Samaira's kitchen

Samaira's kitchen You can order your desirable bite from uss!! Dhaka based cake page. contact for order's: 01714584221

Beauty travel makeup bag and ring adjuster from ANISKA Beauty Inbox them to order. Bag only 280 tk ring adjusteronly 99 ...
14/08/2025

Beauty travel makeup bag and ring adjuster from ANISKA Beauty
Inbox them to order.
Bag only 280 tk
ring adjusteronly 99 taka

গরম গরম কেক,  গরম গরম ডেলিভারি, গরম গরম রিভিউ ও চলে l এই কেক দেখে আমি পাগল হয়ে যাবো, এতো এতসুন্দর কালার ছিল ছবি তে কিছু ...
14/08/2025

গরম গরম কেক, গরম গরম ডেলিভারি, গরম গরম রিভিউ ও চলে l এই কেক দেখে আমি পাগল হয়ে যাবো, এতো এতসুন্দর কালার ছিল ছবি তে কিছু ই আশে নাই l
ইভেন ক্লায়েন্ট ও পাগল হয়ে গেসে l
রিভিউ কমেন্টে 👇
১০০০ পোস্ট দিবো এই কেক এর 😑😑

পারফেক্ট পাউন্ড কেক রেসিপি  (ফুল প্রুফ)যা যা লাগবে: • মাখন – ২০০ গ্রাম (ঘরের তাপমাত্রার, নরম) • চিনি – ২০০ গ্রাম (সাদা দ...
12/08/2025

পারফেক্ট পাউন্ড কেক রেসিপি (ফুল প্রুফ)

যা যা লাগবে:
• মাখন – ২০০ গ্রাম (ঘরের তাপমাত্রার, নরম)
• চিনি – ২০০ গ্রাম (সাদা দানাদার)
• ডিম – ৪টা (ফ্রেশ ও রুম টেম্পারেচারের)
• ময়দা – ২০০ গ্রাম (চালানো)
• বেকিং পাউডার – ১ চা চামচ
• ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
• এক চিমটি লবণ
(চাইলে ২ চা চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কেকটা আরো সফট করার জন্য)



যেভাবে বানাবেন:

১. ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রাখুন।
২. একটা কেক টিনে হালকা মাখন ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিন বা বেকিং পেপার দিন।
৩. নরম মাখনে চিনি দিয়ে ভালোভাবে বিট করুন যতক্ষণ না হালকা ও ক্রিমি হয়ে আসে (৫-৭ মিনিট মতো)।
৪. এরপর এক এক করে ডিম দিন – প্রতিটি ডিম দেওয়ার পর ভালোভাবে বিট করুন।
৫. এবার ময়দা, বেকিং পাউডার, আর লবণ মিশিয়ে আলাদা একটা বাটিতে চালিয়ে নিন।
৬. ময়দা মিশ্রণটি ধীরে ধীরে মাখনের মিশ্রণে দিন এবং ভ্যানিলা এসেন্স দিয়ে হালকা হাতে মেশান।
৭. চাইলে অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা একটু স্মুথ করে নিতে পারেন।
৮. ব্যাটারটি টিনে ঢেলে ওভেনে ৪৫–৫০ মিনিট বেক করুন। কাঠি ঢুকিয়ে দেখে নিন – শুকনো বের হলে কেক রেডি।
৯. ঠান্ডা হলে টিন থেকে খুলে কেটে পরিবেশন করুন।

kunafa cake 😃😃
12/08/2025

kunafa cake 😃😃

সবাই সবাই কে গিফট পাঠাই l শুধু পাই না আমি, আপু যেহেতু কেক টা তাঁর বড় বোন কে গিফট করে সেক্ষেত্রে ডেলিভারি ম্যান ৫০ টাকা এ...
12/08/2025

সবাই সবাই কে গিফট পাঠাই l শুধু পাই না আমি, আপু যেহেতু কেক টা তাঁর বড় বোন কে গিফট করে সেক্ষেত্রে ডেলিভারি ম্যান ৫০ টাকা এক্সট্রা চাওয়াই আপু রিতিমতো ডিসকামফোর্ট হয়ে যাই এবং আমাকে বলে l

পরে বেপার টা খুলে বলার পর উনি বুঝতে পারে l উনি দেশের ভাইরে থাকায় উনার বোন কেক টেস্ট করার পর অনেক সুন্দর একটা রিভিউ শেয়ার করে l
উনি ও স্যাটিসফাইড আর আমিও 😭👀

