Shilpy's Quotations

Shilpy's Quotations ✍️ জীবনে কখনো হারিনি,
হয়তো জিতেছি নয়তো শিখেছি✍️
---[চুয়াডাঙ্গা আমার বাড়ি]----
(1)

তাই ভালোবাসুন পরিমিতভাবে, যাতে ভালোবাসা হয়ে ওঠে শক্তি, দুর্বলতা নয়।কারণ, যে ভালোবাসায় আত্মসম্মান নেই, সে ভালোবাসা কখনো দ...
06/09/2025

তাই ভালোবাসুন পরিমিতভাবে, যাতে ভালোবাসা হয়ে ওঠে শক্তি, দুর্বলতা নয়।
কারণ, যে ভালোবাসায় আত্মসম্মান নেই, সে ভালোবাসা কখনো দীর্ঘস্থায়ী হয় না।

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

রাফি আর দীপু— বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ বন্ধু।শুরুতে দুজনেই একসাথে চলাফেরা করত, তবে চরিত্রে ছিল বড় পার্থক্য।👉 রাফি পরিশ্র...
06/09/2025

রাফি আর দীপু— বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ বন্ধু।
শুরুতে দুজনেই একসাথে চলাফেরা করত, তবে চরিত্রে ছিল বড় পার্থক্য।

👉 রাফি পরিশ্রমী, সৎ আর ধৈর্যশীল।
👉 দীপু সবকিছুতে শর্টকাট খুঁজত, স্বা*র্থপরভাবে সুযোগ নিতে চাইত।

একদিন দুজনেই চাকরির ইন্টারভিউতে ডাক পেল।
দিপু রাফি কে বলল,
“তুই আমাকে আমার সিভি বানাতে সাহায্য কর, আর তোর অভিজ্ঞতা আমি নিজের নামে চালাবো।”
রাফি শান্ত গলায় বলল,
“বন্ধু মানে পাশে দাঁড়ানো, কিন্তু প্রতারণায় সঙ্গী হওয়া নয়। তুই চাইলে আমি তোর আসল শক্তিগুলো সাজিয়ে দিতে পারি।”

দিপু রেগে গেল, মনে মনে ভাবল রাফি স্বার্থপর।
কিন্তু ফলাফল যখন প্রকাশ হলো,
রাফি নিজের যোগ্যতায় চাকরি পেল।
অন্যদিকে দীপু ব্যর্থ হলো।

বছর কয়েক পর…
রাফি যখন প্রতিষ্ঠিত, দিপু তখনও ছোটখাটো কাজের জন্য মানুষের কাছে ভরসা খুঁজছে। একদিন ভীষণ হতাশ হয়ে সে বলল—
“বন্ধু, আজ বুঝলাম তুই আমাকে সাহায্য করতে চাইছিলি, কিন্তু আমি ভাবতাম তুই আমার পথে বাধা। আসলে তুই-ই ছিলি আমার আসল বন্ধু।”

রাফি শুধু হাসল, আর একটা দারুন কথা বলল,

“বন্ধুত্ব মানে মানুষকে উঁচুতে তুলতে শেখানো,
এটা না যে, অন্ধকারে টেনে নামানো।”

#যা_শিখলাম!
👉 খারাপ বন্ধু সাময়িক আনন্দ দেয়, কিন্তু জীবন ধ্বংস করে।
👉 ভালো বন্ধু হয়তো তৎক্ষণাৎ সুবিধা দেয় না, কিন্তু জীবনের জন্য আলো জ্বালিয়ে যায়।

আপনার প্রিয় বন্ধুকে মেনশন করুন। যাতে সে খারাপ বন্ধু থেকে সেফ থাকতে পারে।
ধন্যবাদ।

 #বাংলাদেশে ফেসবুকে পোস্ট করার সেরা টাইম সাধারণত তখনই হয় যখন বেশি সংখ্যক মানুষ অনলাইনে সক্রিয় থাকে। গবেষণা ও প্র্যাকটিক্...
05/09/2025

#বাংলাদেশে ফেসবুকে পোস্ট করার সেরা টাইম সাধারণত তখনই হয় যখন বেশি সংখ্যক মানুষ অনলাইনে সক্রিয় থাকে। গবেষণা ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী, বাংলাদেশের জন্য টাইমগুলো হলো😊😊।

