07/08/2025
১. দুঃস্বপ্ন কেন আসে?
দুঃস্বপ্ন বা ভয়ংকর স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এটি মানুষকে কষ্ট দেওয়া ও বিভ্রান্ত করার জন্য হয়ে থাকে।
🕋 হাদিস থেকে প্রমাণ:
রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ
"তোমাদের কেউ যখন অপছন্দনীয় স্বপ্ন দেখে, তখন সে যেন বাম দিকে তিনবার থুতু ফেলে এবং আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চায়। তারপর সে যেন ওই স্বপ্ন অন্য কাউকে না বলে। তাহলে ওই স্বপ্ন তাকে ক্ষতি করতে পারবে না।"
📚 — (সহীহ মুসলিম: ২২৬১)
---
🛐 ২. জরুরি করণীয়:
✅ ঘুম ভাঙার পর এই ৫টি কাজ করুন:
1. বাম দিকে হালকা থুতু ফেলা (dry spit) – ৩ বার
2. "أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ" পড়া
3. অজু করে ২ রাকাত নামাজ পড়া (যদি সম্ভব হয়)
4. ওই স্বপ্ন কাউকে না বলা (বিশেষত ব্যাখাকারী ছাড়া)
5. "আয়াতুল কুরসি" ও সূরা ফালাক ও নাস পড়া
---
🌿 ৩. পরীক্ষিত ইসলামি আমল (কম্বো):
🔹 ১) আয়াতুল কুরসি (সূরা বাকারা ২:২৫৫)
রাতে ঘুমানোর আগে পড়ুন:
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ...
🔹 ২) সূরা ফালাক ও সূরা নাস — ৩ বার করে
রাসুল ﷺ নিজেই এই দোয়া পড়ে নিজের উপর ফুঁ দিতেন।
📚 (সহীহ বুখারী)
🔹 ৩) এই দোয়া পড়ুন:
"أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ"
উচ্চারণ:
"আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি... ইলা আখিরিহি"
🔸 অর্থ:
আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর দাসদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকেও।
💬 উপদেশ:
ঘুমানোর আগে ফোন ব্যবহার কমিয়ে দিন। পাক-পবিত্র হয়ে ঘুমান এবং ভালো আমলের সঙ্গে দিন শেষ করুন।
ফিআমানিল্লাহ