28/05/2025
লক্ষীপুর আশুরা হসপিটালে ১০০ টাকায় রোগী দেখার ক্যাম্পিং শুরু; চলবে টানা ৭ দিন
মো. রোবেল হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষীপুর আশুরা হসপিটালে ১০০ টাকায় রোগী দেখার ক্যাম্পিং শুরু করেছেন আশুরা হসপিটাল এর চেয়ারম্যান ডাক্তার মো. জাকির হোসেন চলবে টানা ৭ দিন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই ক্যাম্পিং এর উদ্বোধন করবেন আশুরা হসপিটালের চেয়ারম্যান ডাক্তার মো. জাকির হোসেন।
লক্ষ্মীপুর জেলার চিকিৎসকদের অভিভাবক লক্ষীপুর জেলা সদর হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ জাকির হোসেন। এই ক্যাম্পের আয়োজন করেন অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু ফয়সাল আল জুবায়ের (জিমি)। এছাড়াও এই ক্যাম্পিংয়ের রয়েছেন সিদ্দিক ফাউন্ডেশন কলেজের প্রিন্সিপাল ও আশুরা হসপিটালের পরিচালক( মার্কেটিং ডিভিশন) ইব্রাহিম খলিল।
লক্ষ্মীপুর সর্বসাধারণের স্বাস্থ্য সেবায় প্রশংসনীয় অবদান রেখেছে আশুরা হসপিটাল। ভয়াবহ কোভিড-৯ ও বন্যায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে সাহসের সাথে, জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুরের জনগনের মাঝে সুচিকিৎসা ব্যবস্থা করেছেন আশুরা জেনারেল হাসপাতাল। এই সকল সেবার কারনে লক্ষ্মীপুরে জনসাধারণের কাছে সম্মানে ভূষিত হয়েছেন আশুরা হসপিটাল চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ডাক্তারসহ সকল কর্মকর্তাগন। সুচিকিৎসা দেওয়ার লক্ষ্যে আবারো সকল স্তরের জনগণের মাঝে অভিজ্ঞ ডাক্তারগণদের দিয়ে মাত্র ১০০ টাকায় মেডিকেল ক্যাম্পিং এর উদ্যোগ নিয়েছেন আশুরা হসপিটাল।
লক্ষ্মীপুর সদর উপজেলার রামগতি রোডের পৌরসভার নতুন পানি ভবনের দক্ষিনে মিয়াঁ রাস্তার মাথা সংলগ্ন আশুরা হসপিটালে এই চিকিৎসা সেবা সকাল ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
শুধুমাত্র ১০০ টাকা ভিজিটে দিয়েই সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, নাক কান গলা বিভাগ, নারী ও শিশু বিভাগ, নিউর মেডিসিন বিভাগ, বক্ষব্যাধি ও ক্যান্সার বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। সিরিয়াল নিতে যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭১২৮০২৩৫২।