#সকাল:
সকাল ৮টা – ৯টা (অফিস/ক্লাসে যাওয়ার আগে মানুষ অনলাইনে থাকে)

#দুপুর:
দুপুর ১২টা – ১টা (লাঞ্চ ব্রেকের সময় অনলাইনে থাকে)

#সন্ধ্যা:
সন্ধ্যা ৭টা – ৯টা (অফিস-স্কুল শেষে, সবাই ফ্রি থাকে)

#রাত:
রাত ১০টা – ১১টা (ঘুমাতে যাওয়ার আগে অনেকেই ফেসবুক চেক করে)

তবে নিয়মিত পোস্ট করার জন্য সবচেয়ে ভালো
টাইম হলো,
#সন্ধ্যা ৭টা থেকে #রাত ১০টা (এই সময়ে বাংলাদেশে ফেসবুক ইউজারদের এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি থাকে)।

আরো টিপস পেতে পেজে এ ফলো দিয়ে রাখুন বন্ধুরা 😊😊

 #ফেসবুক_মনিটাইজেশন_পেজে_মিউজিক_ব্যবহারের  #সতর্কতা ✨🌸🎶  #সতর্কতা:কপিরাইটেড (অন্যের মালিকানাধীন) মিউজিক ব্যবহার করলে মনি...
05/09/2025

#ফেসবুক_মনিটাইজেশন_পেজে_মিউজিক_ব্যবহারের #সতর্কতা ✨🌸

🎶 #সতর্কতা:

কপিরাইটেড (অন্যের মালিকানাধীন) মিউজিক ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে।

সবসময় ফ্রি বা কপিরাইট-ফ্রি মিউজিক ব্যবহার করুন।

মিউজিক ব্যবহারের আগে নিশ্চিত হোন সেটি মনিটাইজেশনের জন্য সেফ কিনা।

✅ #উপকারিতা:

ভিডিওতে আবেগ যোগ হয়।

কনটেন্ট আরও আকর্ষণীয় হয়।

দর্শকের মনে সহজে দাগ কাটে।

❌ #ক্ষতিকর_দিক:

ভুল মিউজিক ব্যবহার করলে আয়ের সুযোগ হারাবেন।

ভিডিও ব্লক বা ডিলিট হয়ে যেতে পারে।

পেজের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

👉 তাই, মিউজিক ব্যবহার করুন বুদ্ধিমানের মতো—সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার কনটেন্টকে আরও জীবন্ত করে তুলবে। 🌟

03/09/2025

Hello guys

INFO-post- 2 #অবশ্যই_ফেসবুক_মনিটাইজেশন থেকে ইনকাম করতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হয়। এগুলো আমি আপনাদের জন্য পোস্ট ...
03/09/2025

INFO-post- 2

#অবশ্যই_ফেসবুক_মনিটাইজেশন থেকে ইনকাম করতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হয়। এগুলো আমি আপনাদের জন্য পোস্ট আকারে সাজিয়ে দিলাম👇

ফেসবুক মনিটাইজেশন থেকে ইনকামের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ 👇👇

🌷 আপনার পেজ বা প্রোফাইল অবশ্যই ফেসবুকের নীতি ও গাইডলাইন মেনে চলতে হবে।
🌷 কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করলে মনিটাইজেশন চালু হবে না।
🌷কপিরাইটকৃত কনটেন্ট (গান, ভিডিও, ছবি) অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
🌷 অরিজিনাল ও ইউনিক কনটেন্ট থাকতে হবে।
🌷পেজ/প্রোফাইলে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার ও এনগেজমেন্ট থাকা চাই।
🌷 দেশভেদে যোগ্যতা নির্ধারিত থাকে, তাই মনিটাইজেশন চালু আছে কিনা সেটা চেক করতে হবে।
🌷 পেজে সক্রিয়ভাবে কনটেন্ট আপডেট দিতে হবে, অর্থাৎ নিয়মিত পোস্ট/ভিডিও দিতে হবে।

🌺🌺 #এককথায়_মনিটাইজেশন মানে শুধু ইনকাম নয়, বরং নিয়ম মেনে গুণগত কনটেন্ট তৈরি করা।

আরো informetion পেতে পেজটি ফলো দিয়ে রাখুন।

 #নির্বোধ_ও_অজ্ঞ_মানুষের_জন্য_যুদ্ধ_নয় মানুষের জীবনে সময়, শক্তি আর ধৈর্য—সবই অনেক মূল্যবান।তাই কখনোই এগুলো নষ্ট করবেন না...
03/09/2025

