22/11/2024
মেয়েদের পর্দার ব্যসিক কনসেপ্ট কিন্তু বাড়ির বাইরে যাওয়ার সময় বোরকা পড়া না। ব্যাসিক হলো জরুরত ছাড়া বাড়ি থেকে বের না হওয়া। এবার যদি আমাকে জরুরতে বের হতে হয় তাহলে কয়েকটা বিষয়ে আগে চিন্তা করে নেবো অবশ্যই ইন শা আল্লহ -
১। আমি যে বের হচ্ছি, কেন বের হচ্ছি? আমার কি আসলেই জরুরত রয়েছে? জরুরত থাকলে কেমন জরুরত? খুব বেশি-ই? অন্য কোনোভাবেই মেটানো সম্ভব না?
২। আচ্ছা আমি এমন কোনো স্থানে কি উপস্থিত হতে যাচ্ছি যেখানে গেলে মোটামুটি ৮০/৯০ ভাগ সম্ভাবনা থাকে যে গায়রে মাহরামের সাথে আমার ছোঁয়া লেগে যেতে পারে? যেমন - মার্কেটে গেলে, লোকাল বাসে যাতায়াত করলে।
৩। আমায় কি গায়রে মাহরাম এর সাথে টাকা কিংবা জিনিসপত্রের আদান-প্রদান করতে হবে? যদি হয়, তখন কি আমি কন্ঠ কোমল করে ফেলবো না? তখন কি একটু হলেও পরস্পরের হাতে ছোঁয়া লেগে যাবে না?
৪। গায়রে মাহরাম এর সামনে আমার যে সতরটুকু ঢেকে রাখার নির্দেশ শারীয়াহ দিয়েছে আমায়, তা কি আমি ঠিকভাবে করতে পারছি?
৫। আমার পোশাক বা আচরণ বা অন্যকিছু গায়রে মাহরাম কে আকর্ষণ করে ফেলছে না তো? অনর্থক হাসাহাসি, আড্ডাবাজি করে ফেলছি না তো উন্মুক্ত পরিবেশে গিয়ে?
৬। হোক না সেটা সফর দূরত্ব এর কম, তবু কি সাথে মাহরাম বিদ্যমান? যদি মাহরাম না থাকে কেউ সাথে, যদি সি এন জি তে হুট করে পাশে গায়রে মাহরাম বসে পড়ে, তখন?
এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর নিজের মধ্যে নিয়ে আসার পর এবার নিজেকে আরো কিছু প্রশ্ন করা যায় -
১। বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খেতে যাওয়া,ঘুরতে যাওয়া, কেনাকাটা করতে যাওয়া কি আসলেই আমার জরুরত? উপরের পয়েন্ট এর সবগুলোই কি এভয়েড করতে পারবো এই যাওয়ায়?
২। সাথে মাহরাম না নিয়ে একা একা ঢাকার মতো একটা শহরে এক এলাকা থেকে আরেক এলাকায় গেট টুগেদারে যাওয়া কি আসলেই জরুরত এর তালিকায় পড়বে?
৩। তারপর ঈদে মার্কেটে যাওয়া?
৪। মেলায় বই কিনতে যাওয়া?
৫।কক্সবাজারে টুর করা? ইত্যাদি ইত্যাদি।।
এবার একটা প্রশ্ন আসতে পারে জেহেনে - 'মেয়েরা কি তবে ঘরে ই বন্দী? বিনোদনের ও দরকার নেই?' এর সরাসরি উত্তর হলো - যদি উপযুক্ত পরিবেশ থেকে থাকে তবে তো আপত্তি নেই কোনো-ই বরং উৎসাহিত করছি। কিন্তু যদি উপযুক্ত পরিবেশ না থাকে, যদি বাইরে বের হয়ে গায়রে মাহরাম এর স্পর্শ ই লেগে যায় শরীরে তখন আমার সামনে মাত্র একটা অপশন ই অবশিষ্ট থাকে - কোন টা বেছে নেবো আমি? বিনোদন নাকি পর্দা নামক সেই ফরয বিধান, যার কোনো কাযা নেই,সেই ফরয বিধান যার উপযুক্ত ব্যবস্থা না হলে হজ্বের মতো ফরয বিধান ও আর নারীর উপর ফরয থাকে না ?
বেছে নেওয়ার দ্বায়িত্বটা সম্পূর্ণ নিজের।
©