Snow white 💕
12/08/2025

Snow white 💕

ছেলেদের ডিজাইন আমাকে আপনারা দিবেন আমি সেইম বানিয়ে দিবো l যেহেতো আমার জীবনে ছেলে নাই তাই আমি আপনাদের ডিজাইন  দিতে পারবো ন...
12/08/2025

ছেলেদের ডিজাইন আমাকে আপনারা দিবেন আমি সেইম বানিয়ে দিবো l যেহেতো আমার জীবনে ছেলে নাই তাই আমি আপনাদের ডিজাইন দিতে পারবো না 😑😖

রেড ভেলভেট কেক রেসিপিযা লাগবে– ময়দা ১.৫ কাপ– চিনি ১ কাপ– ডিম ২টা– তেল আধা কাপ– কোকো পাউডার ১ টেবিল চামচ– বেকিং পাউডার ১...
12/08/2025

রেড ভেলভেট কেক রেসিপি

যা লাগবে
– ময়দা ১.৫ কাপ
– চিনি ১ কাপ
– ডিম ২টা
– তেল আধা কাপ
– কোকো পাউডার ১ টেবিল চামচ
– বেকিং পাউডার ১ চা চামচ
– বেকিং সোডা আধা চা চামচ
– এক চিমটি লবণ
– দুধ ১ কাপ
– ভিনেগার ১ চা চামচ
– লাল ফুড কালার ১ চা চামচ
– ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

প্রণালি
১. দুধের মধ্যে ভিনেগার মিশিয়ে রেখে দিন ৫ মিনিট।
২. ডিম ও চিনি ফেটে তাতে তেল ও ভ্যানিলা মিশিয়ে নিন।
৩. ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ মিশিয়ে আলাদা করে রাখুন।
৪. ডিমের মিশ্রণে অল্প অল্প করে শুকনো উপকরণ ও দুধ মিশিয়ে নিন। লাল ফুড কালার দিয়ে মিশিয়ে নিন।
৫. তেল মাখানো মোল্ডে মিশ্রণ ঢেলে দিন।
৬. প্রি-হিট করা ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩০-৩৫ মিনিট বেক করুন। চুলায় বানাতে চাইলে মোটা তলে লবণ দিয়ে হালকা আচে ৪৫ মিনিট রাখলে হবে।
৭. টুথপিক ঢুকিয়ে দেখে নিন, পরিষ্কার বের হলে হয়ে গেছে।

এভাবে সহজে নরম রেড ভেলভেট কেক তৈরি হবে। চাইলে ক্রিম চিজ ফ্রস্টিং বা হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে নিতে পারেন, না চাইলে সাদা গুঁড়া চিনি ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন।















tag yours😮‍💨
11/08/2025

tag yours😮‍💨

মাত্র পাইলাম 😊💕
11/08/2025

মাত্র পাইলাম 😊💕

কেক এর মধ্যে ভুলে নাম টা উল্টাপাল্টা হয়ে গেসে l বেশ কিছু দিন ধরে অনেক রাশ এ দিন কাটছে l সিম্পল কেক গুলো করতে বেশ সহজ হয় ...
11/08/2025

কেক এর মধ্যে ভুলে নাম টা উল্টাপাল্টা হয়ে গেসে l বেশ কিছু দিন ধরে অনেক রাশ এ দিন কাটছে l সিম্পল কেক গুলো করতে বেশ সহজ হয় 😊💕

জীবনে সবচেয়ে বড় বোকামির  মধ্যে হল এটা।  এখানে ২.৫ পাউন্ড কেক  এর মাত্র  ৪ টা স্লাইস করে সেল করেছি।  আমার  এখানে  লাভ তো ...
11/08/2025

জীবনে সবচেয়ে বড় বোকামির মধ্যে হল এটা। এখানে ২.৫ পাউন্ড কেক এর মাত্র ৪ টা স্লাইস করে সেল করেছি। আমার এখানে লাভ তো হয় ই নাই আরও লস হয়েছে। এই স্লাইস হয়ত আর সেল করব না। এত প্রিমিয়াম একটা কেক এই প্রাইজে আর দেয়া পসিবল না।
যারা এই কেকটা নিয়েছেন তারা আসলেই লাভবান ✨

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samaira's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samaira's kitchen:

Share