mufti saheb

mufti saheb এই পেজটি আপনার দ্বীন ও ইসলামের সকল মাসআলা মাসায়েল প্রমাণসহ জানার মাধ্যম ।

আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম দশ দিন।— (বুখারী) জিলহজের প্রথম দশকে করণীয় কিছু গুরুত্বপূর্ণ আ...
01/06/2025

আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম দশ দিন।
— (বুখারী)

জিলহজের প্রথম দশকে করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল:

1. 🕋 নফল রোযা রাখা

বিশেষ করে আরাফার দিন (৯ জিলহজ) রোযা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ।

হাদীসে এসেছে:
“আরাফার দিনের রোযা বিগত বছরের ও পরবর্তী বছরের গোনাহ মাফ করায়।”
— (মুসলি)

2. 🕊️ তাওবা ও ইস্তেগফার

এই দিনগুলোতে বেশি বেশি তাওবা করা উচিত। গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা শ্রেষ্ঠ আমল।

3. 🕌 তাকবির, তাহমিদ, তাহলিল ও তাসবিহ বেশি বেশি পড়া

تَكْبِير: الله أكبر

تَحْمِيد: الحمد لله

تَهْلِيل: لا إله إلا الله

تَسْبِيح: سبحان الله

4. 📖 কুরআন তিলাওয়াত

এই বরকতময় দিনগুলোতে কুরআন বেশি বেশি পাঠ করা উচিত।

5. 🕋 হজ পালন

যাদের সামর্থ্য আছে, তাদের জন্য হজ পালন এই মাসের সবচেয়ে বড় ইবাদত।

6. 🐄 কুরবানি করা (১০-১২ জিলহজ)

সামর্থ্যবান মুসলমানের জন্য কুরবানি সুন্নতে মুয়াক্কাদা।

কুরবানির পশু জবাইয়ের আগে (১ থেকে ১০ জিলহজ) নখ ও চুল না কাটা মুস্তাহাব।

7. সদকা ও দান করা।

এই দশ দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান-সদকা করা খুবই ফজিলতপূর্ণ।

8. 🕯️ রাত জাগরণ ও নফল নামাজ

কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) এবং অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে রাতগুলোকে জীবন্ত রাখা উচিৎ।

10/03/2025

বাসায় একাকী তারাবি নামাজ পড়া যাবে কি না?

08/03/2025

নামাজ না পড়লে রোজা হবে কিনা?

06/03/2025

যে ব্যক্তিদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না।
শায়েখ মুফতী হাবিবুল্লাহ

05/03/2025

রোজা রেখে থুথু গিলে ফেলা যাবে কিনা?

25/02/2025

মাথায় ওড়না ছাড়া মেয়েদের ওজু হবে কিনা? শায়েখ মুফতী হাবিবুল্লাহ

24/02/2025

সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা বন্ধ না করলে কি ক্ষতি হয়?

23/02/2025

নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা?

23/02/2025

রাত বারোটার পর এশার নামাজ পড়া যাবে কি না?

18/02/2025

হাত ও পায়ের আঙ্গুল ফোটালে কি ক্ষতি হয়? গুনাহ হবে?

17/02/2025

নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকছেন কি? শায়েখ মুফতী হাবিবুল্লাহ

16/02/2025

বাথরুমে অজু করা যাবে কিনা?
গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন উত্তর।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when mufti saheb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category