10/01/2025
বিসমিল্লাহ! ওয়াল হা'মদুলিল্লাহ! ওয়াস সলাতু ওয়াস সালামু আ'লা রাসুলিল্লাহ! ওয়া আ'লা আলিহি ওয়া আসহা'বিহি আজমাঈন।
মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়া’লা দুনিয়ার জীবনকে অবিনশ্বর করেননি! নশ্বর এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানবনবী আদিপিতা আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ তা'য়ালা স্বয়ং সমস্ত নাম তথা জ্ঞান শিক্ষা দিয়েছেন ঠিক তেমনি সর্বশেষ নবী ও রাসুল মুহাম্মাদ (স) এর প্রতিও তিনি জ্ঞানার্জন সংক্রান্ত আয়াত "ইক্বরা বিসমি রব্বিকাল্লাযি খলাক্ব" নাজিলের মাধ্যমেই ওয়াহীর সূচনা করেছেন! সুবহানাল্লাহ!
মানব সৃষ্টির সূচনা থেকে কিয়ামাত অবদি ওয়াহিভিত্তিক এই ইলম বা জ্ঞানই হল সভ্যতা বিনির্মানের একমাত্র ঐশি মাধ্যম! আলো-অন্ধকার কিংবা জীবিত ও মৃত সত্তার মাঝে চুড়ান্ত পার্থক্য!
এই জ্ঞান অর্জনকে একদিকে যেমন মুসলিম উম্মাহের প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে, ঠিক তেমনি অজ্ঞতাকেও চরমভাবে তিরষ্কার করা হয়েছে! পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে ইলম অর্জনের বেহিসেব ফাযিলাত ও অজ্ঞাতার সীমাহীন দুর্দশার কথা বিস্তারিত আলোচিত হয়েছে!
কিন্তু আফসোসের বিষয়, বর্তমান মুসলিম উম্মাহর প্রচলিত সেকুলার রাষ্ট্রব্যবস্থা, দ্বিমুখী শিক্ষাব্যবস্থা, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন, দুনিয়াবি মোহ ও ঈমানের দুর্বলতাসহ নানাবিধ কারণে দ্বীনি শিক্ষা আজ জাতির মুলধারা থেকে সুকৌশলে বিচ্ছিন্ন হয়েছে যার ফল যুগ যুগ ধরে ভোগ করে যাচ্ছে দেশের প্রায় ৭০% জেনারেল শিক্ষিত দ্বীনি ভাই ও বোনেরা, যদিওবা তারা জন্মগতভাবে মুসলিম পরিবারের সন্তান!
অসংখ্য অগণিত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা তাদের পুরোটা জীবন দুনিয়াবি শিক্ষার পেছনে উজাড় করে দিলেও আদতে তাদের অনেকেই ২০ বছরে ২০ টি সুরাহ'ও বিশুদ্ধ করে তিলাওয়াতে সক্ষম হচ্ছেন না। শিখছেন না ফরজে আঈনের ইলম।
জানছেন না পবিত্র কুরআনের ঐশ্যরীক আরবী ভাষা।
পড়ছেন না হাদিসে রাসুল (স), শিখছেন না বিশুদ্ধ আকিদা কিংবা মহানবীর পবিত্র জীবনী তথা সিরাতুন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আর ইসলামী অর্থনীতি, ভু রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামের প্রামাণ্য ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহাবাদের জীবনী, ফিকহশাস্ত্র ও উসুল-তাফসীরের কথা না হয় নাইবা বললাম!
তাই এহেন জাতীয় শিক্ষার দ্বি-মেরুকরণের বাস্তবতায় এক কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে, সুদুরপ্রসারী গন্তব্যে যাত্রা শুরু করেছে ত্ব-হা যিন নূরাইন ইসলামিক সেন্টার ঢাকা! যার অন্যতম মৌলিক উদ্দেশ্যই হল জেনারেল শিক্ষিত বিশাল এই আওয়াম জনগোষ্ঠির মাঝে দ্বীন ইসলামের বিশুদ্ধ ও সাবলীল বুনিয়াদি ইলমের প্রচার প্রসার ও প্রতিষ্ঠা! তদানুযায়ী আমল, আকিদা গঠন, তা'লিম, তারবিয়্যাত ও তাজকিয়া অর্জন করা।
আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সকলের পরিচিত মুহতারাম আবু ত্ব হা মুহাম্মাদ আদনান হাফিযাহুল্লাহ'র তত্তাবধানে পরিচালিত যার মাধ্যমে আমরা সল্প ও বৃহৎ পরিসরে প্রায় ১৫-২০ টি শিক্ষা প্রজেক্ট ও কোর্স নিয়ে যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ!
