Arif Khan

Arif Khan "Assalamu Alaikum" Welcome to my little page, I hope you will be by my side, may your life be blessed.
(1)

কার কার সাথে এমন হয়েছে?
22/08/2025

কার কার সাথে এমন হয়েছে?

আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন
22/08/2025

আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন

ফুল যতই  সুন্দর হোক না কেন একসময় তাকে ঝরে যেতেই হয়
20/08/2025

ফুল যতই সুন্দর হোক না কেন একসময় তাকে ঝরে যেতেই হয়

আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদ খুবই সুন্দর
17/08/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদ খুবই সুন্দর

অসাধারণ এটা কি কবুতর?
17/08/2025

অসাধারণ
এটা কি কবুতর?

16/08/2025

তোকে অনেক ভালোবাসি ❤️

12/08/2025

টাকা ধার—বন্ধুত্বের পরীক্ষা নাকি সম্পর্কের ফাঁদ?

আমাদের সমাজে টাকা ধার নেওয়া বা দেওয়া যেন এক অঘোষিত রীতি। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, এমনকি সহকর্মীর প্রয়োজনে অনেকেই দ্বিধাহীনভাবে টাকা ধার দিয়ে থাকেন। কিন্তু এই অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে সুখ-দুঃখের নানা গল্প, যা কখনো সম্পর্ককে মজবুত করে তোলে, আবার কখনো ভেঙে দেয় বছরের পর বছরের বিশ্বাস।

টাকা ধার দেওয়ার সবচেয়ে বড় উপকার হলো—এটি মানবিক সহানুভূতির প্রকাশ। বিপদে পড়া মানুষকে সহায়তা করলে সে কেবল আর্থিক স্বস্তি পায় না, মানসিকভাবেও শক্তি ফিরে পায়। ধার দেওয়া অনেক সময় একটি সম্পর্কের প্রতি আপনার আস্থা ও আন্তরিকতার প্রমাণ হিসেবেও দাঁড়ায়।

তবে বিপরীতে এর রয়েছে স্পষ্ট অপকারও। টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। সময়মতো টাকা না ফেরত দিলে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা ক্রমে আস্থাহীনতায় রূপ নেয়। অনেকে আবার ধার নিয়ে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনাই রাখেন না, যা ধারদাতার জন্য আর্থিক চাপ ও মানসিক অশান্তি বয়ে আনে।

বিশেষজ্ঞরা বলেন, টাকা ধার দেওয়ার আগে সম্পর্ক ও পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করা জরুরি। সম্ভব হলে লিখিত প্রমাণ রাখা এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত। আর ধার নিলে সময়মতো শোধ করাই সম্মানের পরিচয়।

টাকা ধার—এটি একদিকে মানবিকতার নিদর্শন, অন্যদিকে অসতর্ক হলে তা হতে পারে দীর্ঘদিনের সম্পর্ক নষ্টের কারণ। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতাকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ।

09/08/2025

ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে যখন হাত ওঠে নির্যাতনে, তখন সম্পর্ক হারায় সব মানবতা… "

ইনশাআল্লাহ
08/08/2025

ইনশাআল্লাহ

Address

ঢাকা বাংলাদেশ
Mirpur
১২০৭

Alerts

Be the first to know and let us send you an email when Arif Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Khan:

Share