08/06/2025
"সব স্ত্রী কি মোহরানার অধিকার রাখে? না কি কিছু ব্যতিক্রম আছে?"
"মুসলিম পার্সোনাল ল অনুযায়ী,
স্বামী বিবাহের সময় বা পরে স্ত্রীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ মোহরানা (Dower) হিসেবে দিতে বাধ্য। কিন্তু সব স্ত্রী এই অধিকার পান না...
আইন অনুযায়ী:
Muslim Family Laws Ordinance, 1961
Dissolution of Muslim Marriages Act, 1939
হানাফি ফিকহ ও শরিয়াহ মতে—
যেসব ক্ষেত্রে স্ত্রী মোহরানা পাবেন না বা বাতিল হতে পারে—
যদি স্ত্রী বিবাহের পর মিলনের আগে নিজে তালাক চায় (খোলা), তাহলে মোহরানা দাবি করতে পারবেন না, যদি না তা আগেই আদায় করা থাকে।
হানাফি মত অনুযায়ী (শরিয়াহ)
বিয়ের পর সহবাসের আগে যদি স্ত্রী মৃত্যু বরণ করেন
স্বামী মোহরানা দিতে বাধ্য নন, যদি মোহর নির্ধারিত না থাকে।
মোহর সম্পূর্ণভাবে "Deferred" বা বিলম্বিত ধরণের হয় এবং সহবাসের আগেই তালাক হয়
তাহলে স্ত্রী শুধু অর্ধেক মোহর পাবেন (কোরআন: সূরা আল-বাকারা, আয়াত 237)
স্ত্রী যদি বিয়ের শর্ত ভঙ্গ করে বা প্রতারণা করে বিয়ে করে
কিছু ক্ষেত্রে মোহর বাতিল হতে পারে, তবে আদালতের বিচার প্রয়োজন।
🗣️ "সব মেয়েই স্ত্রী, কিন্তু সব স্ত্রীই মোহর পায় না!"
#মোহরানা #নারীঅধিকার