
06/08/2025
এই ইলিশ মাছটা আজকে ২৭০০ টাকা দিয়ে কিনলাম আর ঠিক তখনই গাজায় যারা না খেয়ে আছে তাদের কথা মনে পড়ল। কিন্তু কি আর করার হয়তো মজা করে খাব তাদের জন্য কিছুই করার নাই।
কয়দিন পরে হয়তো আমাদের ওই একই অবস্থা হবে, ৩-৪ হাজার টাকা দিয়ে একটা মাছ কিনে খেতে হবে এটাও কি কোনদিন ভেবেছিলাম। ছোটবেলায় আমি দেখেছি ১০০, ১৫০ টাকা ইলিশ মাছ আর আমার আম্মা বলে তারা ৯ থেকে ১০ টাকা ইলিশ মাছ কিনে খেয়েছে। উনার বয়স এখন ৬৭ বছর। আমরা বেঁচে থাকলে ওই সময় গিয়ে আর ইলিশ মাছ চোখেও দেখব না। মানুষের যে দিন যায় সেটাই ভালো।