যার সমস্ত প্রশংসা শুধুমাত্র এক আল্লাহর যিনি ছাড়া কোন ইলাহ নেই! ওয়াবিল্লাহিত তাওফিক্ব!
প্রাথমিক ভাবে আমরা আমাদের সেন্টারে ৩ টি বিভাগ চালু করেছি।
🔸রওজাতুল আত্বফাল - روضة الأطفال
(শুধুমাত্র সোনামনিদের জন্য) ডিপার্টমেন্টে ভর্তি তথ্য:
🔳 কোর্সসমূহ:
১. তাজবীদ সহ পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা।
- সময়কাল: সর্বনিম্ন ৬ মাস।
২. নাজেরা (খতমুল কুরআন)।
- সময়কাল: সর্বনিম্ন ১ বছর।
৩. হিফযুল কুরআন।
- সময়কাল: ২ থেকে ৩ বছর।
প্রত্যেক কোর্সের সাথে আরো থাকছে:
💠 সোনামনিদের দ্বীনিয়াত তথা ইসলাম শিক্ষা।
💠 ছোটদের জন্য আকায়েদ, মাসায়েল, গল্পের মাধ্যমে জ্ঞান, সিরাত, হাদিস ইত্যাদি।
💠 আর কিডস জোনে খেলাধুলার ব্যবস্থা তো থাকছেই।
🔰 এডমিশন ফি: ৫,০০০ টাকা।
🔰 মাসিক ফি: ১,৫০০ টাকা।
🔸 Department of Islamic Studies for Men.
قسم الدراسات الإسلامية للرجال
🔸 Department of Islamic Studies for Women.
قسم الدراسات الإسلامية للنساء
(শুধুমাত্র জেনারেল শিক্ষিত দ্বীনি ভাই ও বোনদের জন্য) ডিপার্টমেন্টে ভর্তি তথ্য:
🔳 কোর্সসমূহ:
১. পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্স।
- সময়কাল: ৩ থেকে ৬ মাস।
২. নাজেরা (খতমুল কুরআন)।
- সময়কাল: সর্বনিম্ন ১ বছর।
৩. হিফযুল কুরআন।
- সময়কাল: সর্বনিম্ন ২ থেকে ৩ বছর।
৪. তাদাব্বুরে কুরআন (অর্থ বুঝে কুরআন পড়ুন)।
- সময়কাল: সর্বনিম্ন ৬ মাস।
৫. সিরাতুন্নবী (স.) শিক্ষা কোর্স।
- সময়কাল: সর্বনিম্ন ৩ মাস।
৬. হাদীস শিক্ষা বা সুন্নাতুর রাসুল (স.)।
- সময়কাল: সর্বনিম্ন ৪ মাস।
৭. ইসলামের ইতিহাস শিক্ষা (তারিখুল ইসলাম)।
- সময়কাল: ৪ থেকে ৬ মাস।
৮. বিশুদ্ধ আকিদা শিক্ষা।
- সময়কাল: ৪ থেকে ৬ মাস।
৯. ফরজে আঈন শিক্ষা (ফিক্বহুল ইসলাম/ ফিক্বহুন নিসা)।
- সময়কাল: সর্বনিম্ন ৬ মাস।
১০. পারিবারিক জীবনে ইসলাম।
- সময়কাল: ৩ মাস।
১১. ইসলামিক স্ক্যাটোলজি (Courses of Akhiruzzaman).
