আমার উক্তি ッ

আমার উক্তি ッ I just find myself happy with the simple things. Appreciating the blessings God gave me.

11/08/2025

জুলাই শহিদদের আত্মার মাগফিরাতের জন্য গান বাজনা না করে দোয়া করেন। গান বাজনার মাধ্যমে তাদের কবরের আজাব বাড়াইয়েন না। সেকুবাজ-Secubaj

25/07/2025
আলহামদুলিল্লাহ ❤️🥀
15/07/2025

আলহামদুলিল্লাহ ❤️🥀

09/03/2025

একটি ঘটনা সূএে লেখা মনের কিছু কথা।

নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবেসে এসেছে এবং দীর্ঘদিন তার সাথে কাটিয়েছে এটা জানলে ভিতরটা কুকড়িয়ে উঠে এই অনুভূতি কাউকে বুঝানোর মতো না সম্পর্কে কি হয় সবাই জানে এবং তাতে লস অবশ্যই পুরুষের নয় নারীর কিন্তু কে বুঝে কার কথা এবং সেটা পুরুষ ছাড়া অনুভব করতে পারবে না কারণ মেয়েরা যার কাছে থাকে তখনকার জন্য ভাবে সব পুরুষ এই তার প্রিয় মানুষের মতো কিন্তু একটা পুরুষ জানে আর একটা পুরুষের পশু সূলভ হিংস্রতা এবং শকুনের চেয়ে জগন্য চাহনি।

তাই হয়তো নবীজি (সাঃ) বলছেন তোমরা তোমাদের অতীত বা গোপনে পাপ কাউকে বলোনা সে তোমার সবচেয়ে কাছের মানুষই হোক না কেন। কারণ এতে তোমার এবং তার ক্ষতি ।

মানুষ অদেখা অশোনা তে বিশ্বাসী না বলা যায় ্যা সে শোনে নি দেখেনি এগে জগন্য কিছু পেলেও শান্তি খুশি, কিন্তু যা সে জেনেছে শুনেছে সে যতই ভালো হক না কেন সারা জীবন ওই ভাবনা তেই জীবন টা নষ্ট করে ফেলে তাতে নিজের তো পাপ হয়ই বরং যার ভুল তার সাক্ষী ও হয়ে যায়

Happy Ramadan❤️🥀
01/03/2025

Happy Ramadan❤️🥀

28/02/2025

বিষন্ন নির্ঘুম এই রাতের শেষভাগে এসে আকাশের দিকে তাকিয়ে ভাবি,
জীবন'টা এমন না হলেও পারতো!!☺️💔

26/02/2025

'ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।
অনেকের জন্য পড়ে দিছি।

সবাই আমার জন্য ১ বার করে হলেও ইসমে আজম পরে দেও যেনো আল্লাহ আমার মনের নেক আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’

24/02/2025

দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ :

"যখন আল্লাহ তালার কোন বান্দা দোয়া করার জন্য হাত উঠায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে (আ:)বলেন থামো। এখনই দিও না -সে যেন পুনরায আমার কাছে প্রার্থনা করে। কারণ আমি তার আওয়াজকে খুব পছন্দ করি।💙

সুবহানাল্লাহ 🌸

[কানযুল উম্মান, হাদিস নং ৩২৬১]

22/02/2025

শুধুমাত্র IELTS পড়ানোর সুবাদে গত পাঁচ বছরে শত শত মানুষের দুঃখ আর হেরে যাওয়ার গল্প শুনেছি।
কারও পরিবারে সমস্যা, বাবা-মায়ের বয়স বেড়ে যাচ্ছে, নিজের বয়সও বাড়ছে, বন্ধু-বান্ধব গুরুত্ব দিচ্ছে না, প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, একটা স্থায়ী অবস্থান না থাকায় বারবার বিয়ে ভেঙে যাচ্ছে।

কিন্তু পরক্ষণেই, দুই-তিন মাস পর সেই একই মানুষের মুখে দেখেছি তৃপ্তির হাসি, স্বপ্ন পূরণের হাসি।
একটা কথা মনে রাখবেন—দুঃখ চিরস্থায়ী নয়। শুধু একটু পরিশ্রমই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।

©Ielts Bangla BD

21/02/2025

মেনে নিলে সম্পর্ক টিকে যায়।
কিন্তু সবকিছু মেনে নিলে জীবন ধ্বংস হয়ে যায়।🪷❤️

বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে,  ক্ষমা করে দিয়ে, কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভাল...
21/02/2025

বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে, ক্ষমা করে দিয়ে, কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে, গুরত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে, কষ্ট পাওয়ার পরেও বার বার মেনে নিয়ে, ভুল না করেও সরি বলে রাগ ভাঙিয়ে, সবটুকুন আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না, তখন রুহু'টাই মৃত হয়ে যায়। মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি। ঘৃণার পাত্র বানাচ্ছি।

বার বার বদলাতে চেয়ও যখন কাউকে বদলানো যায় না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছু ঠিক হয় না, তখন আলগোছে সরে আসতে হয়। অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে যেতে হয়।

তিল তিল করে গড়ে উঠা ভরসা করার জায়গাটা, সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা, ভেঙেচুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি, শ্রদ্ধাবোধ, মায়া কোনোটাই থাকে না। যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করানোর পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সে ভালোবসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয়।

মনে রাখা ভালো—
কোনো কোনো ভালোবাসার মানুষ হৃদয়ে থাকাই সুন্দর, জীবনে থাকাটা নয়।😢💔

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when আমার উক্তি ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার উক্তি ッ:

Share