#নির্বোধ_ও_অজ্ঞ_মানুষের_জন্য_যুদ্ধ_নয়

মানুষের জীবনে সময়, শক্তি আর ধৈর্য—সবই অনেক মূল্যবান।
তাই কখনোই এগুলো নষ্ট করবেন না নির্বোধ ও অজ্ঞ মানুষের সাথে যুদ্ধ করে।

#কারণ—
👉তারা যুক্তি বোঝে না, সত্য মানে না।
👉তাদের সামনে যতই সত্য কথা বলুন, তারা শুধু বিরোধিতা করবে।
👉অজ্ঞের সাথে লড়াই করলে, আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন, আর শান্তি হারাবেন।

👉👉 #মনে_রাখবেন,
অজ্ঞের সাথে যুদ্ধ নয়, বরং নীরবতা-ই সবচেয়ে বড় উত্তর।
যেখানে জ্ঞান নেই, সেখানে বিতর্ক নয়—শুধু দূরে সরে যাওয়া-ই বুদ্ধিমানের কাজ।

✨ আসল জয় হলো নিজের মনের শান্তি রক্ষা করা। ✨

 #মনিটাইজেশন_পেয়েছেন? এখন থেকে পোস্ট করার আগে এই ৭টি বিষয় অবশ্যই মাথায় রাখুন!💡 ১. কপিরাইট ফ্রি কনটেন্ট ব্যবহার করুননি...
02/09/2025

#মনিটাইজেশন_পেয়েছেন?
এখন থেকে পোস্ট করার আগে এই ৭টি বিষয় অবশ্যই মাথায় রাখুন!

💡 ১. কপিরাইট ফ্রি কনটেন্ট ব্যবহার করুন
নিজের লেখা, নিজের তোলা ছবি বা ভিডিও ব্যবহার করুন। অন্যের কনটেন্ট কপি করলে মনিটাইজেশন নষ্ট হতে পারে।

💡 ২. ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলুন
হেট স্পিচ, ভুয়া তথ্য, প্রাপ্তবয়স্ক কনটেন্ট—এই ধরনের কিছু পোস্ট করবেন না।

💡 ৩. মিউজিক ব্যবহারে সতর্ক থাকুন
সাউন্ডট্র্যাক ব্যবহার করলে ফেসবুকের লাইব্রেরি থেকে নিন অথবা রয়্যালটি-ফ্রি মিউজিক ব্যবহার করুন।

💡 ৪. থাম্বনেইল ও টাইটেলে বিভ্রান্তি তৈরি করবেন না
ক্লিকবেইট শিরোনাম বা ভুয়া থাম্বনেইল দিলে পেজের বিশ্বাসযোগ্যতা কমে যায়।

💡 ৫. সঠিক ভাষা ব্যবহার করুন
অশালীন ভাষা বা গালিগালাজ এড়িয়ে চলুন। ফেসবুক এগুলোকে নীতিমালা ভঙ্গ হিসেবে দেখে।

💡 ৬. ভিডিওর কোয়ালিটি ঠিক রাখুন
অল্প সময়ের ভিডিওতে মানসম্মত কনটেন্ট দিন। ঝাপসা বা খুব নিম্নমানের ভিডিও এড়িয়ে চলুন।

💡 ৭. ভেরিফাইড পেমেন্ট মেথড ঠিক আছে কিনা চেক করুন
মনিটাইজেশন ধরে রাখতে নিয়মিত পেমেন্ট ইনফো আপডেট রাখুন।

বন্ধুরা মনে রাখবেন,
একবার মনিটাইজেশন গেলে ফেরত পাওয়া কঠিন, তাই প্রতিটি পোস্ট দেওয়ার আগে একটু ভেবে নিন।

🔥 আরও টিপসের জন্য পেজে থাকুন!🤞🤞🤫

ভিডিওটা সেভ করা রাখতে,
নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।

#শিল্পীরকথা

 #ভালবাসা ❤️❤️✍️"ভালোবাসা হলো এমন এক শক্তি, যা ভাঙা মানুষকেও আবার বাঁচতে শেখায়।"✍️ "যে হৃদয়ে ভালোবাসা আছে, সেখানে কখনোই ...
01/09/2025