- সময়কাল: ৩ মাস।
১২. ইসলামি অর্থনীতি ও ভু-রাজনীতি।
- সময়কাল: ৩ মাস।
সাথে আরো থাকছে:
💠 দ্বীনি ভাই ও দ্বীনি বোনদের জন্য পৃথক দিবসে সাপ্তাহিক তা'লিম।
💠 দ্বীনি ভাই ও দ্বীনি বোনদের জন্য পৃথক দিবসে মাসিক সেমিনার।
💠 ক্যাম্পাসে যোগ্যতার ভিত্তিতে দ্বীনি কাজের সুযোগ।
💠 অনলাইন ও অফলাইন দাওয়াহ ট্রেইনিং ও সেশান।
💠 বরেণ্য ওলামায়ে কেরামের সহবত।
💠 নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ।
💠 সমৃদ্ধ লাইব্রেরি ও বই পড়া বা কেনার সুযোগ।
💠 রুকিয়া সাপোর্ট ও কন্সাল্ট।
💠 ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলা।
💠 ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশন ওয়ার্ক।
💠 প্যারেন্টিং প্রোগ্রাম সহ আরও অনেক কিছু।
🔰 এডমিশন ফি: ৩,০০০ টাকা।
🔰 মাসিক ফি: ১,৫০০ টাকা।
🔗 স্টুডেন্টদের মেধা ও অবস্থা বুঝে এডমিশন নেয়া হবে। মেধাভেদে কোর্সের ধরণ ও মেয়াদের তারতম্য হতে পারে।
🔗 প্রতিটি ব্যাচে ৪০-৫০ জন করে স্টুডেন্ট এডমিশন নিতে পারবেন।
🔗 থাকছে পরিচ্ছন্ন ক্যাম্পাস ও সার্বক্ষণিক সিসি টিভি নিরাপত্তা এবং প্রয়োজনে প্রজেক্টরের ব্যবহার।
📌 বি.দ্র:
১. প্রত্যেক কোর্সের ক্লাস ডিউরেশন: ১-২ ঘণ্টা।
সাপ্তাহিক সর্বোচ্চ ক্লাসের সংখ্যা: ৩ টি।
মাসিক সর্বোচ্চ ক্লাসের সংখ্যা: ১২ টি।
২. প্রত্যেক কোর্সের জন্য প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ও সংগ্রহকৃত কিতাবসমূহ থাকবে।
৩. প্রাতিষ্ঠানিক পোশাক, ডায়েরি, আইডি কার্ড, কিতাব ইত্যাদি চাহিদা অনুযায়ী মূল্য পরিশোধ বাবদ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
♦️ প্রতিষ্ঠানে আবাসিক থাকার কোনো ব্যবস্থা নেই।
তাই দেরি না করে আজই ভিজিট করুন আমাদের ক্যাম্পাস। আসুন, দেখুন, কন্সাল্ট করুন। বেছে নিন আপনার প্রয়োজনীয় কোর্স। শিখুন ও জানুন আপনার দ্বীন। আমল ও দাওয়াতে প্রচার করুন দ্বীন আল ইসলাম।
ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার।
- মেট্রো পিলার নং ২১৩, বনলতা রেস্টুরেন্টের ৪র্থ তলা, মিরপুর ১১ বাসস্ট্যান্ড, ঢাকা।
ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার এর অফিসিয়াল নম্বর:
📱01886 9999 15
📱01886 9999 75
আপনার মূল্যবান পরামর্শ ও দুয়ার সাথে হালাল অনুদান পাঠিয়েও আমাদের সাথে সম্পৃক্ত থাকুন।
অনুদান পাঠাতে: (যাকাতের অর্থ গ্রহনযোগ্য নয়)
বাইতুল মাল একাউন্ট নাম্বার:
Al-Arafah Islami Bank
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
ACC No: 0971120018405
Midland Bank PLC
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
Acc No: 8801-1810012325
Mobile Banking
01750729111 (bKash Personal)
01750729111 (Nagad Personal)
উস্তাযের সাথে সরাসরি মত বিনিয়মের জন্য এই নম্বরে Whatsapp টেক্সট করুন ইনশাআল্লাহ।
01750729111 (WhatsApp) Text Only.
মহান আল্লাহ আমাদের সকলের উত্তম আমলগুলো ক্ববুল করুন। আমিন। আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আ'লা মুহাম্মাদ ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।