NM Motivation

  • Home
  • NM Motivation

NM Motivation We are telling about Real Motivational Story (NM)

18/06/2022

এখন আর তোমায় ভালোবাসি না
তোমাকে ভেবে কষ্ট পাই না
তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে
তোমায় নিয়ে ভুল করেও এখন স্বপ্ন দেখি না
তোমায় নিয়ে স্বপ্ন দেখার মানুষ অনেক আছে।
এখন আর এমন কোনো কবিতা লিখি না
যে কবিতার সব কথা জুড়ে তুমি থাকো
যে কবিতায় তোমাকে চাওয়া পাওয়ার হাজারো আকুতি মিশে থাকে।
যত্ন করে কবিতার প্রতিটি লাইনে তোমায় ছুঁয়ে
বৃথা মায়া আর বাড়াই না।
তাই তোমায় নিয়ে এখন আর কোনো কবিতা লিখি না।
এখন আর আগের মত তোমার জন্য রাত জাগি না
রাত জেগে না খেয়ে শরীর খারাপ করি না
কান্নায় চিন্তায় চোখের তলায় কালি ফেলি না।
এই আমি অনেকটা বদলে গেছি জানো!
বদলে গেছি বললে ভুল হবে,
আমি আজ বুঝতে শিখে গেছি
যে মানুষের কাছে চোখের জলের কোনো মূল্য নেই
কথার কোনো মর্যাদা নেই
সে মানুষের কাছে নিজের আবেগ অনুভূতির ক্ষয় করা বন্ধ করে দিয়েছি
তার জন্য নিজের ভাবনা চিন্তা গুলোর অপচয় করার কোনো মানেই হয় না।
আজকাল আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি
নিজেই নিজের মায়ায় পড়ি
নিজের প্রেমেই নিজে ডুবে যাই
নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি
তোমাকে নিয়ে ভাবার হাজার মানুষ থাকলেও
আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই।
তাই আজকাল নিজেকে নিয়ে নিজেই স্বপ্ন দেখি
নিজেকেই সময় দেই।
নিজেকেই বড্ড ভালোবাসি।

17/06/2022

নিজেকে গর্বিত অনুভব করো,
মা থাকতে কেউ গরিব হয়না।।

17/06/2022

আমাদের প্রত্যেকের জীবনেই লড়াইয়ের গল্প থাকে সেটা হোক ছোট কিংবা বড়, এক বা একাধিক। আর সেই গল্প শুধু আমরা নিজেরাই জানি।অন্য কেউ আমাদের সেই গল্প জানার প্রয়োজনবোধ করবে না। আমাদের মনুষ্যজাতির অনেক বড় একটি সমস্যা হলো আমরা আমাদের অপরপক্ষের মানুষকে বুঝার তুলনায় বিচার করি বেশি। তার সর্ম্পকে কিছু না জানার পরও নিজেদের অযাচিত মন্তব্য পোষণ করি।ফেইসবুকে দু-একটা সুন্দর ছবি আপলোড করেছে বলে,সবসময় হাসিমুখে থাকে বলে তাকে পৃথিবীর খুব সুখী মানুষ হিসেবে দাবি করা যায় না।হতেই তো পারে সে নিজের দুঃখগুলো কারো কাছে প্রকাশ করতে চায় না, একান্ত নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়।বাইরে থেকে দেখে কখনো একটা মানুষকে বিচার করা যায় না। কারো জীবনই একশো ভাগ সুখের হয় না,কোনো না কোন দুঃখ থাকেই। তাই না জেনে কখনো কারো সম্পর্কে কটূক্তি প্রকাশ করা উচিত নয়।

14/06/2022

আপনিও নিশ্চয়ই
কারো না কারো চোখে অতি সুন্দর!

খোশ আমদেদ মাহে রমজানপবিত্র মাহে রমজান, ১৪৪৩ হিজরী, ২০২২ খ্রিস্টাব্দসাহরী ও ইফতারের সময়সূচী
07/04/2022

খোশ আমদেদ মাহে রমজান
পবিত্র মাহে রমজান, ১৪৪৩ হিজরী, ২০২২ খ্রিস্টাব্দ
সাহরী ও ইফতারের সময়সূচী

30/03/2022

জোর করে ভালোবাসা পাওয়া যায়না

28/03/2022

মরীচিকার পেছনে না ছুটে তুমি যার তার জন্য অপেক্ষা করাই শ্রেয়

Address


Alerts

Be the first to know and let us send you an email when NM Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NM Motivation:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share