Moments Of Fahi

Moments  Of Fahi “Capturing life’s little joys — one meal, one memory, one moment at a time.”
(3)

আপনার কিডনি চুপচাপ নষ্ট হয়ে যাচ্ছে এই ১০টি ভুলে! আপনি কি সতর্ক?(পোষ্টটি পড়তে ১ মিনিট সময় দিন – এই তথ্য আপনার জীবন বাঁচ...
06/08/2025

আপনার কিডনি চুপচাপ নষ্ট হয়ে যাচ্ছে এই ১০টি ভুলে! আপনি কি সতর্ক?

(পোষ্টটি পড়তে ১ মিনিট সময় দিন – এই তথ্য আপনার জীবন বাঁচাতে পারে!)

আপনার কিডনি দুইটা। কিন্তু সচরাচর যখন বোঝা যায় যে কিডনিতে সমস্যা হয়েছে, তখন অনেক দেরি হয়ে যায়। কিডনি নষ্ট হওয়ার লক্ষণগুলো এতটাই নীরব যে আপনি টেরই পান না।

আজ জানুন কিডনি নষ্ট হওয়ার ১০টি অদৃশ্য কারণ – যেগুলো আমরা প্রতিদিন নিজের অজান্তেই করে যাচ্ছি:

১. পর্যাপ্ত পানি না খাওয়া
কিডনি টক্সিন ছেঁকে বের করে। পানি কম খেলে বর্জ্য জমে থেকে কিডনিকে ধ্বংস করে।

২. অতিরিক্ত লবণ খাওয়া
সাবধান! প্রতিদিনের খাবারে বেশি লবণ কিডনির রক্তনালীতে চাপ সৃষ্টি করে।

৩. নিয়মিত ব্যথার ওষুধ খাওয়া
প্যারাসিটামল, আইবুপ্রোফেন প্রভৃতি ওষুধ দীর্ঘমেয়াদে কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।

৪. ইউরিন চেপে রাখা
প্রস্রাব চেপে রাখার অভ্যাস কিডনি ইনফেকশন ও দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়।

৫. মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া
চিনি বেশি খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে – যা কিডনি ফেইলিউরের অন্যতম কারণ।

৬. বেশি প্রোটিন ডায়েট
বডি বানাতে বেশি প্রোটিন খাচ্ছেন? অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলে।

৭. এলকোহল ও ধূমপান
এই দুটি কিডনি কোষ ধ্বংস করে ও রক্ত সঞ্চালন ব্যাহত করে।

৮. উচ্চ রক্তচাপ অবহেলা করা
হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ না করলে কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়।

৯. কম ঘুমানো ও স্ট্রেস
ঘুম ও মানসিক চাপ সরাসরি কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়।

১০. অনিয়মিত চিকিৎসা বা চেকআপ না করা
বেশিরভাগ মানুষ কিডনি রোগ ধরা পড়লে খুব দেরিতে চিকিৎসা নেন। এতে ফেইলিউর নিশ্চিত হয়ে যায়।

কী করবেন এখনই?
১.প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন
২.প্রস্রাব আটকে রাখবেন না
৩.বছরে একবার কিডনি ফাংশন টেস্ট করুন
৪.ব্লাড প্রেসার, সুগার নিয়ন্ত্রণে রাখুন
৫.অকারণে ওষুধ খাবেন না

আপনার শরীরের ‘নীরব সৈনিক’ হলো কিডনি। যত্ন না নিলে সে চুপচাপ ধ্বংস হয়ে যাবে।
❤️ এই পোস্টটি শেয়ার করুন — আপনার এক শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে!(সংগৃহীত)

খানাপিনা 😋😋গ্যালারিতে ছবি পড়ে আছে এজন্য আপলোড দিলাম 🤪আমি আপাতত ডায়েটে আছি 🤣🤣🤣🤣🤣
22/07/2025

খানাপিনা 😋😋

গ্যালারিতে ছবি পড়ে আছে এজন্য আপলোড দিলাম 🤪

আমি আপাতত ডায়েটে আছি 🤣🤣🤣🤣🤣

নিজেকে ভাল রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়।যখন সব কিছু আবছা লাগে তখন একটা খাতা কলম আর কিছু ফিউচার প্ল্যান।এক দিনে সবটা ঠ...
22/07/2025

নিজেকে ভাল রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়।
যখন সব কিছু আবছা লাগে
তখন একটা খাতা কলম আর কিছু ফিউচার প্ল্যান।
এক দিনে সবটা ঠিক হয়না ঠিকই।
তবে নিজে ভাল থাকার দায়িত্ব নিজের কাঁধে নিলে
এক দিন সব ঠিক হয়ে যাবে।

"বর্তমানের প্রেক্ষাপটে বারবার মনে হয় যে মানুষের জীবনের মূল্য সবচেয়ে সস্তা,সবচেয় ঠুনকো! খুব সহজেই সে ডিসপোজেবল!"
22/07/2025

"বর্তমানের প্রেক্ষাপটে বারবার মনে হয় যে মানুষের জীবনের মূল্য সবচেয়ে সস্তা,সবচেয় ঠুনকো! খুব সহজেই সে ডিসপোজেবল!"

21/07/2025
নির্বাক হয়ে শুধু টাইমলাইন স্ক্রল করে যাচ্ছি। একটা রিঅ্যাক্ট দেওয়ার শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই। বুকের বাঁ-পাশটা খামচে ...
21/07/2025

নির্বাক হয়ে শুধু টাইমলাইন স্ক্রল করে যাচ্ছি।
একটা রিঅ্যাক্ট দেওয়ার শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই। বুকের বাঁ-পাশটা খামচে ধরা যন্ত্রণায় নিশ্বাস নেওয়াটাই যেন দায়।

এমনটা না হলেও পারতো…
এই শহরের রঙিন ফুলগুলো আজ নিস্তব্ধ
কারো বাবা কাঁধে বহন করছে সন্তানের নিথর দেহ,
মায়ের চোখে গুমরে ওঠা এক আজন্মের অশ্রু।
এই অবর্ণনীয় বিচ্ছেদ কিভাবে সহ্য করে মানুষ?

আজকের বাস্তবতা এমনই—আমরা ভেতরটা ফাঁকা রেখে বাহ্যিকতা নিয়েই ব্যস্ত।আত্মশুদ্ধি নয়, বরং লোক দেখানো ধার্মিকতার আর  রাজনীতির ...
21/07/2025

আজকের বাস্তবতা এমনই—আমরা ভেতরটা ফাঁকা রেখে বাহ্যিকতা নিয়েই ব্যস্ত।
আত্মশুদ্ধি নয়, বরং লোক দেখানো ধার্মিকতার আর রাজনীতির প্রতিযোগিতা চলছে চারদিকে।

আজ ২ লিটার ঠান্ডা পানি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে!
আমরা জাতিগত ভাবে সুযোগসন্ধানী।

এই দেশে যদি শোনা যায় কাল কেয়ামত,
তাহলে আজকেই জায়নামাজের দাম বেড়ে যাবে।
কারণ, ইবাদত নয়—লোক দেখানোই বড় উদ্দেশ্য।

কি সুন্দর🥰কার কার ভালো লাগে🥰
18/07/2025

কি সুন্দর🥰

কার কার ভালো লাগে🥰

Address

Mirpur
10250

Alerts

Be the first to know and let us send you an email when Moments Of Fahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments Of Fahi:

Share