#ভালবাসা ❤️❤️

✍️"ভালোবাসা হলো এমন এক শক্তি, যা ভাঙা মানুষকেও আবার বাঁচতে শেখায়।"

✍️ "যে হৃদয়ে ভালোবাসা আছে, সেখানে কখনোই অন্ধকার থাকে না।"

✍️"ভালোবাসা মানে একে অপরের হাত ধরা নয়, বরং একে অপরের আত্মাকে আঁকড়ে ধরা।"

✍️ "যেখানে ভালোবাসা আছে, সেখানেই জীবনের সত্যিকারের আনন্দ।"

✍️ "ভালোবাসা হৃদয়ের সেই সুর, যা প্রাণকে নাচিয়ে তোলে।"

✍️"ভালোবাসা হলো একমাত্র ভাষা, যা পৃথিবীর প্রতিটি মানুষ বুঝতে পারে।"

✍️ "ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, বরং কাউকে প্রাণ থেকে অনুভব করা।"

(ছবি:হসপিটালের তৃতীয় দিন)

সাইকোলজি নিয়ে কিছু কথা...✍️"অন্যকে বোঝার চেয়ে বড়ো জ্ঞান আর নিজেকে বোঝার চেয়ে বড়ো শক্তি নেই।"✍️"মনোবিজ্ঞান শেখায়—সব...
01/09/2025

সাইকোলজি নিয়ে কিছু কথা...

✍️"অন্যকে বোঝার চেয়ে বড়ো জ্ঞান আর নিজেকে বোঝার চেয়ে বড়ো শক্তি নেই।"

✍️"মনোবিজ্ঞান শেখায়—সবচেয়ে গভীর ক্ষত থাকে হাসির আড়ালে।"😱

✍️"আচরণ হলো মানুষের অদৃশ্য চিন্তার দৃশ্যমান রূপ।"

✍️ "মন বোঝা মানেই ভবিষ্যৎ গড়ার দরজা খোলা।"

✍️ "যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই আসল নেতা।"

✍️ "মনোবিজ্ঞান আমাদের শেখায়—মানুষকে পরিবর্তন করতে চাইলে প্রথমে তার অনুভূতি ছুঁতে হবে।"

মানুষের মস্তিষ্ক হলো আয়না!!
তুমি যেমন ভাবো, জীবন তেমনই প্রতিফলিত করে।

আপনার কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করুন😊😊

মানুষ আপনার কথা নয়, আপনার আচরণ বেশি মনে রাখে। তাই ছোট্ট সহানুভূতি বা একটি সান্ত্বনার শব্দ বছরের পর বছর মনে থেকে যায়।
31/08/2025

মানুষ আপনার কথা নয়, আপনার আচরণ বেশি মনে রাখে। তাই ছোট্ট সহানুভূতি বা একটি সান্ত্বনার শব্দ বছরের পর বছর মনে থেকে যায়।

কিছু বাস্তবমুখী কথা।।✍️"মানুষ যত কথা বলে, তার অর্ধেকও কাজ করে না। তাই কাজকে বিশ্বাস করো, কথাকে নয়।"✍️"সবাই তোমার ভালো চ...
28/08/2025

কিছু বাস্তবমুখী কথা।।

✍️"মানুষ যত কথা বলে, তার অর্ধেকও কাজ করে না।
তাই কাজকে বিশ্বাস করো,
কথাকে নয়।"

✍️"সবাই তোমার ভালো চাইবে—এটা মিথ্যা।
কিন্তু তুমি যদি নিজের ভালো চাইতে শেখো—
এটাই সত্য।"

✍️ "সময় কারো জন্য থেমে থাকে না,
কিন্তু সময়ের সাথে না চললে জীবন থেমে যায়।"

✍️ "মানুষ ভুলে যায়, সম্পর্ক ভাঙে—
কিন্তু যে শিক্ষা থেকে যায়,
সেটাই জীবনের আসল সম্পদ।"

✍️"তোমার কষ্টের কথা সবাই শুনবে না,
কিন্তু তোমার ব্যর্থতা সবাই দেখবে।"

✍️"অন্যকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে বদলাও, তবেই প্রভাব পড়বে।

✍️"যে সবসময় হাসি মুখে থাকে, তার ভেতরেই সবচেয়ে বেশি গল্প লুকানো থাকে।"

কোন কথাটা আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।।
😊

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Shilpy's Quotations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shilpy's Quotations:

Share