. নিহত শিশু ও পাইলটের পরিবারকে ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা।

5. গাফিলতির দায়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

এই দেশ আমাদের সবার। আমাদের সন্তান, আমাদের নিরাপত্তা, আমাদের আকাশ—সব কিছুর দায় রাষ্ট্র ও কর্তৃপক্ষের।

এই চিঠি শুধু কাগজের লেখা নয়, এটা অসংখ্য হৃদয়বিদারক পরিবারের আর্তনাদ।
আমরা জবাব চাই

21/07/2025

✈️ একটা না, দুটো বিমান দুর্ঘটনা – কাকতালীয়, না ব্যর্থতা?

২০২৪ সালে চট্টগ্রামের পটেঙ্গায় বিমানবাহিনীর জেট নদীতে পড়ে একজন পাইলট মারা গেলেন।
২০২৫ সালে ঢাকার উত্তরায় মিলস্টোন স্কুলে আরেকটি জেট বিধ্বস্ত — ২০ জনের মতো মানুষ মারা গেল, বেশিরভাগই শিশু।

দুইটাতেই কারণ বলা হচ্ছে — "যান্ত্রিক ত্রুটি"।

এক বছর ব্যবধানে, একই বাহিনী, একই সমস্যা? তাহলে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি:

নিয়মিত মেইনটেন্যান্স কি যথাযথভাবে হয়?

পুরনো যুদ্ধবিমান এখনো কেন ব্যবহৃত হয়?

তদন্ত রিপোর্ট জনসম্মুখে আসে না কেন?

জবাবদিহি দরকার। কারণ দুর্ঘটনার শিকার শুধু পাইলট না — স্কুলের শিশুরাও!

শোকের পাশাপাশি জবাব চাই। নিরাপত্তা চাই। স্বচ্ছতা চাই।

#দুর্ঘটনা_নয়_জবাবচাই

21/07/2025

"উত্তরার সাম্প্রতিক বিমান দুর্ঘটনার জন্য আমি সরাসরি বিমান বাহিনীকে দায়ী করছি। তারা চাইলে বঙ্গোপসাগরের মত জনশূন্য ও নিরাপদ অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনা করতে পারতো। কিন্তু তার বদলে তারা জনবহুল এলাকায় বিমান মহড়া বা ট্রেনিং পরিচালনা করেছে, যা অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। এর ফলে নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়েছে।
এর জবাবদিহি কে দিবে😭😭😢😢

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share