20/02/2024
আমি হাজার হাজার বছর বন্দী থাকতে রাজি,
যদি কারাগারটা হয় তোমার চোখ দুটি।
আমি হাজারো কষ্ট সহ্য করতে রাজি,
যদি কষ্টের বিনিময়ে আমি তোমাকে পাই।
আমি হাজারো রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি,
যদি পাশে তুমি বসে থাকো।
আমি হাজারো বছর তোমার সাথে কাটি দিতে চাই,
যদি তুমি একবার হাতটি ধরো।
#কাগজের_গোলাপ